নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
প্রতারণার অভিযোগ পেয়ে শিলিগুড়ি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক নন্দদুলাল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা রুজুর জন্য শিলিগুড়ি থানাকে নির্দেশ দিল আদালত। সোমবার শিলিগুড়ির অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতের বিচারক সুপ্রিয়া খান ওই নির্দেশ দেন। গত ৭ ডিসেম্বর জীবন বিমা নিগমের শিলিগুড়ি স্টেশন ফিডার রোড শাখার কর্মী রাজীব ভদ্র এই ব্যাপারে অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন। অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের পরামর্শে বেঙ্গালুরু ভিত্তিক একটি লগ্নি সংস্থায় দেড় লক্ষ টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন রাজীববাবু। তাঁর আইনজীবী সন্দীপ দাস এবং মৌমিতা পাল জানান, রাজীব ভদ্রের অভিযোগের ভিত্তিতে সোমবার বিচারক শিলিগুড়ি থানাকে মামলা দায়ের করে অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “আদালতের নির্দেশ মেনেই সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।” প্রসঙ্গত আদালতে এই অভিযোগটি দায়ের করা ছাড়াও রাজীববাবু এবং সুমনা দাস শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপারের কাছে অবসরপ্রাপ্ত ওই কলেজ শিক্ষকের বিরুদ্ধে আরও দুটি প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। সেখানে বেঙ্গালুরুর ভিত্তিক অন্য একটি লগ্নি সংস্থায় টাকা বিনিয়োগ করিয়ে অবসরপ্রাপ্ত ওই শিক্ষক কয়েক লক্ষ টাকা প্রতারণা করেছেন বলেও অভিযোগ জানিয়েছেন তাঁরা। পুলিশ ইতিমধ্যেই ওই দুটি অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে। এদিন এই ব্যাপারে যোগাযোগ করা হলে অবসরপ্রাপ্ত ওই শিক্ষক বলেন, “আমার বিরুদ্ধে ভুয়ো অভিযোগ দায়ের করা হয়েছে। কেউই আমার মাধ্যমে কোথাও বিনিয়োগ করেননি। প্রত্যেকেই সরাসরি ওই সংস্থায় টাকা জমা দেন। প্রত্যেকেই সাবালক। আমায় হেনস্থা করতেই ভুয়ো অভিযোগ করা হয়েছে। আদালতে তার প্রমাণ দেব।” উল্লেখ্য, গত জুন মাসে অবসরপ্রাপ্ত ওই শিক্ষক-সহ শিলিগুড়ির ৮ জন রাজীববাবু-সহ কয়েকজনের বিরুদ্ধে এমনই প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। রাজীববাবু মুম্বই ভিত্তিক একটি লগ্নি সংস্থায় তাঁদের কয়েক লক্ষ টাকা বিনিয়োগ করে প্রতারণা করেছেন বলে অভিযোগ জানিয়েছিলেন তাঁরা। ওই অভিযোগের ভিত্তিতে গত ২৮ অক্টোবর পুলিশ রাজীববাবুকে গ্রেফতার করে। প্রায় একমাস জেলে কাটানোর পরে গত ১ ডিসেম্বর রাজীববাবু জামিনে মুক্তি পান। রাজীববাবুর অভিযোগ, ওই অবসরপ্রাপ্ত শিক্ষকের পরামর্শে বিনিয়োগ করে তাঁরা প্রতারিত হয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যাসত্য খতিয়ে দেখা হবে। |