শহরের দুটি স্কুল জোটের, গ্রামে বামেরাই
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
একজোট হয়ে লড়ে ময়নাগুড়ি শহরের একাধিক হাই স্কুলের পরিচালন সমিতি কব্জা করেছে কংগ্রেস-তৃণমূল। কিন্তু, কংগ্রেস-তৃণমূল জোটে না থাকায় গ্রামে তেমন সাফল্য পেল না তৃণমূল কংগ্রেস। রবিবার পাঁচটি হাই স্কুল পরিচালন সমিতির নির্বাচন হয়। শহর এলাকার দুটি স্কুলে বামফ্রন্ট একটিও আসন পায়নি। তৃণমূল নেতৃত্বের একাংশ জানান, গ্রামীণ এলাকায় কংগ্রেস-তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা ও ঘরোয়া অনৈক্যের কারণে গ্রামের স্কুল পরিচালন সমিতি বামফ্রন্টের প্রভাবমুক্ত করতে পারেনি দল। দুটি স্কুলে টাই হয়েছে। একটি স্কুল কমিটি ৪-২ ব্যবধানে তৃণমূল কংগ্রেস দখল করেছে। তৃণমূলের ময়নাগুড়ি-২ সাংগঠনিক ব্লকের নেতা শিবশঙ্কর দত্ত বলেন, “ভোটপট্টিতে কংগ্রেস নাগরিক মঞ্চে যুক্ত হয়েছে। কিছু ভোট ওঁদের প্রার্থীরা পাওয়ায় তৃণমূলের সমস্যা হয়েছে। ঘরোয়া অনৈক্যের জন্য আমরা জল্পেশ স্কুল পরিচালন সমিতি দখল করতে পারিনি।” কংগ্রেসের ময়নাগুড়ি ব্লক সভাপতি প্রদীপ ঘোষাল বলেন, “তৃণমূলের দাম্ভিকতার জন্য ময়নাগুড়ি-২ ব্লকে জোট হয়নি।” রবিবার যে পাঁচটি হাই স্কুল পরিচালন সমিতির নির্বাচন হয় সেগুলি হল ময়নাগুড়ি বয়েজ হাই স্কুল, শহিদগর হাই স্কুল, জোরপাকড়ি আবদুল গণি হাই স্কুল, ভোটপট্টি হনুমান বক্স লোহিয়া হাই স্কুল এবং ভোলানাথ হাই স্কুল। তৃণমূলের সাংগঠনিক ময়নাগুড়ি ১ ব্লকের অধীন বয়েজ হাই স্কুল এবং শহিদগড় হাই স্কুলের প্রতিটি আসন দখল করে জোট। ময়নাগুড়ি-২ ব্লকের অধীন জোরপাকড়ি আবদুল গণি হাই স্কুলে বামফ্রন্ট ও তৃণমূল ৩টি করে আসন দখল করে। ভোটপট্টি হনুমান বক্স লোহিয়া হাই স্কুলে নাগরিক মঞ্চের সঙ্গে লড়াই হয় তৃণমূলের। নাগরিক মঞ্চ ও তৃণমূল ৩টি করে আসন দখল করে। ভোলানাথ হাই স্কুলে ৬টি আসনের মধ্যে ৪টি দখল করে তৃণমূল। |
বিপর্যস্ত পরিষেবা, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
বিএসএনএল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ায় বিপাকে পড়লেন জলপাইগুড়ি জেলার গ্রাহকেরা। সোমবার দুপুরের পরে গোটা জেলা জুড়ে বিএসএনএলের ইন্টারনেট পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। সন্ধ্যা নাগাদ মালবাজার, আলিপুরদুয়ার-সহ কয়েকটি এলাকায় পরিষেবা স্বাভাবিক হলেও রাত পর্যন্ত জলপাইগুড়ি শহর এলাকার পরিষেবা স্বাভাবিক হয়নি। বিএসএনএল কর্তৃপক্ষ জানিয়েছেন, ফরাক্কা এলাকায় বিএসএনএলের দুটি কেবল ফাইবার লাইন কাটা পড়ায় এই সমস্যা। সংস্থার জলপাইগুড়ির জেনারেল ম্যানেজার সুজিত রায় বলেন, “ফরাক্কা লাগোয়া এলাকায় দুটি জায়গায় কেবল ফাইবার কেটে যাওয়ায় বিপত্তি হয়েছে। অন্য একটি চ্যানেল দিয়ে মোবাইল পরিষেবা চালু রাখা গেলেও ইন্টারনেট সংযোগে সমস্যা হয়। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে।” মিছিল। সংগঠনের কেন্দ্রীয় জমায়েত উপলক্ষে শিলিগুড়িতে মিছিলের ডাক দিল পশ্চিমবঙ্গ ল’ক্লার্কস অ্যাসোসিয়েশনের শিলিগুড়ি শাখা। সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় সরকার জানান, আজ, মঙ্গলবার দুপুর ১২টায় ওই মিছিল হবে। কোর্ট চত্বর থেকে মিছিলটি শহর পরিক্রমা করবে। |
খোঁজ নেই হাতুড়ের
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
নিখোঁজ হওয়ার চারদিন পরেও হাতুড়ে নারায়ণ চন্দ্র সেনের হদিস না পাওয়ায় হতাশ পরিবারের সদস্যরা। রবিবার দুপুরে আলিপুরদুয়ারের উত্তর পোরোবস্তির জঙ্গল থেকে নারায়ণবাবুর হেলমেট উদ্ধার করে পুলিশ। ৯ ডিসেম্বর আলিপুরদুয়ারের বেলতলা এলাকার বাড়ি থেকে বেরিয়ে উত্তর পোরোবস্তিতে রোগী দেখতে যান নারায়ণবাবু। সেখান থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে যান তিনি। ওই দিন পোর এলাকা থেকে তার মোটরবাইক ও ডান পায়ের চটি উদ্ধার করা হয়। আলিপুরদুয়ার মহকুমার বিশ্বচাদ ঠাকুর বলেন, “ঘটনার তদন্ত করা হচ্ছে।” চলতি বছরের এপ্রিল মাসে ওই এলাকা থেকে দেবদীপ্তি আচার্য নামে এক প্রধান শিক্ষককে অপহরণ করে অসমের একটি গোষ্ঠী। ৫ লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে ওই শিক্ষককে মুক্তি দেওয়া হয়। নারায়ণবাবুর ছেলে নবীন বলেন, “বাবার কোনও খোঁজ পাচ্ছি না। পরিবারের সকলে ভেঙ্গে পড়েছে।” |
ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
ট্রাক্টরে কাঁচা চা পাতা তোলার সময় ট্রাক্টরের ধাক্কায় এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে ডুয়ার্সের শামুকতলা থানার ধওলাঝোরা চা বাগানে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তারফিউস খড়িয়া (৩২)। তার বাড়ি ওই চা বাগানের শিশু লাইনে। সোমবার সকাল থেকে দুর্ঘটনার পর সময়মত ঠিকঠাক চিকিৎসা করানো হয়নি বলে অভিযোগ করে বাগানের ম্যানেজারকে ঘেরাও করে রাখেন শ্রমিকেরা। মৃতের পরিবারকে চাকরি এবং ছয় লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি করা হয়। তাঁদের অভিযোগ, “জখম হওয়ার পর একঘন্টা পর তারফিউসকে কোনও চিকিৎসা করেনি বাগান কর্তৃপক্ষ।” |
কলেজে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • ধূপগুড়ি |
সংগঠনের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে ছাত্র সংসদের ঘরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল এসএফআই-এর বিরুদ্ধে। পাশাপাশি, শিক্ষকদের তালা বন্দি করে বিক্ষোভ দেখাল এসএফআই। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে ধূপগুড়ি কলেজে। তৃণমূল এবং এসএফআই-র মধ্যে মারামারিতে কয়েকজন জখমও হয়েছে বলে অভিযোগ। কলেজের অধ্যক্ষ নীলাংশুশেখর দাস বলেন, “আমাদের ঘরে আটকে রাখা হয়। আলোচনার মাধ্যমে বিষয়টি মেটানোর চেষ্টা হচ্ছে।” এ দিন বিকাল ৩টা নাগাদ দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। |
পিস্তল উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
নিকাশি নালা থেকে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করল পুলিশ। সোমবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটে ভক্তিনগর থানার ৪১ নম্বর ওয়ার্ডে। একটি কাপড়ে মুড়ে নিকাশি নালার মধ্যে নাইন এমএমটি লুকিয়ে রাখা হয়। এদিন সকালে পুরসভার ৫ নম্বর বরোর শ্রমিকরা নালা পরিস্কার করতে গিয়ে পিস্তলটি দেখতে পায়। |
টানা ২৫ দিন পরে সোমবার স্কুলে গিয়ে তালা খুলে ফের পঠনপাঠন চালু করালেন যুগ্ম বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি। পুজোর চাঁদা দিতে অস্বীকার করায় ফালাকাটা ব্লকের খগেনহাটের ওই প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে হেনস্তা করা হয় বলে অভিযোগ। ঘটনার জেরে প্রধান শিক্ষক থানায় অভিযোগ জানালে ২ জনকে পুলিশ গ্রেফতার করে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকার এক পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে গ্রামের কিছু বাসিন্দা স্কুলে ছাত্রছাত্রীদের পাঠানো বন্ধ করে তালা ঝুলিয়ে দেয়। |