স্কুলভোটে বেশি আসন বামবিরোধীদের
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ বসিরহাট |
রবিবার উত্তর ২৪ পরগনার ১৯টি স্কুল ও মাদ্রাসায় অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রেই জয়ী হয়েছে বামবিরোধীরা। অশোকনগরের ভারতী বিদ্যামন্দির স্কুলে হেরেছে বামেরা। এখানে কংগ্রেস-তৃণমূল জোট ৬-০ ব্যবধানে জয়লাভ করে। গোবরডাঙা খাটুরা উচ্চ বালিকা বিদ্যালয়ে জোট প্রাথীরা জয়ী হয়েছে। হাবরার হাটথুবা, আদর্শ বিদ্যাপীঠের নির্বাচনে তৃণমূল ৫টি আসন এবং সিপিএম পেয়েছে একটি। গাইঘাটা হাইস্কুলে ক্ষমতায় ছিল কংগ্রেস-তৃণমূল জোট। এ বারও তারাই ক্ষমতা ধরে রাখল। উত্তর ফুলসরা হাইস্কুল এবং জয়তারা হাইস্কুলেও জয়লাভ করে তৃণমূল। এখানে অবশ্য তৃণমূলের লড়াই ছিল বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থীদের বিরুদ্ধে। বসিরহাটের বাদুড়িয়ায় রুদ্রপুর হাইস্কুলে কংগ্রেস ৫টি ও সিপিএম একটি আসন পেয়েছে। যদুরআটি হাইস্কু, আটঘরিয়া হাইস্কুল, বাদুড়িয়া এলএমএস বয়েজ, প্রসন্নকাটি হাইস্কুল ও কেওটশা হাইস্কুলে জয়ী হয় কংগ্রেস। বসিরহাট সরল বিদ্যাপীঠ হাইস্কুলে কংগ্রেস ৪টি ও তৃণমূল ২টি আসন পেয়েছে। বালকি হাইস্কুলে কংগ্রেস ৪-২ ব্যবধানে সিপিএমকে হারিয়ে দেয়। বাদুড়িয়ার আড়বেলিয়া গার্লস হাইস্কুলে ৬-০ এ জয়ী হয়েছে সিপিএম। চণ্ডীপুর হাইস্কুলে সিপিএম ৪টি, কংগ্রেস ১টি ও তৃণমূল ১টি আসন পায়। হিঙ্গলগঞ্জের কালীতলা হাইস্কুলে সিপিএম-বিজেপির মিলিত জোট গণতান্ত্রিক মোর্চা ৪টি আসন পায়। তৃণমূল পেয়েছে ২টি আসন। স্বরূপনগরের কৈজুড়ি বয়েজ হাইস্কুলে কংগ্রেস-তৃণমূল জোট ৬-০ ব্যবধান সিপিএমকে হারিয়ে দেয়। হাসনাবাদের বল্লেপোতা আমিনিয়া মাদ্রাসায় জয়ী হয় তৃণমূল।
নদিয়ায় আসাননগর হাইস্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনেই জয়ী হল তণমূল। শান্তিপুরের মোল্লাদের বাঘাযতীন উচ্চ বিদ্যালয়ে ত্রিমুখী লড়াইয়ে তৃণমূল ৫টি ও কংগ্রেস ১টি আসন পেয়েছে। চাপড়ার বাদলাঙ্গি ইন্দু ভৌমিক সিপি মাদ্রাসা শিক্ষাকেন্দ্রে ৫টি আসনেই জয়ী হয়েছে সিপিএম। |
নিখোঁজ ছাত্রীদের উদ্ধারের দাবি
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
নিখোঁজ এক মহিলা ও দুই ছাত্রীকে উদ্ধারের দাবিতে বসিরহাট মহকুমাশাসকের দফতরের সামনে ইটিন্ডা রাস্তায় বিক্ষোভ দেখালেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির সদস্যেরা। গত মে মাসে কানমারি গ্রামের নবম শ্রেণির ছাত্রী কৃষ্ণা চক্রবর্তী ও নভেম্বর মাসে মিনাখাঁর মালঞ্চ থেকে অষ্টম শ্রেণির ছাত্রী সুফিয়া খাতুন নিখোঁজ হয়। এর আগে ২০০৮ সালের সেপ্টেম্বরে নিখোঁজ হন বাউরিয়া গ্রামের এক গৃহবধূ দুর্গা মণ্ডল। বসিরহাটের এসডিপিও আনন্দ সরকার জানান, নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। |
উস্থিতে গাড়ি উল্টে জখম ৭
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার |
সোমবার রাত আটটা নাগাদ ডায়মন্ড হারবার থানার উস্থি রোডে ন্যাদরায় একটি টাটা সুমো রাস্তার পাশে পুকুরে উল্টে যায়। বাসিন্দারাই গাড়ির কাচ ভেঙে চালক-সহ সাতজন যাত্রীকে উদ্ধার করে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। সুমোটি মথুরাপুর থেকে হাওড়ার ডোমজুড়ে ফিরছিল। |