নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সরকার অনুমোদিত স্কুল শিক্ষকদের টিউশন বন্ধ করার দাবিতে শিক্ষা দফততরের জেলা পরিদর্শককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বেঙ্গল প্রাইভেট টিউটরস অ্যাসোসিয়েশন। সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ শিলিগুড়ির কলেজপাড়ায় জেলা স্কুল পরিদর্শকের অফিসে গিয়ে বিক্ষোভ দেখান প্রাইভেট শিক্ষকরা। তাঁরা শিলিগুড়ির বিভিন্ন স্কুলের ১৭৫ জন শিক্ষকের একটি তালিকা স্কুল পরিদর্শকের হাতে তুলে দেন। ওই শিক্ষকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা জানতে চেয়ে প্রায় ঘন্টাখানেক ধরে ঘেরাও অভিযান চালান সংগঠনের সদস্যরা। শেষ পর্যন্ত চাপে পড়ে শিলিগুড়ি জেলা স্কুল পরিদর্শক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ঘেরাও উঠে যায়।
জেলা স্কুল পরিদর্শক বলেন, “সরকারি নির্দেশিকা মেনে আমরা প্রত্যেকটি স্কুলের পরিচালন সমিতিকে শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করতে ব্যবস্থা নিতে বলা হয়েছে। লিখিত ভাবে সমস্ত স্কুলের শিক্ষকরা টিউশন করছেন না বলে একটি করে ঘোষণাপত্র দিয়েছে। পরিচালন সমিতির মাধ্যমে আমি সেটা জানতে পেরেছি। তার পরেও স্কুল শিক্ষকদের বিরুদ্ধে প্রাইভেট টিউশন করার অভিযোগ উঠছে। একটি তালিকাও হাতে পেয়েছি। পরিচালন সমিতিগুলিকে অবিলম্বে ব্যবস্থা নিতে বলব। না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বেআইনি ঘোষণা করে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। বেঙ্গল টিউটরস অ্যাসোসিয়েশনের শিলিগুড়ি শাখার অভিযোগ, ওই নির্দেশিকা অমান্য করে শিলিগুড়ির ১৭৫ জন শিক্ষক প্রাইভেট টিউশন করছেন। মাস দুয়েক আগে বিষয়টি নিয়ে তাঁরা আন্দোলন শুরু করলে বিভিন্ন সংগঠনের তরফে আপত্তি জানানো হয়। বছরের মাঝে স্কুলের ছাত্রছাত্রীরা পড়া ছেড়ে দিলে সমস্যায় পড়বেন, সেই যুক্তি মেনে প্রাইভেট শিক্ষকরা আন্দোলন থেকে পিছিয়ে আসেন। এবারে তারা লাগাতার আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন।
সংগঠনের শিলিগুড়ি শাখার সভাপতি পল্টন পাত্র বলেন, “আমরা কয়েক দফায় ওই নির্দেশিকা কার্যকারী করার দাবিতে স্কুল পরিদর্শকের কাছে গিয়েছি। প্রতিবারই কোনও না কোনও অজুহাতে আমাদের এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। স্কুল শিক্ষকদের যুক্তি মেনে আমরা বছরের মাঝ পথে আন্দোলন থেকে সরে আসি। এবারে কোন কোন শিক্ষকরা টিউশন করাচ্ছেন তার তালিকা চাওয়া হল। সেটাও তুলে দিয়েছি। এর পরে আমরা সাত দিন দেখব। উপযুক্ত ব্যবস্থা নিয়ে স্কুল শিক্ষকদের টিউশন বন্ধ করা না হলে লাগাতার আন্দোলনে যাব আমরা।” |