টুকরো খবর |
হেরেই গেলেন বাঁকুড়ার সুপ্রিয় |
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
আমরি-তে ধোঁয়ায় আটকে পড়া বাঁকুড়ার আরও এক ব্যক্তির মৃত্যু হল। সুপ্রিয় গুহ নামের মাঝ বয়সী ওই ব্যক্তির বাড়ি বাঁকুড়া সদর থানার ভাদুল গ্রামে। সোমবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, কিডনির সমস্যার নিয়ে ৪ ডিসেম্বর তাঁকে আমরি’র ঢাকুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চার তলার আইসিসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন। পেশায় বিমা কর্মী সুপ্রিয়বাবু অগ্নিকান্ডের সময় হাসপাতালের ভিতরে আটকে পড়েছিলেন। ঘণ্টা খানেক পরে তাঁকে উদ্ধার করা হয়। ধোঁয়ার মধ্যে দীর্ঘ ক্ষণ আটকে থাকায় তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। ভর্তি করা হয় এসএসকেএমে। এ দিন সেখানেই তাঁর দেহের ময়নাতদন্ত করা হয়। এই ঘটনায় এলাকায় শোক নেমে এসেছে। তাঁর ভগ্নিপতী সুদীপ দাস বলেন, “আমরিতে ভর্তি হওয়ার পরে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন। কিন্তু, সে দিন ধোঁয়ার মধ্যে আটকে থাকায় খুব অসুস্থ হয়ে পড়েন। কপাল জোরে হাসপাতাল থেকে উদ্ধার করা গেলেও তাঁকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না।” এই ঘটনার পরে তাঁর স্ত্রী নিঃসন্তান দিপালী গুহ কথা বলার অবস্থায় নেই। স্বামীর সঙ্গে তিনি আমরিতে এসেছিলেন। আত্মীয়দের সঙ্গে পঞ্চাননতলা বস্তির একটি ঘর ভাড়া নিয়ে ছিলেন। অগ্নিকান্ডের খবর পেয়ে তিনিও হাসপাতালের সামনে অন্যান্য রোগীর আত্মীয়দের মতোই অসহায় ভাবে দাঁড়িয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা না হওয়ায় তিনিও শোকে প্রায় পাথর হয়ে গিয়েছিলেন।
|
‘অপহরণ’, গ্রেফতার ৩ |
নিজস্ব সংবাদদাতা • রাইপুর |
তিন নাবালিকা স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে পালানোর অভিযোগে হুগলির সিঙ্গুর এলাকা থেকে রাইপুরের তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার করা গিয়েছে ওই তিন স্কুলছাত্রীদেরও। বাঁকুড়ার রাইপুর থানার মণ্ডলকুলি গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হলপিরু কোটাল, মনভুলা নামাতা ও বৈদ্যনাথ গুলি। তারা মণ্ডলকুলি গ্রামের বাসিন্দা। সোমবার ধৃতদের খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেলহাতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সাত নভেম্বর বাড়ি থেকে স্কুল যাচ্ছি বলে মণ্ডলকুলি গার্লস হাইস্কুলের নবম শ্রেণির তিন ছাত্রী গ্রামেরই ওই তিন যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছিল। ওই ছাত্রীদের পরিবারের তরফ থেকে ওই দিনই রাইপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। ১ ডিসেম্বর তিন যুবক পিরু কোটাল, মনভুলা নামাতা, বৈদ্যনাথ গুলির বিরুদ্ধে তাঁদের মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীদের পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর পনেরোর ওই তিন ছাত্রীর সঙ্গে ওই তিন যুবকের ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ ছিল। তারই জেরে তিন যুবকের সঙ্গে ওই তিন ছাত্রী পালিয়ে গিয়ে সিঙ্গুর থানা এলাকায় এক সঙ্গে বসবাস শুরু করেছিল। এক পুলিশকর্তা বলেন, “খবর পেয়ে রবিবার রাতে সিঙ্গুর থেকে ছাত্রীদের উদ্ধার করা হয়। তাদের নিয়ে পালানোর অভিযোগে তিন যুবককেও ধরা হয়।”
|
স্ত্রীকে নির্যাতন, ধৃত শিক্ষক |
নিজস্ব সংবাদদাতা • খাতড়া |
স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল সারেঙ্গা থানার পুলিশ। ধৃতের নাম বিশ্বজিৎ মণ্ডল। সারেঙ্গা থানার ধরমপুর গ্রামে তাঁর বাড়ি। তিনি স্থানীয় প্রাথমিক স্কুলের শিক্ষকতা করেন। সোমবার ভোরে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এ দিন তাঁকে খাতড়া আদালতে তোলা হলে ৭ জেলহাজত হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বধূ ঝুম্পা মণ্ডল দিন পনেরো আগে সারেঙ্গা থানার তাঁর স্বামী বিশ্বজিৎবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ঝুম্পাদেবী অভিযোগে জানিয়েছেন, বিয়ের পর থেকে নানা অছিলায় স্বামী তাঁর উপরে মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছেন। ওই শিক্ষকের পরিবারের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
|
পথ অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • ঝালদা |
মিড-ডে মিল খেয়ে কয়েক জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটল ঝালদা ১ ব্লকের তুলিন বালিকা বিদ্যালয়ে। এই ঘটনায় কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে সোমবার স্থানীয় বাসিন্দা, অভিভাবকেরা প্রধান শিক্ষককে ঘেরাও করার পাশাপাশি আড়াই ঘণ্টা পুরুলিয়া-রাঁচি সড়ক অবরোধ করেন। প্রধান শিক্ষক হাড়িরাম মাহাতো জানান, এ দিন ৮০ জন ছাত্রী খাবার খেয়েছিল। তাদের মধ্যে তিন-চার জন অসুস্থ হয়ে পড়ায় অভিভাবকেরা তাদের ঝালদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে তাদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।
|
দুষ্কৃতী হানায় জখম |
নিজস্ব সংবাদদাতা • কোতুলপুর |
দুষ্কৃতীদের হানায় জখম হলেন এক তৃণমূল কর্মী। ওই তৃণমূলকর্মীর বাড়িতে দুষ্কৃতীরা লুঠপাট চালিয়েছে বলে অভিযোগ। সোমবার সকালে ঘটনাটি ঘটে কোতুলপুর থানার শালুকগেড়িয়া গ্রামে। জখম তৃণমূল কর্মী সামেদ মিদ্যাকে গোগড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। তাঁর স্ত্রী আরজিয়া বিবি থানায় অভিযোগে জানিয়েছেন, এলাকার সমাজবিরোধী এনামত মিদ্যা, আনেশ শেখ-সহ ১৭ জনের একটি দল এ দিন সকালে অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে পড়ে। তাঁর স্বামীর মাথায় কুঠার দিয়ে আঘাত করে। তাঁর জা ও ছেলেকে মারধর করে লুঠপাট চালায় তারা। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে সোমবার রাত পর্যন্ত কেউ ধরা পড়েনি।
|
বিদ্যুতের দাবি |
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
টাকা দিয়েও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। পাল্টানো হয়নি হাজারের বেশি খারাপ মিটার। এর প্রতিবাদে সোমবার বিষ্ণুপুরে বিদ্যুৎ দফতরের ডিভিশনার ইঞ্জিনিয়ারের কাছে স্মারকলিপি দিল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক প্রদ্যোৎ চৌধুরী। তিনি বলেন, “বিষ্ণুপুর মহকুমায় কৃষির জন্য দেওয়া এক হাজার মিটার খারাপ। সে সব মেরামতির ব্যবস্থা হয়নি। বিদ্যুৎ সংযোগের জন্য দু’হাজারের বেশি কৃষিজীবী টাকা জমা দিয়ে বসে আছেন। তাঁরা এখনও সংযোগ পাননি।” ডিভিশনার ইঞ্জিনিয়ার চিরঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “শ্যালোর সংযোগ সবটা দেওয়া যায়নি। চেষ্টা চলছে। ৩৩৮টি মিটার খারাপ রয়েছে। সেগুলি বদলে দেওয়া বা মেরামতির কাজ চলছে।’’
|
গ্রেফতার ১১ |
নিজস্ব সংবাদাদাতা • বাঁকুড়া |
জুয়া খেলার অভিযোগে এক ইঞ্জিনিয়ার -সহ ১১ জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি বাঁকুড়া শহরের। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ রানিগঞ্জমোড়ের একটি বাড়িতে হানা দেয়। পুলিশ জানিয়েছে, জুয়া খেলার অভিযোগে সেখানে হাতে নাতে ১১ জনকে ধরা হয়। তাদের মধ্যে বাঁকুড়া পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অচ্যুত শীট ও কয়েক জন ঠিকাদার ছিলেন। ২৫ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়। সোমবার বাঁকুড়া আদালতে তোলা হলে বিচারক তাদের ২৬ ডিসেম্বর পর্যন্ত অর্ন্তবর্তী জামিন দেন।
|
মারধরের নালিশ |
গ্রামে বিদ্যুদয়নের কাজ করতে গিয়ে হুমকি ও মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঠিকাদার সংস্থার পক্ষে মানবাজারের বাসিন্দা তপন চন্দের অভিযোগ, “১০ ডিসেম্বর মানবাজার থানার শালপাড়া-মানপুর গ্রামের রাস্তায় বিদ্যুতের কাজ চলছিল। তখন কয়েক জন শ্রমিকদের উপরে চড়াও হন।” দফতরের পুরুলিয়া ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অনূপ মাণ্ডি বলেন, “কয়েকজন আক্রান্ত হয়েছেন।” পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে। |
|