আইন অমান্য কর্মসূচিতে নিজেদের কর্মী-সমর্থকদের সংখ্যাই বেশি ছিল এই দাবি নিয়ে সিপিএম এবং শরিক ফরওয়ার্ড ব্লকে ফের তরজা শুরু হয়েছে। মঙ্গলবার দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ-সহ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুর্নীতি, রাজ্য জুড়ে সন্ত্রাসের অভিযোগ তুলে আইন আমান্যের ডাক দেয় বামফ্রন্ট। প্রশাসনের তরফে ১৫ হাজার আন্দোলনকারীকে গ্রেফতার এবং পরে ছেড়ে দেওয়ার কথা জানানো হয়েছে। তাঁদের মধ্যে নিজেদের দলের কর্মী-সমর্থক বেশি এসেছেন বলে দাবি করেন সিপিএম এবং ফরওয়ার্ড ব্লক উভয়েই। এ দিন আন্দোলন কর্মসূচির পর তা নিয়ে দুই পক্ষের নেতাদের মধ্যে রীতি মতো তরজা শুরু হয়েছে। সিপিএমের কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তমসের আলি বলেন, “আইন অমান্যে এ দিন দলের ১০ হাজার কর্মী-সমর্থক যোগ দিয়েছিলেন। বাকিরা শরিক দলের।” ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক উদয়ন গুহ বলেন, “যাঁরা এই ভুল তথ্য দিচ্ছেন তাঁরা স্লেট পেনসিল নিয়ে হিসাব কষে দেখুন কোন দলের কত কর্মী-সমর্থক এসেছেন।” |
মালদহ-দিঘা সাপ্তাহিক ট্রেনের সময়সীমা বদলের দাবি তুলে রেলমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে মালদহ মাচের্ন্ট চেম্বার অফ কমার্স। ২ ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদহ-দিঘা সপ্তাহিক ট্রেনে সূচনা করার কথা ছিল। মুখ্যমন্ত্রীর মালদহ সফর স্থগিত হওয়ায় মালদহ-দিঘা সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন চালু অনিশ্চিত হয়ে পড়েছে। ক্ষোভ রয়েছে রাত ১০টার পরে ট্রেনটির দিঘা পৌঁছনোর সময় নিয়েও। ডিআরএম মালদহ হর্ষ কুমার বলেন, “সময়সূচি রেল ঠিক করেছে। আমার পক্ষে পরিবর্তন করা সম্ভব নয়।”
|
ছাগল চুরির চেষ্টার অভিযোগে এক মহিলাকে মারধর করে মুখে কালি মাখিয়ে পুলিশের হাতে তুলে দিলেন বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের রবীন্দ্রপল্লীর দেহশ্রী ক্লাব সংলগ্ন এলাকায়। পুলিশ জানায়, ধৃতের নাম রিঙ্কু সিংহ। তার বাড়ি রায়গঞ্জ থানার তাহেরপুর এলাকায়। এদিন ওই মহিলা ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা এক মহিলার ছাগল চুরি করে পালানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ। সেই সময় বাসিন্দার তাকে আটক করে মারধর করার পর মুখে কালি মাখিয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই মহিলার স্বামী রিকশা চালান। তার বিরুদ্ধে রায়গঞ্জের বিভিন্ন পাড়ায় ছাগল চুরির অভিযোগ রয়েছে।
|
অবৈধ ইঁটভাটা বন্ধ করার নির্দেশ না মানায় এক ইঁটভাটা মালিককে পুলিশ গ্রেফতার করেছে। ইঁটভাটার সরঞ্জাম বাজেয়াপ্ত করার পাশাপাশি সেটি সিলও করে দিয়েছে পুলিশ। মালদহের হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুরে সোমবার ঘটনাটি ঘটে। ধৃতের নাম, মহম্মদ নাসির। |