l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
তদন্ত ‘প্রভাবিত’ করছেন মুখ্যমন্ত্রীই, বলল সিপিএম
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
কিষেণজি মৃত্যু-বিতর্কে আরও নতুন মাত্রা যোগ হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এ বার ওই ঘটনার তদন্তকে ‘প্রভাবিত করার চেষ্টা’র অভিযোগ তুলল রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম। তাদের মতে, ঘটনার ব্যাখ্যা দিতে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে যা বলেছেন, তাতে ‘ধোঁয়াশা’ আরও বেড়েছে। বস্তুত, কিষেণজি’কে ‘ভুয়ো সংঘর্ষে’ হত্যা করা হয়েছে, এমন কোনও অভিযোগ প্রথমে তোলেনি সিপিএম। বরং, সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্ত ভুয়ো সংঘর্ষ হয়েছে কি না, তা নিয়ে তদন্তের আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বমরকে চিঠি দেওয়ার পরে অন্য সুরেই কথা বলেছিলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা সাংসদ সীতারাম ইয়েচুরি। তাঁর বক্তব্য ছিল, তাঁদের কাছে ‘ভুয়ো সংঘর্ষে’র কোনও তথ্য নেই। যা ঘটেছে, তার ব্যাখ্যা সরকারই দিতে পারবে। কিন্তু মুখ্যমন্ত্রী গত রবিবার বেহালায় একটি উপনির্বাচনী জনসভায় কিষেণজি’র মৃত্যুর ঘটনার ‘ব্যাখ্যা’ দিতে গিয়ে যা বলেছেন, তাতেই গোটা বিষয় ‘জটিলতর’ হয়েছে বলে সিপিএম মনে করছে। বিরোধী দলনেতা এবং সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সূর্যকান্ত মিশ্র মঙ্গলবার বলেছেন, “ব্যালিস্টিক এবং ফরেন্সিক রিপোর্ট এখনও আসেনি। কী হয়েছিল, জানার জন্য সেগুলি গুরুত্বপূর্ণ। জাতীয় মানবাধিকার কমিশন ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। আদালতেও বিচারাধীন বিষয় হতে চলেছে। কিন্তু তার মধ্যেই মুখ্যমন্ত্রী যা বলেছেন, তাতে তদন্ত প্রভাবিত হবে। কোনও তথ্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা সরকার করছে কি না, সেই প্রশ্ন কিন্তু উঠছে।”
বিস্তারিত...
অনিচ্ছুকদের জমি ফেরত, ঘোষণা
সৌমিত্র কুণ্ডু • শিলিগুড়ি
প্রস্তাবিত কাওয়াখালি উপনগরী প্রকল্পে অনিচ্ছুকদের জমি ফেরৎ দেবে বলে জানিয়ে দিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ)। মঙ্গলবার শিলিগুড়ির উপকন্ঠে কাওয়াখালি উপনগরী এলাকায় জমির মালিকদের অভাব-অভিযোগ খতিয়ে দেখতে গিয়েছিলে সংস্থার ৪ সদস্যের বিশেষ কমিটি। সেখানেই তাঁরা অনিচ্ছুকদের সে কথা জানিয়ে দেন। কমিটির চেয়ারপার্সন জ্যোৎস্না অগ্রবাল বলেন, “জমি আন্দোলনকে কেন্দ্র করেই মা-মাটি-মানুষের সরকার ক্ষমতায় এসেছে। সিঙ্গুর, নন্দীগ্রামে কী ভাবে জমির দাবিতে আন্দোলন হয়েছে সকলেই জানেন। এখানেও জমি দিতে অনিচ্ছুকরা আন্দোলন করেছেন। আমরা তাঁদের জমি ফেরত দেব। তবে সরকারি নিয়ম মেনে জমি অধিগ্রহণ হয়েছে। তাই আইন মেনেই তাঁদের জমি ফেরত দেওয়া হবে। এখানে উপনগরীর কাজও হবে তবে বাসিন্দাদের স্বার্থ প্রথমে।” কমিটির অন্যতম তথা মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার জানিয়েছেন, অনিচ্ছুকদের জমি ফেরত দিতে চান তাঁরা। আইনগত কোনও জটিলতা সে ক্ষেত্রে রয়েছে কী না তা দেখা হচ্ছে।
বিস্তারিত...
মাত্র ১৮ শতাংশ পড়ুয়ার ভোট মেদিনীপুর কলেজে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
মেদিনীপুর কলেজের ছাত্র সংসদ দখল করল তৃণমূল ছাত্র পরিষদ। মঙ্গলবার ছাত্র সংসদের ভোট হয়। দুপুরে ফল বেরোনোর পর দেখা যায়, বেশির ভাগ আসনেই জয়ী হয়েছেন তৃণমূল ছাত্র পরিষদ সমর্থিত প্রার্থীরা। প্রায় এক দশক পরে মেদিনীপুর কলেজের ছাত্র সংসদ বাম-বিরোধীরা দখল করল। তবে, ভোট হলেও ছাত্রছাত্রীদের উপস্থিতির হার নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে সংশ্লিষ্ট সমস্ত মহলেই। কারণ, এ দিন ভোট পড়েছে মাত্র ১৭.৬ শতাংশ। মেদিনীপুর কলেজে এর আগে এত কম ভোট কবে পড়েছে, আদৌ পড়েছে কি না তা কেউই মনে করতে পারছেন না। কলেজ সূত্রে জানা গিয়েছে, এখানে প্রতি বছর ৭০ শতাংশের উপরে ভোট পড়ে। কলেজের অধ্যক্ষ প্রবীর চক্রবর্তী বলেন, “অন্যবারের তুলনায় এ বার একটু কম ভোট পড়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে তেমন সাড়া ছিল না। কেন এই পরিস্থিতি হল বুঝতে পারছি না।” কলেজের এক অধ্যাপকের বক্তব্য, “নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই ছাত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভোটের দিন অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় একাংশ অভিভাবক তাঁদের ছেলেমেয়েদের কলেজে পাঠাননি।”
বিস্তারিত...
ঘরছাড়াদের ফেরাতে তৎপরতা সিপিএমে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
বিধানসভা ভোটের পর পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা থেকে ঘর ছাড়া দলীয় কর্মী-সমর্থকদের ঘরে ফেরাতে তৎপর হচ্ছেন সিপিএম নেতৃত্ব। তবে দলীয় উদ্যোগে, দল বেঁধে কর্মী-সমর্থকেরা ঘরে ফিরুন--চাইছেন না নেতারা। কারণ, তাঁদের আশঙ্কা, দল বেঁধে ফিরলে হামলা হতে পারে। হামলার দায় ঝেড়ে ফেলে তৃণমূলও তখন বামকর্মীদের বিরুদ্ধেই ‘গ্রাম-দখলে’র অপপ্রচারে নেমে পড়তে পারে। তাই ঘর ছাড়া দলীয় কর্মী-সমর্থকদের প্রতি সিপিএম নেতৃত্বের পরামর্শ, ‘নিজেদের উদ্যোগেই ঘরে ফিরুন। ফেরার সময় কোনও সমস্যা হলে দল পাশে থাকবে’। দলীয় সূত্রে খবর, ক’দিন আগে মেদিনীপুর শহরে কৃষকভবনে কেশপুরের কয়েক জন নেতার সঙ্গে জেলা সিপিএম নেতৃত্বের বৈঠক হয়। বৈঠকে ছিলেন দলের জেলা সম্পাদক দীপক সরকার-সহ সম্পাদকমণ্ডলীর একাধিক সদস্য। সেই বৈঠকে এই পরামর্শ দেন খোদ দীপকবাবুই। বৈঠকে জেলা নেতৃত্বকে কিছুটা সমালোচনার মুখেও পড়তে হয়। একাংশ কর্মী অভিযোগ করেন, আগে নিচুতলার কর্মীদের মতামত গুরুত্ব দেওয়া হত না। জেলা নেতৃত্ব নিজেদের ইচ্ছে মতো কাজকর্ম করতেন। পাশাপাশি তাঁদের বক্তব্য, এখন ঘরে ফেরার পরিস্থিতিও নেই। ঘরে ফিরলেই হামলা হবে।
বিস্তারিত...
মন্ত্রীর নির্দেশ সত্ত্বেও হল না ধান কেনার শিবির
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া
মন্ত্রীর নির্দেশ সত্বেও মঙ্গলবার থেকে অত্যাবশকীয় পণ্য নিগমের মাধ্যমে ধান কেনা শুরু করতে পারল না পুরুলিয়া জেলা প্রশাসন। গত শুক্রবার রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই জেলায় এসে নির্দেশ দিয়েছিলেন জেলায় শিবির করে মঙ্গলবার থেকে ধান কেনা শুরু হবে। কিন্তু এ দিন ধান কেনা শুরু করতে পারেনি জেলা প্রশাসন। কবে থেকে তা শুরু হবে তাও জানাতে পারেনি। জেলাশাসক অবনীন্দ্র সিংহ বলেন, “আমাদের জেলায় বেনফেড ও অত্যাবশ্যকীয় পণ্য নিগম কৃষকদের কাছ থেকে ধান কিনবে বলে ঠিক হয়েছে। আমরা ঠিক করেছিলাম প্রথমে অত্যাবশকীয় পণ্য নিগমকে ধান কেনার কাজে মাঠে নামাব। কিন্তু যে সব সমবায় সমিতিগুলি নিগমের হয়ে ধান কিনবে , তাঁদের ওয়ার্ক অর্ডার (ধান কেনার ছাড়পত্র) দেয়নি। তাই এ দিন থেকে ধান কেনার কাজ শুরু করা যায়নি।” তবে এসব ঝামেলা মিটিয়ে শীঘ্রই মন্ত্রীর নির্দেশ মোতাবেক শিবির করে ধান কেনা শুরু করা হবে বলে তিনি জানিয়েছেন। কবে থেকে সেই কাজ শুরু করা হবে তা তিনি নির্দিষ্ট ভাবে জানাননি। পশ্চিমবঙ্গ অত্যাবশ্যকীয় পণ্য নিগমের ম্যানেজার গৌতম চৌধুরী বলেন, “পুরুলিয়ার যে সমস্ত সমবায় আমাদের কাছে ধান কেনার ছাড়পত্র নিতে এসেছিল, তাঁদের কাগজপত্র ঠিক ছিলনা। তাই তাঁদের ছাড়পত্র দেওয়া যায়নি। কাগজপত্র ঠিক করে নিয়ে এলেই আমরা তাঁদের ছাড়পত্র দেব।”
বিস্তারিত...
ছাত্রীর চিকিৎসায় এগিয়ে এল শ্রীরামপুরের পুলিশ
প্রকাশ পাল • কলকাতা
কুপন ছাপিয়ে রাস্তায় দাঁড়িয়ে আট বছরের মেয়ের জন্য সাহায্য চাইছিলেন বাবা। পুলিশ কর্তার চোখে পড়ে ওই ঘটনা। শ্রীরামপুর থানার তরফে মেয়ের বাবাকে ৩০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে। আজ, বুধবার বাবা-মায়ের সঙ্গে চিকিৎসার জন্য অন্ধ্রপ্রদেশের পুত্তাপূর্তিতে রওনা হচ্ছে নন্দিতা রাম। হুগলির জাঙ্গিপাড়ার রাজবলহাটে থাকতেন ভ্যানচালক হৃষিকেশ রাম। মেয়ে নন্দিতা সেখানকারই একটি প্রাথমিক স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ে। বছরখানেক আগে স্কুলে খেলার সময়ে এক বন্ধু জল ভেবে ভুল করে তার হাতে অ্যাসিড ঢেলে দেয়। বাঁ হাত পুড়ে যায় নন্দিতার। জাঙ্গিপাড়া গ্রামীণ হাসপাতাল, শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে চিকিৎসা করিয়েও কোনও ফল মেলেনি। কনুইয়ের নীচ থেকে হাত ক্রমশ সরু হতে থাকে। হাত নাড়াতে পারে না ফুটফুটে মেয়েটি। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে ঘুরেও লাভ হয়নি। হৃষিকেশ জানতে পারেন, উপযুক্ত চিকিৎসা করতে প্রচুর টাকার দরকার। স্কুল কর্তৃপক্ষ থেকে স্থানীয় পঞ্চায়েত সব জায়গাতেই ছুটে বেড়ান তিনি। কিন্তু সমস্যার সুরাহা হয়নি। কয়েক মাস আগে শ্রীরামপুরের নতুন মাহেশ এলাকায় বাসা ভাড়া নেন হৃষিকেশ। তিনি বলেন, “মেয়ে বাঁ হাত নাড়াতে পারে না। রাতে ঘুমোতে পারে না। মাঝেমধ্যেই যন্ত্রণায় কাতরায়। ওর এই অবস্থা কী করে সহ্য করি? তাই নিজেই কুপন ছাপিয়ে রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলতে শুরু করেছিলাম। তাতে খুব যে সুবিধা হচ্ছিল, তা নয়।”
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
চার্জশিট পেশ হয়নি,
মামলা খারিজের শঙ্কা
রেষারেষি,
মৃত শিশু-সহ তিন
দক্ষিণবঙ্গ
ক্লাসঘরে বসেই চলছে
খাতা দেখা, বন্ধ রয়েছে ক্লাস
রাজস্ব আদায়ে বাধা,
অভিযুক্ত তৃণমূল নেতা
বর্ধমান
খেলার মাঠে ঢুকে ‘চাষ’,
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে
চুরির চেষ্টা, মন্তেশ্বরে
গ্রেফতার তৃণমূলের
পঞ্চায়েত সদস্য
পুরুলিয়া
সুপুর পঞ্চায়েতে
বিক্ষোভ তৃণমূলের
টাকার দাবিতে
পঞ্চায়েতে তালা
মুর্শিদাবাদ
ট্রেন উড়িয়ে দেওয়ার
মাওবাদী’ হুমকি,
বিঘ্নিত রেল চলাচল
সাংগঠনিক দুর্বলতায় হার,
বলছে সিপিএম
মেদিনীপুর
মুখ্যমন্ত্রীর ঘোষণাই সার,
নির্দেশিকা নেই ৪ মাসেও
বিবাদের জেরে টোল
নেওয়া বন্ধ ডেবরায়
কলকাতা
২৯.৬ /১৬.৭
আজকের দিনে
•
১৮৩৫:
মার্কিন লেখক
মার্ক টোয়েনের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
কোস্টা রিকার মতো একটা ছোট্ট দেশ ঘুরতে গিয়ে সেখানকার স্থানীয় খাদ্য সম্ভারের দিকে তাকালে অবাক হয়ে যেতে হয়!
‘খানাতল্লাশি’
তে এ বার সেই আশ্চর্য খাদ্য ভাণ্ডারের হদিশ। সঙ্গে বাঙালির আদরের শীত-খাবার ‘পিঠে’ হাজির
‘আপনার রান্নঘর’
-এ। মাঝমাসের হাওয়াবদলে অন্য খবরের ডালি সাজিয়ে রইল
‘সংবাদের হাওয়াবদল’
।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.