|
|
|
|
অনগ্রসর শ্রেণির পড়ুয়াদের হস্টেল
পরিদর্শনে বিধানসভার প্রতিনিধিদল |
নিজস্ব সংবাদদাতা • তমলুক ও হলদিয়া |
অনগ্রসর শ্রেণির ছাত্র-ছাত্রীদের হস্টেল তৈরির কাজ খতিয়ে দেখতে বুধবার পূর্ব মেদিনীপুরে এল রাজ্য বিধানসভার অনগ্রসর কল্যাণ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির এক প্রতিনিধিদল। কমিটির চেয়ারম্যান সত্যেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে বিধায়কদের ওই দল জেলার দু’টি স্কুল পরিদর্শনের পরে প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ পরিচালিত হলদিয়ার বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে যায়। ওই কলেজে অনগ্রসর শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক দু’টি হস্টেল নির্মাণে অর্থ বরাদ্দ করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু শুধুমাত্র ছাত্রদের হস্টেল বানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। ছাত্রীদের হস্টেল কেন হয়নি তা কলেজ কর্তৃপক্ষের কাছে জানতে চান প্রতিনিধিরা। কলেজের ডিরেক্টর অপূর্ব বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন, “আমাদের এখানে অনগ্রসর শ্রেণির ছাত্রী খুবই কম আছে। তাই আমরা তাঁদের জন্য আলাদা করে হস্টেল বানাইনি। এর জন্য টাকাও নিইনি।” বুধবার দিঘায় রাত্রিবাসের পরে ওই প্রতিনিধিদল বৃহস্পতিবার কাঁথির বেশ কিছু স্কুল পরিদর্শনে যাবে বলে জানা গিয়েছে। |
|
হলদিয়ায় স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিরা। ছবি: আরিফ ইকবাল খান। |
বুধবার সকালে প্রথমে কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক এলাকার পরমানন্দপুর রমানাথ বিদ্যাপীঠে যান স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিরা। উচ্চমাধ্যমিক এই স্কুলে তফসিলি জাতি-উপজাতি পড়ুয়াদের জন্য হস্টেল তৈরি হয়েছে। ওই হস্টেল পরিদর্শনের পরে নন্দকুমার ব্লকের সাওড়াবেড়িয়া সারদা বিদ্যামন্দিরে যান প্রতিনিধিরা। ওই স্কুলে ছাত্রীদের জন্য হস্টেল নির্মাণে অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। সেই হস্টেল তৈরির কাজ অবশ্য শেষ হয়নি এখনও। ওই স্কুল ঘুরে দেখার পরে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যান প্রতিনিধিরা।
কমিটির চেয়ারম্যান তথা গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বলেন, ‘‘মন্ত্রী উপেন্দ্রনাথ বিশ্বাসের নির্দেশে দু’দিনের জেলা সফরে এসেছি আমরা। হলদিয়ার এই কলেজে ছাত্রীদের হস্টেল এখনও হয়নি। কলেজ কর্তৃপক্ষের কাছে এই সংক্রান্ত রিপোর্ট চেয়েছি।” প্রতিনিধিদলে খেজুরির বিধায়ক রণজিৎ মন্ডল, বাঁকুড়ার ইন্দাসের বিধায়ক গুরুপদ মেট্যা, বর্ধমানের জামালপুরের বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, আউশগ্রামের বাম বিধায়ক বাসুদেব মেট্যা, মালবাজারের বাম বিধায়ক বালুচিক বারিক প্রমুখ ছিলেন। কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক সেরে কলেজ চত্বর ঘুরে দেখেন বিধানসভার এই কমিটির সদস্যরা। পরে বিধায়ক রণজিৎ মণ্ডল বলেন, “অনগ্রসর শ্রেণির ছাত্রদের জন্য যে হস্টেল হয়েছে, তাতে সাধারণ ছাত্ররাও রয়েছেন। র্যাগিং রুখতেই এই ব্যবস্থা বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন। আপাতদৃষ্টিতে সব কিছু ঠিক থাকলেও কয়েকটি ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষের রিপোর্ট চেয়েছি আমরা। সব কিছু এখনই প্রকাশ করছি না। বিধানসভার শীতকালীন অধিবেশনেই সম্পূর্ণ রিপোর্ট প্রকাশ করব।” |
|
|
|
|
|