টুকরো খবর |
ধনেখালি কলেজে মারধরের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • ধনেখালি |
মারধর করে ধনেখালির শরৎ সেন্টেনারি কলেজে মনোনয়নপত্র তুলতে না দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (আইসা) পক্ষ থেকে ধনেখালি থানায় নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। এ দিকে চন্দননগর কলেজে তৃণমূল ছাত্র পরিষদ জিতে গিয়েছে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ডিএসও মাত্র দু’টি আসনে ছাড়া অন্য কোনও ছাত্র সংগঠন মনোনয়নপত্র জমা দেয়নি। নিয়ম অনুয়ায়ী ২৮টি আসনের কলেজ নির্বাচনে প্রায় আড়াই দশক বাদে ওই কলেজে বাম বিরোধীরা জিতল। প্রশাসন ও স্থানীয় সূত্রের খবর, সোমবার ধনেখালির শরৎ সেন্টেনারি কলেজে ছিল মনোনয়নপত্র তোলার দিন। দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত মনোনয়নপত্র তোলার জন্য নির্দিষ্ট সময় ছিল। কিন্তু আইসা-র জেলা নেতা চন্দন হাঁসদার অভিযোগ, “তৃণমূল ছাত্র পরিষদ কলেজ গেটে প্রচুর বহিরাগত জড়ো করেছিল। একেবারে এসএফআইয়ের কায়দায় আমাদের মারধর করে কলেজ চত্বর থেকে হটিয়ে দেওয়া হয়। ওদের মারধরে আমাদের পাঁচ জন সমর্থক ছাত্র জখম হয়। ওই ঘটনার জেরে আমরা মনোনয়নপত্র তুলতে পারি নি। পুরো বিষয়টি পুলিশকে জানিয়েছি।” তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি শুভজিৎ সাউ অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “ওদের নিজেদের কোনও সাংগঠনিক শক্তি নেই। অযথাই অভিযোগ হচ্ছে। মারধরের কোনও ঘটনা ঘটেনি।” |
মহিলা কামরায় তাণ্ডব মদ্যপের
নিজস্ব সংবাদদাতা • তারকেশ্বর |
মহিলা কামরায় উঠে যাত্রীদের মারধরের অভিযোগ উঠল। সোমবার সকালে ঘটনাটি ঘটে আপ তারকেশ্বর লোকালে। কয়েকজন শিক্ষিকা তারকেশ্বর জিআরপি-তে বিষয়টি জানান। এ দিন সকাল পৌনে ৯টা নাগাদ উত্তরপাড়া থেকে ওই ট্রেনের মহিলা কামরায় ওঠেন আরামবাগ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা বনলতা দেবনাথ। তিনি জানান, কামরায় ছিলেন জনা চারেক শিক্ষিকা। বছর পঁয়তাল্লিশের এক মদ্যপ ব্যক্তি সেখানে উঠে গালিগালাজ করছিল। প্রতিবাদ করায় সে নিজেকে জিআরপি-র কর্মী বলে পরিচয় দেয়। শিক্ষিকাদের সঙ্গে তার তর্ক বাধে। অভিযোগ, শেওড়াফুলিতে এক ছাত্র উঠলে তাকে ধমক দিতে থাকে ওই ব্যক্তি। ধাক্কাও মারে। তখন মহিলারা রুখে দাঁড়ান। দু’পক্ষের ধ্বস্তাধ্বস্তি হয়। গোঘাটের বালিবেলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা তনুশ্রী ভট্টাচার্যের হাতে চোট লাগে। তাঁর অভিযোগ, “জিআরপি-তে ফোন করেও সাহায্য পাইনি।” শিক্ষিকারা জানান, তাঁরা চেন টানলেও ট্রেন থামেনি। সিঙ্গুর স্টেশনে ঢোকার কিছুটা আগে ট্রেনের গতি কমতেই ওই ব্যক্তি পালায়। রেল পুলিশের এক কর্তা বলেন, “বিষয়টি জেনেছি। খোঁজ নিচ্ছি।” |
থানার সামনে থেকেই ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
থানা থেকে ঢিল ছোড়া দূরে এক ব্যক্তির টাকা-ভর্তি ব্যাগ ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে আরামবাগ থানার কাছে। কালিপুরের বাসিন্দা ও ব্যবসায়ী দেবব্রত রায় পুলিশকে জানান, দোকান থেকে ওষুধ কিনে বের হতেই ছিনতাইকারীরা তাঁর টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। তাঁর দাবি ব্যাগে সদ্য ব্যাঙ্ক থেকে তোলা ৬০ হাজার টাকা ও একটি দামি মোবাইল ফোন ছিল। অন্য দিকে, রবিবার রাতে মহকুমাশাসকের অফিস চত্বরে ম্যাজিস্ট্রেট কোয়ার্টারে দরজা ভেঙে দু’টি ফ্ল্যাটে চুরি হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ওই দু’টি ফ্ল্যাটের বাসিন্দারা অন্যত্র যাওয়ায় সেগুলি ফাঁকা ছিল। সেই সুযোগেই চুরি হয়। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। |
বামফ্রন্ট সচেতকের নাম এফআইআরে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হুগলির গোঘাটে এক তৃণমূল কর্মী খুনের ঘটনায় বামফ্রন্টের সচেতক তথা স্থানীয় বিধায়ক বিশ্বনাথ কারকের নাম এফআইআরে থাকায় বিতর্ক তৈরি হয়েছে। ফরওয়ার্ড ব্লকের বিধায়ক বিশ্বনাথবাবু ঘটনার দিন বিধানসভায় ছিলেন স্পিকারের সঙ্গে বামফ্রন্ট পরিষদীয় দলের বৈঠকের জন্য। তাঁর নাম যে ‘ভিত্তিহীন ভাবে’ এফআইআরে তোলা হয়েছে, সেই বিষয়টি স্পিকারকে জানাবেন বিশ্বনাথবাবু। তাঁর দলের নেতৃত্বও এই ঘটনার প্রতিবাদে সরব। |
দামোদর মেলা
নিজস্ব সংবাদদাতা • আমতা |
আজ, মঙ্গলবার শেষ হচ্ছে দামোদর মেলা। আমতার রসপুর ফুটবল মাঠে গত ৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল এই মেলা। উদ্যোক্তাদের দাবি, গত কয়েক দিনে বিভিন্ন জায়গা থেকে প্রচুর দর্শনার্থী এখানে এসেছেন। |
যুবক গুলিবিদ্ধ |
বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হল এক যুবক। রবিবার, লিলুয়া রেল কলোনি এলাকায়। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় সোমনাথ দাস (২২) নামে ওই যুবক হাসপাতালে ভর্তি। এতে জড়িত অভিযোগে সঞ্জয় কোলে ও অমিত ভট্টাচার্য নামে দুই দুষ্কৃতী গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, ওই রাতে চার বন্ধুর সঙ্গে লিলুয়া রেল কলোনি থেকে ফিরছিলেন বেলুড়ের বাসিন্দা সোমনাথ। থ্যাকওয়াল রোডে সঞ্জয়, অমিত ও আরও দুই যুবকের সঙ্গে বচসা ও হাতাহাতি বাধে। সঞ্জয় গুলি চালায়। হাওড়া সিটি পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার (উত্তর) রশিদ মুনির খান বলেন, “ওই রাতেই দু’জনকে গ্রেফতার করা হয়। সঞ্জয়ের নামে অনেক দুষ্কর্মের অভিযোগ আছে। তিন জনের খোঁজ চলছে।” |
ট্রেনে ঝুলন্ত দেহ |
ট্রেনে মিলল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৫) ঝুলন্ত দেহ। সোমবার সকালে, লিলুয়া ওয়ার্কশপে। রেলপুলিশ জানিয়েছে, ওয়ার্কশপটি বালি থানা এলাকায়, তাই দেহটি তাদের দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, রবিবার দানাপুর থেকে আসা একটি দূরপাল্লার ট্রেন মেরামতির সময়ে কর্মীরা দেখেন, একটি কোচের ভিতরে পাখা থেকে ঝুলছে দেহটি। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, মৃতদেহটিতে পচন ধরেছে। হাওড়া সিটি পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার (উত্তর) রশিদ মুনির খান বলেন, “মৃত্যুর কারণ স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে।” |
দোকানে চুরি |
কোল্যাপসিব্ল গেট ও দরজা ভেঙে চুরি হল একটি বিদেশি মদের দোকানে। রবিবার রাতে, হাওড়ার জিটি রোডের পাশে সন্ধ্যাবাজারে। পুলিশ জানায়, লক্ষাধিক টাকা চুরি গিয়েছে বলে দোকান-মালিকের দাবি। এ দিন ভোরে দোকানটির কোল্যাপসিব্ল গেটের তালা ভাঙা ও ভিতরের দরজা খোলা দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। তাঁরাই মালিককে খবর দেন। |
|