বেআইনি নির্মাণের জন্য শান্তিনিকেতনের ‘খোয়াই’ এবং প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ তুললেন বল্লভপুর অভয়ারণ্য এলাকার বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, ওই নির্মাণের জন্য প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত হচ্ছে। দিন দু’য়েক আগে স্থানীয় পঞ্চায়েত ও থানায় লিখিত অভিযোগও করেছেন এলাকার কিছু বাসিন্দা।
|
অভয়ারণ্য লাগোয়া এলাকার বাসিন্দা পিনাকীরঞ্জন চৌধুরীর অভিযোগ, “২০০১ সাল থেকে আমরা অভিযোগ জানিয়ে আসছি, বল্লভপুর মৌজায় অভয়ারণ্য লাগোয়া এলাকায় অবৈধ ভাবে নির্মাণ কাজ চলছে। ওই জায়গার মালিকের কাছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ছাড়পত্র নেই। ওই সময় শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদকেও জানিয়েছিলাম।” তিনি জানান, কিছু দিন কাজ বন্ধ থাকার পরে বুধবার থেকে ফের কাজ শুরু হয়েছে। বোলপুর থানার পুলিশ অবশ্য জানিয়েছে, লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
ওই ডিয়ারপার্ক এলাকাটি রূপপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে। পঞ্চায়েত প্রধান, তৃণমূলের নিষ্কৃতি কোঁড়া বলেন, “অভিযোগ পেয়েছি। খোঁজ নিচ্ছি।” ওই জায়গার মালিক অর্পণ মিত্র অবশ্য দাবি করেন, “বেআইনি নির্মাণের অভিযোগ ঠিক নয়। খোয়াই নষ্ট করা হয়নি। তা ছাড়া, ওটা খোয়াই নয়, ডাঙা। নির্মাণ কাজ করার জন্য আমাদের কাছে সব রকম ছাড়পত্র আছে। পরিকল্পিত ভাবে আমাদের কাজে বাধা দেওয়া হচ্ছে।” তাঁর অভিযোগ, “আসলে এই নির্মাণ হলে কিছু বাসিন্দার বাড়ি দেখা যাবে না। তাই তাঁরা প্রতিবাদ করছেন।” বোলপুর মহকুমাশাসক প্রবালকান্তি মাইতি বাসিন্দাদের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। |