l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
বছরের শেষের ক’টি দিন সমগ্র বিশ্ব এক ছুটির উন্মাদনায় মেতে ওঠে। যিশুর জন্মদিনের আনন্দ ভাগ করে নেন সারা বিশ্বের মানুষ। সেই আনন্দ মুহূর্তের সাক্ষী হতে
‘আপনার কলমে’
সিডনি ও
‘ফোটো শপ’
এ সান আন্তোনিওর উত্সব চিত্র। বড়দিনের সময়টায় ঘুরে আসা যেতে পারে কাছেপিঠে কোথাও। তেমনই তিনটি ঘোরার গল্প নিয়ে
‘কেমন সে দেশ’
।
ধৃতেরা সিআইডি হেফাজতে, খোঁজ চলছে সুচিত্রার
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম ও সিউড়ি
গুলিতে ‘আহত’ মাওবাদী নেত্রী সুচিত্রা মাহাতোর চিকিৎসা করার অভিযোগে ধৃত হাতুড়ে ভূদেব মাহাতো এবং সুচিত্রাকে পালানোয় ‘সাহায্যকারী’ সন্দেহে ধৃত যুবক পিন্টু টুডুকে আরও জেরার প্রয়োজনে হেফাজতে নিল সিআইডি। রাষ্ট্রদ্রোহ, মাওবাদীদের সাহায্য ও ষড়যন্ত্রের ধারায় অভিযুক্ত করে ভূদেব-পিন্টুকে বুধবার ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হয়। সিআইডি ধৃতদের ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে চাইলেও ভারপ্রাপ্ত এসিজেএম রোহন সিংহ ৭ দিনের হেফাজত মঞ্জুর করেন। এ দিনই জামবনির গিধনি অঞ্চলের কানাইশোল জঙ্গলে এক তরুণীর দেহাবশেষ উদ্ধারকে ঘিরে রহস্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বুড়িশোলে নিহত হন কিষেণজি। জেলা পুলিশ ও সিআইডি-র দাবি, কিষেণজির সঙ্গী মাওবাদী নেত্রী সুচিত্রাও ‘গুলিবিদ্ধ’ হন। বুড়িশোল থেকে কানাইশোলের দূরত্ব প্রায় ১৬ কিমি। উদ্ধার হওয়া দেহাবশেষের সঙ্গে বুড়িশোলের ঘটনার যোগ নেই বলেই মনে করছে পুলিশ। তরুণীর পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। সিআইডি-র দাবি, ‘গুলিবিদ্ধ’ সুচিত্রাকে সাইকেলে চাপিয়ে হাতুড়ে ভূদেব মাহাতোর বেনাশুলির বাড়িতে নিয়ে যান পিন্টু। প্রাথমিক চিকিৎসার পর সুচিত্রাকে ফের সাইকেলে চাপিয়ে পিন্টুই চিলকির দিকে পৌঁছে দেন।
বিস্তারিত...
জৈব-কৃষি নির্ভর উন্নয়নের সন্ধান সুন্দরবনে
মিলন দত্ত • কলকাতা
আয়লার বিধ্বংসী পরিণতি পিছনে ফেলে ঘুরে দাঁড়াতে জৈব-কৃষি নির্ভর উন্নয়নের পথে হাঁটছেন সুন্দরবনের মানুষ। পাথরপ্রতিমা, হিঙ্গলগঞ্জ, গোসাবা বা ছোট মোল্লাখালির গ্রামগুলোতে চাষিরা এখন রাসায়নিক সার নির্ভর উচ্চফলনশীল জাতের ধান চাষ ছেড়ে দেশি ধানের চাষ করছেন বেশি করে। কেবল লবন-সহনশীল জাতের ধান চাষই নয়, চাষিরা দুর্মূল্য রাসায়নিক সার এবং কীটনাশক ছেড়ে গোবর এবং অন্যান্য স্থানীয় ভাবে লভ্য সামগ্রী দিয়ে নিজেরাই তৈরি করে নিচ্ছেন জৈব সার এবং কীটনাশক। তাতে চাষের খরচ কমছে, বাড়ছে মাটির উর্বরতা। পাথরপ্রতিমার ইন্দ্রপ্রস্থ, যোগিন্দ্রপুর, গোবিন্দপুর, বিশ্বনাথপুর, শিবপুর, সাগরমাধবপুর, গয়াধাম বা রামগঙ্গাপুরের মতো গ্রামগুলোতে অন্তত ২০০ জন চাষি সম্পূর্ণ বা আংশিক ভাবে রাসায়নিক সার এবং কীটনাশক ত্যাগ করেছেন। একই সঙ্গে ওই সব গ্রামে পুকুরে দেশি মাছের চাষ, পুকুরপাড়ে সব্জি চাষ, দেশি হাঁস-মুরগি পালন এবং গোবর গ্যাসের ব্যবহার সব মিলিয়ে এক সুসংহত কৃষিভিত্তিক উন্নয়নের সার্বিক উদ্যোগ শুরু হয়েছে। বিশ্বনাথপুরের সুকোমল মণ্ডল বছর দু’য়েক হল রাসায়নিকের ব্যবহার পুরোপুরি বন্ধ করেছেন। তাঁর দেখাদেখি ওই অঞ্চলে আরও অন্তত ২০ জন চাষি পুরোপুরি জৈব-কৃষিতে ফিরেছেন।
বিস্তারিত...
পতাকা পুঁতে জমি দখলে অভিযুক্ত বামকর্মীরা
নারায়ণ দে • আলিপুরদুয়ার
দলীয় পতাকা পুঁতে তৃণমূল সমর্থকের জমি দখলের অভিযোগ উঠল সিপিএম কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার-১ ব্লকের চকোয়াখেতি গ্রাম পঞ্চায়েত এলাকায়। জমি দখলের ওই ঘটনার জেরে এলাকায় চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে। আতঙ্কে ভুগছেন তৃনমূল সমর্থকদের পরিবারের লোকজন। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার অনুপ জয়সোয়াল বলেন, “জমি দখল নিয়ে রাজনৈতিক বিবাদের অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্লক ভুমিসংস্কার দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা চলছে।” বুধবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পাটকাঠি দিয়ে সদ্য তৈরি করা দুটি ঘর বিতর্কিত জমির উপরে। ঘরের দু’দিকে তিনটি উঁচু বাঁশের মাথায় পতপত করে উড়ছে সিপিমের দলীয় পতাকা। জমির মালিক মজিন্দ্র রায় বলেন, “মঙ্গলবার সকালে সিপিএমের নেতারা দলবল নিয়ে জোর করে জমি দখল করে। আমার কাছে জমির পাট্টার কাগজ আছে। কিন্তু ওঁরা মানতে চায়নি। বিষয়টি আলিপুরদুয়ার থানায় জানিয়েছি।” ঘটনার পর থেকে ওই চাষি পরিবারের লোকজনের আতঙ্কে দিন কাটছে। মজিন্দ্রবাবুর ছেলে সুবল রায় ভয়ে বাড়িতে থাকেন না।
বিস্তারিত...
ছেলে ফিরে এলে মমতা ক্ষমা করবেন, আশায় মা
দেবব্রত দাস • বারিকুল
চন্দ্রকোনার উত্তর ফুলচক গ্রামে অসীম মণ্ডল ওরফে আকাশের বৃদ্ধা মা শঙ্করীদেবীর যা আর্জি, খেজুরখন্না গ্রামে রঞ্জিত পালের মা অলকাদেবীর আকুতি তার থেকে আলাদা নয়। বাঁকুড়ার রানিবাঁধ থেকে ১৪ কিলোমিটার দূরে রানিবাঁধ-বারিকুল রাস্তায় ছোট্ট গ্রাম খেজুরখেন্নায় মাটির দোতলা বাড়িটার সামনে বুধবার দুপুরে পৌঁছতেই এক প্রৌঢ়া ঘর থেকে বেরিয়ে এসে শুধোলেন, “কোথা থেকে এসেছেন?” পরিচয় বলতেই খানিক নীরবতা। পরে নিজে থেকেই বললেন অলকা পাল, “সেই ১৩ বছর আগের এক বর্ষায় ছেলেটা আমাদের কাউকে কিছু না জানিয়েই বাড়ি ছেড়েছিল। আর ফেরেনি।” ছেলে রঞ্জিত পাল পুরুলিয়া-বাঁকুড়া ও ঝাড়খণ্ড পুলিশের কাছে অতি পরিচিত নাম। মাওবাদী স্কোয়াডে ‘প্রভাতজি’ নামে পরিচিত। আরও অনেক নাম আছে। বারিকুলে ‘রাহুল’, দলমা স্কোয়াডে থাকাকালীন ‘নীতীন’। মাওবাদীদের অযোধ্যা প্লাটুনের এই ‘লিডার’ সংগঠনের মিলিটারি কমিশনের সদস্যও। এ কে-৪৭ সর্বক্ষণের সঙ্গী। পুলিশের খাতা বলছে, ঝাড়খণ্ড ও এ রাজ্যে পঞ্চাশেরও বেশি নাশকতার ঘটনায় অভিযুক্ত এই মাওবাদী নেতা। পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’ মাওবাদীদের তালিকায় উপরের দিকেই তাঁর নাম। অযোধ্যা পাহাড়ে ঘাঁটি গেড়ে এই রঞ্জিত একের পর এক নাশকতা ঘটাচ্ছেন বলে পুলিশের দাবি।
বিস্তারিত...
বেতন না পেয়ে বিক্ষোভ এনবিএসটিসি কর্মীদের
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার
নভেম্বরের শেষ দিনেও অক্টোবরের বেতন পেলেন না উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) কর্মীরা। বুধবার দফায় দফায় ডান ও বাম সংগঠন নির্বিশেষে এনবিএসটিসি কর্মীরা কোচবিহারে নিগমের সদর দফতরে ম্যানেজিং ডিরেক্টরকে ঘেরাও করেন। রীতিমত মুচলেকা দিয়ে মুক্তি পান এমডি। রাজ্যের বিভিন্ন পরিবহণ-নিগমে অতীতে নানা সময়ে নিয়োগে অনিয়ম হয়েছেএই যুক্তি দেখিয়ে মহাকরণ থেকে নিগমগুলোর প্রতিটি কর্মীর বিস্তারিত তথ্য দাখিল করার নির্দেশ দেওয়া হয়। তা না পেয়ে অক্টোবরের বেতন আটকে দেয় অর্থ দফতর। সম্প্রতি তিনটি পরিবহণ-নিগমের কর্মীরা বেতনের টাকা পেলেও এনবিএসটিসি কর্মীরা বুধবার পর্যন্ত তা পাননি। এর প্রতিবাদে এ দিন বেলা সাড়ে এগারোটা থেকে প্রায় দু’ঘণ্টা দেড় ঘন্টা তৃণমূল কংগ্রেস-সমর্থিত কর্মীরা, এর পর সিটু-সমর্থিত কর্মীরা সংস্থার এমডি-কে ঘেরাও করে বিক্ষোভ দেখান। কর্মীদের দাবি মেনে এমডি ডন বসকো লেপচা মুচলেকা দেন, ৩ ডিসেম্বরের মধ্যে কর্মীদের বেতন দেওয়া হবে। অর্থ দফতর সূত্রের খবর, ওই নিগমের কর্মী-বিষয়ক বিস্তারিত তথ্য মেলেনি। তাই নিগমের কর্মীদের বেতন আটকে রাখা হয়েছে। ম্যানেজিং ডিরেক্টর অবশ্য বলেন, “শনিবারের মধ্যে বকেয়া বেতন মেটানো হবে। এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়।”
বিস্তারিত...
ঘুষ ছিল সোনার নেকলেস, বলছে ‘উড়ো’ চিঠি
সৌমেন দত্ত • কাটোয়া
সম্প্রতি কাটোয়ায় ভূমি দফতরে বেশ কিছু উড়ো চিঠি এসেছে। সেই সব চিঠিতে রয়েছে নানা রকম দুর্নীতির অভিযোগ। কো-অর্ডিনেশন কমিটির এক নেতার নামও রয়েছে। একটি চিঠিতে আবার জমির মালিকের নাম পরিবর্তন করার জন্য কাটোয়া শহরের এক আলু ব্যবসায়ীর কাছ থেকে ‘সোনার নেকলেস’ নেওয়ার অভিযোগও তোলা হয়েছে। এই নেকলেসের চিঠির প্রতিলিপি গিয়েছে মহকুমাশাসকের কাছেও। ইতিমধ্যে দু’বার যিনি শো-কজের নোটিস পেয়েছেন, সেই মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক আবুল আলিম অবশ্য নির্বিকার। তাঁর দাবি, “এ ধরনের উড়ো চিঠিকে পাত্তা দেওয়ার কিছু নেই। আমরা তদন্ত করে দেখেছি, ওই চিঠির অভিযোগ মিথ্যা।” কাটোয়া মহকুমাশাসক দেবীপ্রসাদ করণমের প্রতিক্রিয়া, “ভূমি সংস্কার দফতরের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গিয়েছে। এটা কাটোয়ার মানুষের জানা।” বাড়াবাড়ি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কোথাও কোথাও বালি মাফিয়ারা ক্রেতাদের সরকারি ‘চালান’ও দিচ্ছে। সম্প্রতি কাটোয়ার চুড়পুনি গ্রামে এমনই একটি ঘটনা প্রকাশ্যে আসে।
বিস্তারিত...
এক নজরে
• মাওবাদী বন্দির পড়ার
দায়িত্ব নিল সিআরপি
• সিঙ্গুরে বসছে তাপসী মালিকের মূর্তি, জানালেন মুখ্যমন্ত্রী
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
কলেজে সংঘর্ষ, অস্ত্র-সহ
গ্রেফতার বহিরাগত
চাকরি ছেড়ে‘স্বপ্ন-তোরণ’
দক্ষিণবঙ্গ
জেটিঘাটের সংস্কার হয়নি, বিপজ্জনক পারাপার যাত্রীদের
অল্পের জন্য রক্ষা
পেলেন বনমন্ত্রী
বর্ধমান
স্কুলে ক্রিকেট ক্যাম্পে বাধা, ক্ষিপ্ত পাড়ার ক্লাব
‘অব্যাহতি’ নেওয়া তাপস কবিই লোকাল সম্পাদক জামুড়িয়ায়
পুরুলিয়া
চালককে খুন করে গাড়ি ছিনতাই, ধৃত যুবক
অবৈধ নির্মাণের
অভিযোগ বোলপুরে
মুর্শিদাবাদ
ডিস্ট্রিবিউটর বদল,
ভুগছেন গ্রাহকেরা
ভাঙনের ভয়ে
হুড়োহুড়ি, জখম ৬
মেদিনীপুর
অনগ্রসর শ্রেণির পড়ুয়াদের হস্টেল পরিদর্শনে বিধানসভার প্রতিনিধিদল
দোকান বিলিতে লাইলেন্সপ্রাপ্তদের অগ্রাধিকার
কলকাতা
২৮.৬ /১৭.৩
আজকের দিনে
•
১৭৬১:
মাদাম তুসোর জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
কোস্টা রিকার মতো একটা ছোট্ট দেশ ঘুরতে গিয়ে সেখানকার স্থানীয় খাদ্য সম্ভারের দিকে তাকালে অবাক হয়ে যেতে হয়!
‘খানাতল্লাশি’
তে এ বার সেই আশ্চর্য খাদ্য ভাণ্ডারের হদিশ। সঙ্গে বাঙালির আদরের শীত-খাবার ‘পিঠে’ হাজির
‘আপনার রান্নঘর’
-এ। মাঝমাসের হাওয়াবদলে অন্য খবরের ডালি সাজিয়ে রইল
‘সংবাদের হাওয়াবদল’
।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.