|
|
|
|
রেষারেষি, মৃত শিশু-সহ তিন |
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
বাস ও ছোট গাড়ির রেষারেষির মধ্যে পড়ে পিষ্ট হয়ে একটি বাইকের ৩ আরোহীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সাত বছর বয়সী বালিকাও রয়েছে। মঙ্গলবার সকাল সওয়া ৭টা নাগাদ ঘটনাটি ঘটে ফালাকাটা থানার তাসাট্টি চা বাগানের পাশে ৩১ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ বাসিন্দা প্রায় এক ঘণ্টা বীরপাড়া-ফালাকাটা সড়ক অবরোধ করে রাখেন। পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। পুলিশ বাস চালককে গ্রেফতার করেছে। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার অনুপ জয়সোয়াল বলেন, “বাসটি আটক করার পাশাপাশি চালকের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা রজু করা হয়েছে। মৃত ৩ জনের দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছেয়” পুলিশ জানায়, মঙ্গলবার ঠাকুমার মৃত্যুর সংবাদ পেয়ে পেশায় রাজমিস্ত্রি করিমূল ইসলাম (২৫) তার মেয়ে পারজিনা পারভিন (৭) ও খুড়তুতো ভাই আজদুল আলিকে (২২) বাইকে চড়িয়ে ধূপগুড়ির গাদং গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। সঙ্গে হেলমেট থাকলেও তা বাইকে ঝুলিয়ে রেখেছিলেন করিমূল। তাসাট্টি বাগানের ফুটবল মাঠের কাছে উল্টো দিক থেকে আসা বীরপাড়াগামী একটি যাত্রী বোঝাই বাস ও ছোট গাড়ির সঙ্গে রেষারেষি করে পাশ কাটিয়ে হঠাৎ বাইকের একেবারে সামনে চলে আসে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চালক সজোরে বাইকে ধাক্কা মারেন। ঘটনাস্থলে পারজিনার মৃত্যু হয়। সে সময় বাগানে কাজ করছিলেন বেশ কিছু শ্রমিক। এই ঘটনা দেখার পর তারা ছুটে গিয়ে গুরুতর জখমদের বীরপাড়া হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। সেখান থেকে তাঁদের শিলিগুড়িতে রেফার করা হলে পথে বাকি দু’জনের মৃত্যু হয়। তাসাটি বাগানের কর্মী সৌমেন রায় ঘটনাস্থলের কাছে শ্রমিকদের দিয়ে বাগানের কাজ করাচ্ছিলেন। তাঁর কথায়, “শ্রমিকদের কাজ দেখানোর সময় হঠাৎ বিকট শব্দ শুনে কাছে গিয়ে দেখি বাসের সামনে রক্তাক্ত অবস্থায় ৩ জন পড়ে আছেন। একজন সেখানে মারা গিয়েছে। বাকিদের বীরপাড়া নিয়ে যাওয়া হয়। দুই গাড়ির রেষারেষিতে তিন জনের প্রাণ গেল। বেপরোয়া গাড়ি চালানোর জন্য মাঝে মধ্যেই এই রাস্তায় দুর্ঘটনা ঘটছে।” ঘটনার খবর পেয়ে বীরপাড়ার মহাকালপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। বাকরোধ হয়ে পড়েছেন আত্মীয়রা। করিমূলের স্ত্রী ও ২ বছরের অপর সন্তান রয়েছে। ভগ্নীপতির মৃত্যু মানতে পারছেন না মহম্মদ নূর জামাল। তাঁর কথায়, “সকালবেলা ঠাকুমার কবরে মাটি দিতে তারা রওনা হয়। তার পর এই দুর্ঘটনা বিশ্বাস করতে পারছি না। বেপরোয়া বাস চালানোর কারণে ৩ জন মারা গেল।” |
|
|
|
|
|