দাদাকে খুন করার অপরাধে ১০ বছর সশ্রম কারাদণ্ড হল ভাইয়ের। বুধবার বাঁকুড়া আদালত এই রায় দেয়। সাজাপ্রাপ্ত দয়াময় নন্দী গঙ্গাজলঘাটি থানার নতুনগ্রামের বাসিন্দা। বাঁকুড়া জেলা অতিরিক্ত দায়রা বিচারক (৪) মিতালি বন্দ্যোপাধ্যায় আসামিকে ১০ বছর কারাদণ্ড ও আড়াই হাজার টাকা জরিমানা দেওয়া নির্দেশ দেন। অনাদায়ে আরও তিন মাস কারাবাসের নির্দেশ দেন বিচারক। সরকার পক্ষের আইনজীবী লক্ষ্মীকান্ত গোস্বামী জানান, ২০১০ সালের ২০ অগস্ট দয়াময় তার দাদা সুবোধ নন্দীর (৫০) মাথায় কাঠ দিয়ে আঘাত করে করে। পরে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে সেদিনই তাঁর মৃত্যু হয়। সুবোধবাবুর ছেলে গঙ্গাজলঘাটি থানায় কাকা দয়াময়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত করে দয়াময়কে গ্রেফতার করে।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, তাঁর নাম শিশির মাজি (৪৪)। রঘুনাথপুর থানার গোবিন্দপুর গ্রামে তাঁর বাড়ি। মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে রঘুনাথপুর থানা এলাকায় সাঁকা রেলগেটের কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় কৃষক শিশিরবাবু সন্ধ্যায় ধান খেত থেকে কাজ সেরে সাইকেলে বাড়ি ফিরছিলেন। রাস্তায় পিছন থেকে আসা একটি লরি তাঁকে পিষে দেয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে রঘুনাথপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। চালককে গ্রেফতার করা হয়েছে। লরিটিও আটক করেছে পুলিশ।
|
বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ফুসলে নিয়ে গিয়ে সহবাস করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিপ্লব বাউরি। খাতড়া থানার ধানাড়া গ্রামে বাড়ি। দিন দশেক আগে সে এলাকার এক তরুণীকে বিয়ে করার নাম করে নিয়ে পালায় বলে অভিযোগ। সম্প্রতি গ্রামে ফেরেন ওই তরুণী। পুলিশের কাছে তিনি ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ মঙ্গলবার রাতে বাড়ি থেকে ওই যুবককে গ্রেফতার করে। বুধবার তাকে খাতড়া আদালতে তোলা হয়। |