জীবজগৎ ও পরিবেশ
•
payday loans
পর্ষদের রিপোর্ট জমা পড়েনি, মাছের মড়কের কারণ অস্পষ্ট
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি:
দু’দিন কেটে গেলেও ঠিক কী কারণে করলা নদীতে মাছের মড়ক শুরু হয়েছে তা স্পষ্ট হয়নি। কারণ, মঙ্গলবার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যে রিপোর্ট প্রশাসনের কাছে জমা দেওয়ার কথা ছিল তা জমা পড়েনি। কিন্তু দেরির কোনও কারণ পর্ষদের তরফে জানানো হয়নি। এমনকী পর্ষদের চেয়ারম্যান বিনয়কান্তি দত্ত এ নিয়ে মুখ খোলেননি। অথচ নদীর দু’পাড়ের মানুষ জলের বিষক্রিয়া নিয়ে শঙ্কিত।
বাঁধ কেটে বালি নিয়ে গেল মাফিয়ারা
সৌমেন দত্ত, কাটোয়া:
কোথাও নদীর বাঁধ কাটা হচ্ছে। কোথাও আবার সরকারি অনুমোদন ছাড়াই নদীর বুক থেকে তোলা হচ্ছে বালি। এমনকী তার বিনিময়ে ‘চালান’-ও দিচ্ছে বালি মাফিয়ারা। কাটোয়া মহকুমা জুড়ে পরিস্থিতি এতটাই সঙ্গীন যে তড়িঘড়ি প্রশাসনিক বৈঠক ডাকতে বাধ্য হয়েছেন জেলাশাসক। মঙ্গলবার কাটোয়া গিয়ে মহকুমাশাসক দেবীপ্রসাদ করণম এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকদের নিয়ে তিনি বৈঠক করেন। কী কী বেআইনি কাজের অভিযোগ তিনি পেয়েছেন, বৈঠকে তা সবিস্তার তুলে ধরেন তিনি।
চালকল থেকে উড়ে আসে
ছাই, নাকাল বাসিন্দারা
নিজস্ব সংবাদদাতা, বুদবুদ:
ঘরের মেঝে থেকে বিছানা কোনওটাই দেখলে চেনার উপায় নেই। প্রতিদিন চালকলের ছাই জমে সেগুলির এমন হাল। শুধু তাই নয়, উড়ে আসা ছাই ক্ষতি করছে চোখ আর ফুসফুসেরও। পাশাপাশি চালকলের বর্জ্য নালা দিয়ে গিয়ে পড়ছে কৃষি জমিতে। ফলে ব্যাহত হচ্ছে কৃষির উৎপাদন। এমনই অভিযোগ, গলসি ১ ব্লকের বুদবুদ, পারাজ, ভিড়সিন, গলিগ্রাম, পুরষা প্রভৃতি গ্রামের বাসিন্দাদের।
নালা ভরাট করে বিক্রি
অভিযুক্ত ব্যবসায়ীরা
টুকরো খবর
শীত আসছে। পরিযায়ী পাখিদের ভিড় শ্রীনগরে। ছবি: পি টি আই।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.