উত্তরবঙ্গ |
চার্জশিট পেশ
হয়নি, মামলা
খারিজের শঙ্কা |
কিশোর সাহা, শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি মামলার চার্জশিট পেশ না-হওয়ায় অফিসার-শিক্ষক-কর্মীদের একাংশের মধ্যেই নানা ক্ষোভ ও অভিযোগ ক্রমশ দানা বাঁধছে। তাঁদের অভিযোগ, চার্জশিট পেশের জন্য অনুমতি চেয়ে পাঠানো ফাইলটি আচার্য তথা রাজ্যপালের দফতর হয়ে উচ্চ শিক্ষা দফতরে গিয়ে থমকে রয়েছে। মামলায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বাম আমলে তাঁদের একাংশের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই উচ্চ শিক্ষা দফতরের অফিসারদের একাংশ চার্জশিট পেশের
প্রক্রিয়া ঝুলিয়ে দিতে চাইছেন কি না, তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্দরে তদন্তের দাবি উঠেছে। |
|
নিজস্ব সংবাদদাতা, চাঁচল: আর্থিক গরমিল-সহ একাধিক অভিযোগ তুলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিতা চক্রবর্তীকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়েছিলেন প্রশাসক। তাঁর নির্দেশে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদে বসেন গাহুল আমিন। তাঁর দু’সপ্তাহ বাদে আদালতের নির্দেশ নিয়ে কলেজে ফের আসেন অপসারিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিতা চক্রবর্তী। সোমবার মালদহের চাঁচল কলেজে ঘটনাটি ঘটেছে। অপসারিত হওয়ার দু’সপ্তাহ বাদে এদিন আইনজীবীকে নিয়ে কলেজে ঢোকেন অপসারিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এক সময় অধ্যক্ষের ঘরে ঢুকে নির্দিষ্ট চেয়ারেও বসে পড়েন অনিতা দেবী। |
দিনভর ‘নাটক’
চাঁচল কলেজে |
|
সিপিএমে নতুন মুখ |
উদ্ধার তিন ছাত্রী |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
অনিচ্ছুকদের জমি ফেরত, ঘোষণা |
|
সৌমিত্র কুণ্ডু, শিলিগুড়ি: প্রস্তাবিত কাওয়াখালি উপনগরী প্রকল্পে অনিচ্ছুকদের জমি ফেরৎ দেবে বলে জানিয়ে দিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ)। মঙ্গলবার শিলিগুড়ির উপকন্ঠে কাওয়াখালি উপনগরী এলাকায় জমির মালিকদের অভাব-অভিযোগ খতিয়ে দেখতে গিয়েছিলে সংস্থার ৪ সদস্যের বিশেষ কমিটি। সেখানেই তাঁরা অনিচ্ছুকদের সে কথা জানিয়ে দেন। কমিটির চেয়ারপার্সন জ্যোৎস্না অগ্রবাল বলেন, জমি আন্দোলনকে কেন্দ্র করেই মা-মাটি-মানুষের সরকার ক্ষমতায় এসেছে। |
|
নিজস্ব সংবাদদাতা, ফালাকাটা: বাস ও ছোট গাড়ির রেষারেষির মধ্যে পড়ে পিষ্ট হয়ে একটি বাইকের ৩ আরোহীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সাত বছর বয়সী বালিকাও রয়েছে। মঙ্গলবার সকাল সওয়া ৭টা নাগাদ ঘটনাটি ঘটে ফালাকাটা থানার তাসাট্টি চা বাগানের পাশে ৩১ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ বাসিন্দা প্রায় এক ঘণ্টা বীরপাড়া-ফালাকাটা সড়ক অবরোধ করে রাখেন। পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। পুলিশ বাস চালককে গ্রেফতার করেছে। |
রেষারেষি, মৃত
শিশু-সহ তিন |
|
টুকরো খবর |
|
|
|
|