শীর্ষ শিরোনাম... |
প্রহৃত সাংবাদিক |
দুপুর ১২.৪৮:
• পুলিশের হাতে ফের প্রহৃত সাংবাদিক। দক্ষিণ কলকাতার ব্রড স্ট্রিটের এক বেসরকারী নার্সিং হোমের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক রোগী। খবর পেয়ে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করতে গিয়ে পুলিশের হাতে প্রহৃত হলেন সাংবাদিক। ক্যামেরায় ধরা পড়েছে পুলিশের বেধরক লাঠিচার্জের অমানবিক দৃশ্য। গুরুতর আহত এই সাংবাদিককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ইএম বাইপাসের এক বেসরকারী হাসপাতালে। পুলিশের এই আচরণে হতবাক সংবাদিক মহল। ঘটনার তদন্তের আশ্বাস দিলেন পুলিশ কমিশনার।
• অন্যদিকে আমরির কর্মীদের হাতে প্রহৃত হলেন আর এক সাংবাদিক। আমরি কাণ্ডের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে গিয়ে সেখানকার কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন সাংবাদিকরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। |
বন্ধ ছিল ‘ফায়ার অ্যালার্ম’ |
সকাল ১১.০৭:
আমরি কাণ্ডে সামনে এল আরও নতুন তথ্য। জেনেশুনে ‘ফায়ার অ্যালার্ম’ বন্ধ রেখেছিল আমরি কর্তৃপক্ষ, জানাল কলকাতা পুলিশ। হাসপাতালের মেন্টেনেন্স দফতরের সিনিয়র ম্যানেজার সঞ্জীব পাল এবং নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান সত্যব্রত উপাধ্যায় গ্রেফতার। এই দুই পদস্থ কর্তাদের আজ তোলা হবে আলিপুর আদালতে। তদন্তের জন্য আদালত থেকে এই দু’জনের পুলিশি হেফাজতের অনুমতি চাইবে গোয়েন্দা বিভাগ। খোঁজ চলছে আমরির আরও দুই অধিকর্তার। |
|