অস্ত্র-সহ তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে মন্তেশ্বরের বাঘাসন গ্রাম থেকে তাকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম হারাই শেখ। বাড়ি পূর্বস্থলী ২ ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েতের কালীনগর বাগানপাড়ায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি রিভলভার ও এক রাউন্ড গুলি। মঙ্গলবার কালনা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন রাত ৮টা নাগাদ চুরির উদ্দেশে গীতারানি দে নামে এক ষাটোর্ধ্ব মহিলার বাড়িতে ঢোকে হাকিম-সহ তিন জন। ওই মহিলা চিৎকার শুরু করলে তারা পাঁচিল টপকে পালায়। বাসিন্দারা তাড়া করলেও দু’জন পালাতে সক্ষম হয়। ধরা পড়ে যায় হারাই। পড়ে যায় তার রিভলভারটিও। পরে বাসিন্দারা তাকে মন্তেশ্বর থানার পুলিশের হাতে তুলে দেয়।
মুকসিমপাড়া পঞ্চায়েতের তৃণমূল সদস্য হারাই। পূর্বস্থলী ২ ব্লক তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি একটি সাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জামালপুরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এর পরে স্থানীয় সংঘোষপাড়া এলাকায় হারাই ও তার দলের লোকজন ব্যাপক বোমাবাজি করে বলে অভিযোগ। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি দোকান। এই ঘটনার পরে স্থানীয় ব্যবসায়ীরা পূর্বস্থলী থানায় হারাইয়ের নামে অভিযোগ দায়ের করেন। পূর্বস্থলী ২ ব্লক তৃণমূলের আহ্বায়ক বদরু আলম বলেন, “দলের কাছে হারাইয়ের নামে সংঘোষপাড়ার ঘটনা-সহ বেশ কয়েকটি অভিযোগ ছিল। আমাদের দল তাই ওই পঞ্চায়েত সদস্যকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।”
তবে বহিষ্কার করা হলেও হারাইয়ের সদস্যপদ যে খারিজ হয়নি, তা স্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। স্থানীয় এক তৃণমূল নেতা বিপুল দাস বলেন, “পুলিশ হারাইকে অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করেছে। যাতে ওর পঞ্চায়েতের সদস্যপদ খারিজ হয়, তার জন্য মহকুমা প্রশাসনের কাছে অনুরোধ জানাব।” মুকসিমপাড়া পঞ্চায়েত প্রধান বাবুল মজুমদার বলেন, “হারাই শেখ আমাদের পঞ্চায়েতের সদস্য। এ বিষয়ে আমার কিছু জানা নেই। বিষয়টি জেনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” বিষয়টি বিস্তারিতভাবে জেনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কালনার মহকুমাশাসক সুমিতা বাগচিও। |