টুকরো খবর
কলেজ খোলার দাবিতে অবরোধ
অবিলম্বে কলেজ খোলার দাবিতে মুরারই-রাজগ্রাম রাস্তা প্রায় ঘণ্টা তিনেক অবরোধ করলেন তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা। সোমবার ঘটনাটি ঘটে মুরারই কবি নজরুল কলেজের সামনে। মুরারইয়ের তৃণমূল নেতা মহম্মদ সইফ বলেন, “শনিবার কলেজে ছাত্র সংগঠনের তরফে তিন জন ছাত্র পরিষদ প্রার্থীর নাম উল্লেখ করে। তারা যে অন্য কলেজের পড়ুয়া সে কথাও উল্লেখ ছিল। তবুও তারা মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আবেদন জানায়। অধ্যক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। অথচ আচমকা কাউকে কোনও কিছু না জানিয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত কলেজ বন্ধ রাখার নোটিস দিয়ে দিয়েছেন। এর ফলে দূরদূরান্ত থেকে আসা ছাত্রছাত্রীরা হয়রান হচ্ছেন।” তিনি আরও বলেন, “কলেজ বন্ধ থাকায় ছাত্র সংসদ নির্বাচনের আগে ভোটের কার্ড, পরিচয়পত্র প্রদানের কাজ করা যাচ্ছে না। তাই অবিলম্বে কলেজ খোলার দাবিতে কলেজের সামনে পথ অবরোধ করেন ছাত্রছাত্রীরা।” পরে পুলিশ ও প্রশাসনের কাছ থেকে আশ্বাস পাওয়ার পরে অবরোধ তুলে নেন তাঁরা। অধ্যক্ষ নন্দদুলাল চৌধুরী বলেন, “শনিবার তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা দাবি তোলে, ছাত্র পরিষদের তিন জন প্রার্থীর মনোনয়ন বাতিল করতে হবে। তাদেরকে বলা হয়, এটা পদ্ধতি মেনে করতে হবে। সময় লাগবে। এর পরে ওরা আমাকে ঘেরাও করবে বলে দাবি তোলে। এ দিকে, মনোয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পেরিয়ে যাওয়ার জন্য ছাত্র পরিষদের সমর্থকেরাও আমাকে চাপ দিতে থাকে। এর ফলে ছাত্রছাত্রীদের মধ্যে মারামারি বেধে যাওয়ার উপক্রম হয়।” তিনি দাবি করেন, “এর পরে কলেজের শিক্ষক, অশিক্ষক কর্মচারীদের মতামত নিয়ে অশান্ত পরিবেশ ঠিক করার জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।” তিনি জানান, মঙ্গলবার থেকে কলেজ ফের চালু করা হবে।

তেল উপচে পড়ায় ভাঙচুর
লোকোসেডের ডিজেল ট্যাঙ্ক থেকে তেল উপচে পড়ার প্রতিবাদে লোকো ফরম্যান অফিস ভাঙচুর করলেন এলাকার বাসিন্দারা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে রামপুরহাট স্টেশন সংলগ্ন এলাকায়। পুরসভার ১ নম্বর ওয়ার্ডের লোকোপাড়ার বাসিন্দাদের অভিযোগ, যে ভাবে ট্যাঙ্ক থেকে তেল উপচে পড়ছিল তাতে বড় ধরনের আগুন লেগে যাওয়ার সম্ভাবনা ছিল। লোকো ফরম্যানকে খবর দেওয়া হলে তিনি ব্যবস্থা নেননি। পরে দমকল কর্মীকে খবর দেওয়া হয়। ওই দফতরের কর্মীরা এসে তেল তুলে জল ছেটানোর ব্যবস্থা করে। এলাকাবাসীর ক্ষোভ, দমকলকর্মীরা লোকোপাড়া সংলগ্ন সব্জি বাজার দিয়ে আসতে গিয়ে সহজে এলাকায় ঢুকতে পারেনি। কারণ, দোকান সরিয়ে গাড়ি ঢোকাতে হয়। ট্যাঙ্ক থেকে তেল উপচে পড়ার জন্য তাঁরা রেলকর্মীদের উদাসীনতাকে দায়ি করেছেন। যদিও লোকো ফরম্যান প্রবীর গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ফোনে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

পাথর ধসে মৃত্যু শ্রমিকের
পাথরের ধসে মৃত্যু হল এক শ্রমিকের। পুলিশ জানায়, মৃতের নাম কায়ুম শেখ (৫০)। বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় জেলার ভবানীপুরে। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের দুমকা জেলার শিকারিপাড়া থানা এলাকার মাকড়াপাহাড়িতে। এই ঘটনায় শিকারিপাড়া থানা এলাকার জামরু গ্রামের বাসিন্দা পেশায় খাদান শ্রমিক বাবলু রায় জখম হয়েছেন। তাঁকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রামচন্দ্র লোহার নামে ওই খাদানের শ্রমিক বলেন, “এ দিন সকালে আমি ড্রিল করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কায়ুম শেখ শ্রমিকদের হাজিরা নিচ্ছিলেন। আচমকা একটি পাথরের চাঁই আমাদের কাছে এসে পড়ে। তাতে জখম হন কায়ুম শেখ ও বাবলু রায়। দু’জনকে রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা কায়ুম শেখকে মৃত বলে জানিয়ে দেন।”

বোমায় জখম
বোমা বাঁধতে গিয়ে হাত পড়ে গেল এক যুবকের। সোমবার ঘটনাটি ঘটেছে দুবরাজপুর থানা এলাকার খয়েরবন গ্রামে। বর্তমানে অভিরাম জমাদার নামে ওই যুবক সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বাম হাতের কব্জি উড়ে গিয়েছে। ডান হাতেও আঘাত লেগেছে। হাসপাতাল সুপার মানবেন্দ্র ঘোষ বলেন, “বোমায় এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে আমাদের মনে হয়েছে।” ডাকাতির চেষ্টা। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বোলপুর শাখার এটিএম থেকে টাকা লুঠ করার আগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।

তিনটি অপমৃত্যু
তিনটি পৃথক ঘটনায় মৃত্যু হল এক বধূ-সহ তিন জনের। পুলিশ জানায়, মৃতেরা হলেন মুর্শিদাবাদের সাগরদিঘি থানার কবিতা বিবি (৩০), মাড়গ্রামের পাহাড়গড়িয়ার বাসিন্দা ছবি খাতুন (১৬), রামপুরহাটের বেলেবাড়ির অর্জুন লেট (২৮)। ৭ ডিসেম্বর কবিতাবিবিকে অগ্নিদগ্ধ অবস্থায় রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। অন্য দিকে, পারিবারিক কারণে ছবি ও অর্জুন কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান।

নতুন প্রধান
নতুন প্রধান নির্বাচিত হল মুরারই ২ পঞ্চায়েত সমিতির পাইকর ১ গ্রাম পঞ্চায়েতে। সোমবার ৩ জন ফরওয়ার্ড ব্লক সদস্য, এক জন করে সিপিএম ও কংগ্রেস সদস্যের সমর্থন পেয়ে প্রধান হন কংগ্রেসের হাসমাইল মণ্ডল। কংগ্রেসের বাকি চার সদস্য এ দিন নির্বাচনে যোগ দেননি। সম্প্রতি পাইকর ১ পঞ্চায়েতে কংগ্রেস প্রধান কৃষ্ণা ধর অপসারিত হয়েছেন।

মোমবাতি জ্বালিয়ে শোকজ্ঞাপন
আমরিতে অগ্নিকাণ্ডে মৃতদের প্রতি এবং তারাপীঠ থেকে মুর্শিদাবাদে বেড়াতে গিয়ে গঙ্গায় ডুবে যাওয়া তিন জনের প্রতি শোকজ্ঞাপন করতে সোমবার তারাপীঠে দ্বারকা নদের পাড়ে মোমবাতি জ্বালালেন এলাকার বাসিন্দারা। এ দিনই সন্ধ্যায় আমরি কাণ্ডে মৃতদের আত্মার শান্তি কামনা ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে মোমবাতি জ্বালিয়ে বোলপুর শহরে মৌনি মিছিল করেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা।

অবৈধ ব্যবসা, ধৃত
অবৈধ ভাবে রান্নার গ্যাস বিক্রি করার জন্য রামপুরহাট থানার নারায়ণপুর এলাকা থেকে এক ব্যক্তিতে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম প্রণয় দত্ত। শনিবার ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করে সোমবার আদালতে পাঠায়।

মেলা নিয়ে বৈঠক
পৌষ মেলাকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য পুলিশ-প্রশাসনের সঙ্গে সোমবার বৈঠক করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। এ বার মেলার জন্য প্রায় ১৬ লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.