টুকরো খবর
বুনো হাতির খোঁজ চলছে
আরও দুটি জখম বুনো হাতির সন্ধানে তরাইয়ের জঙ্গল চষে বেড়াচ্ছে বন দফতর। ওই দুটি বুনো হাতির মধ্যে একটি গত ২০ সেপ্টেম্বর রাতে গুলমার কাছে ট্রেনের ধাক্কায় জখম হয়। রেল লাইনের পাশে রক্তের নমুনা পাওয়া গেলেও হাতিটির এখনও কোনও সন্ধান মেলেনি। দ্বিতীয় হাতিটি দাঁতাল। সেটি নেপালে জখম হয়। বুনো হাতির পালের সঙ্গে সেটি ঘুরে বেড়াচ্ছে বলে বনকর্মীরা শনাক্ত করতে পারেননি। সোমবার সুকনায় সামরিক ছাউনির কাছে একটি জখম হাতির চিকিৎসা করানো হয় সুকনার এলিফ্যান্ট স্কোয়াডের উদ্যোগে। জখম ওই হাতিটি ওই দিন রাতেই জঙ্গলে ফিরে যায়। তবে সেটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য বন দফতরের পক্ষ থেকে কুনকি হাতি ডায়নাকে নামানো হয়েছে। মহানন্দা অভয়ারণ্যের গুলমা বিটের ওই কুনকি হাতিটি সোমবার বিকেল থেকেই জখম ওই স্ত্রী হাতিটিকে অনুসরণ করছে। দার্জিলিঙের ডিএফও বাসবরাজ বলেন, “জখম হাতির শরীরে সংক্রমণ ছড়ালে তার মৃত্যু হতে পারে। সেই জন্যই জঙ্গলে কোথাও কোনও জখম হাতি রয়েছে কি না তা নজরে রাখা হয়। ফের যদি জখম হাতি নজরে আসে তাহলে সেটিরও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করবে বন দফতর।”

আরও হরিণ বক্সায়
আরও ১৫০ হরিণ ছাড়া হবে বক্সায়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা (পশ্চিম) রাজেন্দ্র জাখর জানান, ডিসেম্বর ও জানুয়ারি মাসে একশোটি হরিণ বেথুয়াডহরি থেকে এবং বল্লভপুর থেকে ৫০টি হরিণ আনা হবে। ২০১০ সালের গণনা অনুসারে বক্সায় এখন ১৬টি পুরুষ ও ৪টি স্ত্রী বাঘ রয়েছে। ডিসেম্বরেই ফের গণনা শুরু হবে। সম্প্রতি রসিকবিল থেকে বক্সায় ৪০টি হরিণ আনা হয়েছে। সেগুলি তাসিগাঁওয়ে রয়েছে।

প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
সালানপুর ব্লকের উদ্যোগে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হল স্থানীয় এথোড়া গ্রামে। প্রাণিস্বাস্থ্য ও কৃত্রিম প্রজনন সম্পর্কে গ্রামবাসীদের প্রশিক্ষণ দেন ব্লকের প্রাণী চিকিৎসা আধিকারিক নীহাররঞ্জন বিশ্বাস। সালানপুরের বিডিও জয়দীপ দাস জানান, ব্লকের কয়েকশো গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগির টিকাকরণ করা হয়।

পরিবেশ ট্রাইব্যুনাল হচ্ছে নিউ টাউনে
রাজারহাটের নিউ টাউনে আঞ্চলিক পরিবেশ ট্রাইব্যুনাল হচ্ছে। সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের তরফে আইনজীবী অভিজিৎ সেনগুপ্ত বলেন, সম্প্রতি জাতীয় পরিবেশ ট্রাইব্যুনাল আইন তৈরি করেছে কেন্দ্র। এই আইনে পরিবেশ সংক্রান্ত যাবতীয় মামলার শুনানি হবে। তাই কেন্দ্রীয় ট্রাইব্যুনালটি হচ্ছে দিল্লিতে। এ ছাড়া পাঁচটি আঞ্চলিক ট্রাইব্যুনাল করা হচ্ছে। একটি হবে নিউ টাউনে হিডকো বিল্ডিংয়ে। বাকি চারটি দিল্লি, চেন্নাই, পুণে ও ভোপালে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.