টুকরো খবর |
বরোতে নয়া চেয়ারপার্সন
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি পুরসভার ৫ নম্বর বরো কমিটির চেয়ারপার্সন হলেন শর্মিলা শর্মা। মঙ্গলবার ওই বরোর চেয়ারম্যান নির্বাচন ছিল। কংগ্রেস-তৃণমূল জোটের তরফে কাউন্সিলর অতুল দাস ওই পদে শর্মিলা দেবীর নাম প্রস্তাব করেন। তা সমর্থন করেন দুলাল দত্ত। অন্য দিকে বামেদের তরফে প্রীতিকণা বিশ্বাসের নাম প্রস্তাব করা হয়। দুই জন প্রার্থী হওয়ায় ভোটাভুটি হয়। তাতে ৫ টি ভোট পেয়ে জেতেন শর্মিলাদেবী। ওই বরোর অধীনে রয়েছে ৩৬-৪৪ নম্বর ওয়ার্ডগুলি। তার মধ্যে বামেদের দখলে রয়েছে ৪ টি ওয়ার্ড। কংগ্রেসের রয়েছে ৩টি এবং তৃণমূলের ২ টি ওয়ার্ড। কংগ্রেস-তৃণমূল জোট নির্বাচনে বামেদের হারিয়ে পুরসভা দখল করার পর থেকেই ওই বরোর চেয়ারম্যান পদটি এতদিন খালি পড়ে ছিল। তাতে বরোর বিভিন্ন কাজকর্ম করতে বিস্তর সমস্যাও হচ্ছিল। বিশেষ করে ৩ তলা বাড়ির নকশা অনুমোদন থেকে যে সমস্ত কাজ বরোর তরফেই সিদ্ধান্ত নিয়ে করা হয় চেয়ারম্যান না থাকায় বরোর থেকে সেই কাজ করতে সমস্যা হয়। পুরসভার মূল অফিস থেকেই তা দেখা হচ্ছিল। এ বার চেয়ারপার্সন হওয়ায় সমস্যা মিটবে বলে সকলেই আশাবাদী। শর্মিলাদেবী বলেন, “পুরসভার সংযোজিত এলাকার ওয়ার্ডগুলি রয়েছে এই বরোর অধীনে। রাস্তা থেকে নিকাশি, পানীয়জলের সরবরাহ এই সব ক্ষেত্রে এলাকায় সমস্যা রয়েছে। বাসিন্দারা যাতে সুষ্ঠু পরিষেবা পান সে জন্য বরোর অধীনে থাকা ওয়ার্ডগুলির কাউন্সিলরদের সঙ্গে কথা বলে উন্নয়ন কাজ করবেন।”
|
যান নিয়ন্ত্রণে নতুন দফতর
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আদালত চত্বরে যানজট কমাতে পরিবহণ দফতরের শিলিগুড়ি অফিসের একটি শাখা মাটিগাড়ার পরিবহণ নগরে সরিয়ে নিয়ে গেল প্রশাসন। মঙ্গলবার বিকালে ওই শাখা অফিসের উদ্বোধন করেন শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য। তিনি জানান, ওই অফিস থেকে রেজিস্ট্রেশন, চালকের যোগ্যত্য পরীক্ষা সহ কয়েকটি বিষয়ে কাজ হবে। শিলিগুড়ির অফিসে টাকা সংক্রান্ত ব্যপারে কাজকর্ম করা হবে। তিনি বলেন, “পরিবহণ নগরের অফিসে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ হবে। ফলে শিলিগুড়ির আদালতের সামনে গাড়ির ভিড় অনেকটাই কমে যাবে। পরবর্তীতে পুরো অফিসটাই পরিবহণ নগরে নিয়ে যাওয়া যায় কী না তা নিয়ে চিন্তাভাবনা করা হবে।” তিনি জানান, শিলিগুড়ি কোর্ট মোড় এলাকা যানজট মুক্ত করার বিষয়ে আরও কিছু বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। শিলিগুড়ি মহকুমাশাসকের অফিস সরিয়ে নেওয়ার ব্যপারে ভাবা হচ্ছে। পাশাপাশি কোর্ট চত্বরে একমাত্র আইনজীবী ও সরকারি অফিসারদের গাড়ি রাখা হয় সে ব্যপারে ব্যবস্থা করা হবে। শহরকে যানজট কমাতে বিভিন্ন গলি থেকে সরকারি অফিস শিলিগুড়ি লাগোয়া এলাকায় সরিয়ে নিয়ে যাওয়ার ব্যপারে ভাবা হচ্ছে। এ ছাড়া শহরের হিলকার্ট, সেবক রোডে ‘ফুটব্রিজ’ করার ব্যপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দিন রুদ্রবাবু জানান, পরিবহণ নগরে ব্যবসার নাম করে অনেকে জায়গা নিয়ে ফেলে রেখে দিয়েছেন। আশ্বাস অনুযায়ী দ্রুত কাজ না হলে তা অধিগ্রহণ করে নেওয়া হবে। এদিনের সভায় নকশালবাড়ি-মাটিগাড়ার বিধায়ক শঙ্কর মালাকার, শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান নান্টু পাল, ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত শিলিগুড়ির মহকুমাশাসক সৌরভ পাহাড়ি বলেন, “পরিবহণ দফতরের সমস্যা নিয়ে আলোচনার পরই এসজেডিএ চেয়ারম্যান ব্যবস্থা নিয়েছেন। এত দ্রুত কাজ হবে ভাবতে পারিনি।”
|
গরিষ্ঠ সদস্য তৃণমূলেরই
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
রাজনৈতিক বন্দিদের মুক্তির জন্য সরকারের কাছে বন্দি মুক্তি কমিটির মাধ্যমে আর্জি জানানোর জন্য দায়িত্ব দেওয়া হল বার কাউন্সিল সদস্য তথা জলপাইগুড়ির আইনজীবী গৌতম দাসকে। মঙ্গলবার এক বিবৃতিতে তৃণমূল প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গৌতমবাবুকে বিশেষ দায়িত্ব দেওয়ার কথা জানান। গৌতমবাবুকে তৃণমুলের আইনি সেলের সাধারণ সম্পাদক পদে এবং প্রদেশ তৃণমুল কমিটির কার্যকরী সদস্য পদেও নিয়োগ করা হয়েছে। গত সপ্তাহেই গৌতমবাবু কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। মঙ্গলবার কলকাতা থেকে প্রকাশিত প্রেস বিবৃতিতে রাজ্য বার কাউন্সিলে দ্বিতীয় বারের সদস্য গৌতমবাবু তিন কাউন্সিল সদস্যকে নিয়ে তৃণমূলে যোগ দেন। গৌতমবাবুরা তৃণমূলে যোগ দেওয়ায় ২৪ সদস্যের রাজ্য বার কাউন্সিলে সদস্য সংখ্যা ১৪। তৃণমূল একক ভাবে কাউন্সিল গড়তে পারলেও কংগ্রেসকে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান পদ ছেড়ে কাউন্সিলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হবে। কংগ্রেসের উত্তররের জন্য তৃণমূল ৫ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবে বলে বিবৃতিতে বলা হয়েছে।
|
বন্ধে সামিল সমিতি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
খুচরো ব্যবসায় বিদেশি পুঁজি বিনিয়োগের ব্যাপারে কেন্দ্রীয় সরকারের অনুমতির প্রতিবাদে ১ ডিসেম্বর ভারতব্যাপী ডাকা ব্যবসা বনধে সামিল হওয়ার কথা ঘোষণা করল বৃহত্তর শিলিগুড়ি খুচরো ব্যবসায়ী সমিতি। সংগঠনের সম্পাদক জগন্নাথ কেশরীর অভিযোগ, খুচরো ব্যবসায় বিদেশি পুঁজি ঢুকলে দেশের ছোট ব্যবসায়ীরা রুজিহীন হয়ে পড়বেন। বনধে সামিল হওয়ার কথা ঘোষণা করেছে শিলিগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনও। সমিতির সাধারণ সম্পাদক কৈলাস অগ্রবাল জানান, এই ব্যাপারে তাঁরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠিয়েছেন।
|
সেমিনার |
‘বাংলা সাহিত্যে মহিলা কথাকার’ বিষয়ক দুই দিনের জাতীয় সেমিনার শুরু হল শিলিগুড়ি কলেজে। মঙ্গলবার ওই সেমিনারের উদ্বোধন করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপিকা মালিনী ভট্টাচার্য। এ দিন সেমিনারে তিনি নিজের বক্তব্যও রাখেন। শিলিগুড়ি কলেজের বাংলা বিভাগের উদ্যোগে এই সেমিনার হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন আর্থিক সহায়তা করছে। সহযোগিতা করছে বঙ্গীয় সাহিত্য পরিষদ। সেমিনারে এ দিন বক্তব্য রাখেন বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপিকা সুতপা ভট্টাচার্য। |
|