বিশ্বভারতীর নন্দন আর্ট গ্যালারিতে রবীন্দ্রনাথের আঁকা ৩৮টি ছবির প্রদর্শনীর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল।
মঙ্গলবার উত্তরায়ণ চত্বরে বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র এম রামচন্দ্রম এবং কে এস রাধাকৃষ্ণনের গড়া দু’টি ভাস্কর্যেরও আবরণ
উন্মোচন হয়। উদয়ন বাড়ির সামনে বাঁধা মঞ্চ থেকে রাষ্ট্রপতি সদ্য সংস্কার হওয়া পম্পা সরোবরেরও আনুষ্ঠানিক উদ্বোধন
করেন। তিনি বলেন, “বহু দশক পরে এই প্রথম ছবিগুলি দেখার সুযোগ করে দিয়েছে বিশ্বভারতী। রবীন্দ্রনাথ কত বড় মাপের
চিত্রকর এবং তিনি যে ভারতে শিল্প আন্দোলনের অগ্রদূত ছিলেন, তা জানার সুযোগ মিলেছে।” ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী