টুকরো খবর
পাকা রাস্তার দাবি সাঁইথিয়ায়
দীর্ঘদিন ধরে একটি পাকা রাস্তার দাবি জানিয়ে আসছেন সাঁইথিয়ার দেড়িয়াপুর পঞ্চায়েত এলাকার ১০-১২টি গ্রামের বাসিন্দারা। প্রশাসন আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি বলে দাবি সাউলডিহি, বোধপুর, রায়হাট, দেড়িয়াপুর, পুনুর প্রভৃতি গ্রামের বাসিন্দারা। বাসিন্দাদের জানান, সাঁইথিয়া-মহম্মদবাজার রাস্তার সাঁইথিয়ার দৈকোটা মোড় থেকে কিছুটা উত্তরে চলে যাওয়া মোরাম রাস্তাটি পশ্চিম দিকের ওই সব গ্রাম ছুঁয়ে পুনুর মোড়ে মিশেছে। ৭-৮ কিলোমিটার দীর্ঘ ওই রাস্তার উপরে একটি উপস্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক ও একটি হাইস্কুল পড়ে। কিন্তু সংস্কারের অভাবে রাস্তাটি খানাখন্দে ভরে গিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, এ ব্যাপারে পঞ্চায়েতে বার বার বলেও লাভ হয়নি। পঞ্চায়েত সমিতি থেকে সব মহলে আবেদন জানানো হয়েছে। আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। পঞ্চায়েত প্রধান তৃণমলের বিনোদ বাগদি বলেন, “বাসিন্দাদের দাবি মতো আমিও কর্তৃপের কাছে দাবি জানিয়ে আসছিলাম। কিছু হয়নি। সম্প্রতি পঞ্চায়েত মন্ত্রীকে সমস্যার কথা জানিয়েছি। আশা করছি সমস্যা মিটে যাবে।”

জল প্রকল্পের কাজ শেষ করার দাবি
রামপুরহাট পুরসভা এলাকায় বামফ্রণ্টের আমলে জল প্রকল্পের কাজ শুরু হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই কাজ শেষ হল না। অথচ দিনের পর দিন এলাকা বাড়ছে পুরসভায়। সেই সঙ্গে এখনও পর্যন্ত যে সব ওয়ার্ডে পাইপ লাইনের জল এখনও পৌঁছয়নি সেই সব ওয়ার্ডের বাসিন্দারা তাকিয়ে আছেন পুরসভার দিকে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০০৬ সালে কেন্দ্র সরকার, রাজ্য সরকার ও পুরসভার তরফ থেকে দেওয়া মোট ৭ কোটি ১৫ লক্ষ টাকায় রামপুরহাট শহরে জল প্রকল্পের কাজ শুরু হয়। ওই প্রকল্পের আওতায় দু’টি রিজার্ভার এবং যে সব এলাকায় পাইপ লাইনের মাধ্যমে জল পৌঁছনোর কথা সেই সব জায়গায় পাইপ বসানোর কাজ শুরু হয়। দু’টি রিজার্ভার নির্মাণের কাজ শেষ হয়ে গিয়েছে। পাইপ বসানোর কাজ কিছুটা বাকি আছে। পুরপ্রধান তৃণমূলের নির্মল বন্দ্যোপাধ্যায় বলেন, “ট্রান্সফর্মারের বরাদ দেওয়া হয়েছে। আনুসঙ্গিক কাজ বাকি আছে।” পুরসভার বিরোধী দলনেতা সিপিএমের সঞ্জীব মল্লিক বলেন, “আমরা চাই ১৭টি ওয়ার্ডে এক সঙ্গে জল প্রকল্পের কাজ চালু হোক।” পুরপ্রধান বলেন, “চেষ্টা চালানো হচ্ছে।”

অবস্থান-বিক্ষোভ
রেলের যাত্রীদের নিরাপত্তা বাড়ানো, দুর্ঘটনায় মতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা-সহ ৫ দফা দাবিতে অবস্থান-বিক্ষোভ করল সিপিএমের রামপুরহাট ২ জোনাল কমিটি। বুধবার দুপুরে রামপুরহাট রেল স্টেশন চত্বরে এই অবস্থান বিক্ষোভ হয়। এ দিন সিউড়ি, নলহাটিতেও একই দাবিতে অবস্থান-বিক্ষোভ হয়।

যুবকের অপমৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আনারুল মোল্লা (৩৩)। বাড়ি পাড়ুই থানার বাতিকার এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে এক ব্যক্তির বাড়িতে তিনি বিদ্যুতের কাজ করছিলেন। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দেহটি ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্যবসায়ীদের দাবি
খুচরো ব্যবসায় বিদেশী পুঁজি বিনিয়োগের প্রতিবাদে আজ, বৃহস্পতিবার ২৪ ঘণ্টা ব্যবসা বন্ধের ডাক দিল বোলপুর ব্যবসায়ী সঙ্ঘ। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার অর্ধদিবস ও বুধবার সারাদিন বাজার-হাট বন্ধ ছিল বোলপুর-শান্তিনিকেতন এলাকায়।

ঝুলন্ত দেহ উদ্ধার
এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম শত্রুঘ্ন পাল (৩৭)। বাড়ি মাড়গ্রাম থানার লাহা গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকেই ওই যুবকের দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.