ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক শিক্ষকের। বুধবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে পানাগড়-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে, নলহাটি থানার কয়থা গ্রামের হাসপাতাল মোড়ে। পুলিশ জানায়, মৃতের নাম সুখেন মণ্ডল (৪৪)। বাড়ি নলহাটি থানার নাকাটিপাড়ায়। তিনি নলহাটি থানার বুজুং গ্রামের প্রাথমিক স্কুলে পড়াতেন। এ দিন বিকেলে ভাইপোকে সঙ্গে নিয়ে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় নলহাটিমুখী একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে ট্রাকটিকে ধরে ফেলেন। দীর্ঘক্ষণ ওই রাস্তায় যানচলাচল ব্যাহত হয়।
অন্য দিকে, পুরুলিয়ার রঘুনাথপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, তাঁর নাম শিশির মাজি (৪৪)। রঘুনাথপুর থানার গোবিন্দপুর গ্রামে তাঁর বাড়ি। মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে রঘুনাথপুর থানা এলাকায় সাঁকা রেলগেটের কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় কৃষক শিশিরবাবু সন্ধ্যায় ধান খেত থেকে কাজ সেরে সাইকেলে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তায় পিছন থেকে আসা একটি লরি তাঁকে পিষে দেয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে রঘুনাথপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, লরির চালককে গ্রেফতার করা হয়েছে এবং লরিটিও আটক করা হয়েছে।
|