নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
হাওড়ার গুরুত্বপূর্ণ মহকুমাশহর উলুবেড়িয়ায় প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে যানজট। পরিস্থিতি এতটাই খারাপ যে জরুরি প্রয়োজনে কোথাও যাওয়ার হলে কালঘাম ছুটছে মানুষের। আগে মূলত উলুবেড়িয়া স্টেশন রোড, গরুহাটা, মহকুমাশাসকের অফিস ও কোর্ট এলাকা যানজটেক কবলে পড়লেও বর্তমানে প্রায় সব রাস্তাই দিনের অধিকাংশ সময় যানজটের কবলে আটকে থাকে।
মহকুমাশাসক অশোককুমার সরকার জানান, আপাতত যানজট সমস্যার সমাধানে শহরের প্রধান সড়কটি চওড়া করার পরিকল্পনা করা হয়েছে। |
উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান দেবদাস ঘোষ বলেন, “শহরের লাগোয়া মেদিনীপুর খালের ধার বরাবর যে বাইপাস রাস্তা আছে তা ব্যবহার করার জন্য গঙ্গারামপুরে খালের উপরে একটি সেতু তৈরি করা হবে। এতে শহরের মূল রাস্তায় যানবাহনের চাপ কমবে।” স্থানীয় মানুষের অভিযোগ, রাস্তায় যত্রতত্র অটো, ট্রেকারের স্ট্যান্ড, যেখানে সেখানে যাত্রী ওঠানো নামানোর জেরেই প্রধানত যানজটের কবলে পড়তে হয়। ব্যস্ত রাস্তার উপরেই দিনভর অটো, ট্রেকার দাঁড়িয়ে থাকার কারণে যান চলাচলের রাস্তা সরু হয়ে যাওয়ায় সমস্যা তৈরি হয়। কোনও গাড়ি যানজটে আটকে গেলে তার পিছনে গাড়ির লাইন পড়ে যায়। তাঁদের আরও অভিযোগ, যেখানে সেখানে অটো, ট্রেকার দাঁড়ানো বা যাত্রী ওঠা-নামার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না প্রশাসন। যদিও প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নিদির্ষ্ট স্টপেজে গাড়ি দাঁড়ানোর জন্য নিয়মিত প্রচার চলে। এমনকী তার ব্যবস্থাও করে দেওয়া হয়। কিন্তু অধিকাংশ যানবাহন সেই নিয়ম মানে না। প্রশাসন সূত্রের খবর, উলুবেড়িয়া থেকে রানিহাটি, বোয়ালিয়া, বাঁশবেড়িয়া, ৫৮ গেট ও কুলগাছিয়া রুটে প্রায় দুশো অটো ও দেড়শো ম্যাজিক গাড়ি এবং ৭০ থেকে ৮০টি ট্রেকার চলে। |