বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ পার্ট-১ পাস ও অনার্সের ফল প্রকাশিত হয়েছে মঙ্গলবার। এ বার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৬ হাজার ৯৯৩। তাঁদের মধ্যে মোট ২১ হাজার ৯৬২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পাশের হার ৩৮.৫৩। গত বারে যা ছিল ৪৫.০১। অনার্সে ২৮ হাজার ২১৬ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২৯১ জন। পাশের হার ৫৪.১৯। গত বারে এই হার ছিল ৬০.১৪। পরীক্ষা নিয়ামক সুকুমার মুখোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, গত বার যাঁরা পার্ট-১ পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন, তাঁদের বড় অংশই এ বারও পাশ করতে পারেননি। তাই এ বারে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা আগের চেয়ে বেশি দেখাচ্ছে।
|
নৈশপ্রহরীদের বেঁধে রেখে গুদামের শাটার ভেঙে লক্ষাধিক টাকার সামগ্রী লুঠ করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার ভোরে কাটোয়ার সার্কাস ময়দানের পুর বাজারে ঘটনাটি ঘটে। নৈশপ্রহরীদের কাটোয়া মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। গুদামের মালিক অর্ক মণ্ডল পুলিশের কাছে অভিযোগ লিখিত অভিযোগে জানান, তামাকজাত দ্রব্য-সহ অন্যান্য সামগ্রী লুঠ করেছে দুষ্কৃতীরা। এ দিকে কিছুদিন আগেই কাটোয়ার জাজিগ্রামে একটি হিমঘরে চুরি হয়। সেই ঘটনার কিনারা হওয়ার আগেই শহরের মধ্যে চুরি হওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এ দিন বিকেলে কাটোয়া মহকুমা ব্যবসায়ী সমিতির একটি প্রতিনিধি দল কাটোয়া থানার ওসি-র সঙ্গে দেখা করে ঘটনার বিহিত চান। পুলিশ জানিয়েছে, শহরের ভিতরে কী ভাবে লুঠ হল, তা নিয়ে ‘সন্দেহ’ রয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।
|
অচৈতন্য অবস্থায় এক মহিলাকে উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার ভোরে পূর্বস্থলীর সমুদ্রগড় হাটখোলাপাড়ার একটি কালভার্টের পাশ থেকে তাঁকে পাওয়া যায়। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ জানিয়েছে, কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই মহিলার এক বার জ্ঞান ফেরে। তাঁর কাছ থেকেই পুলিশ জানতে পারে, ওই মহিলার নাম আজিদা বিবি। বাড়ি মুর্শিদাবাদের কান্দি থানার গোকর্ণ গ্রামে। তবে কী কারণে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়েছে তা জানতে পারেনি পুলিশ। পূর্বস্থলী থানা সূত্রে জানা গিয়েছে, কান্দি থানার সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করে বেশ কিছু তথ্য জানতে চাওয়া হয়েছে।
|
পারিবারিক বিবাদের জেরে খুন হলেন এক বৃদ্ধের। নাম ঝকু দাস (৬০)। বাড়ি কাটোয়া থানার পাঁজোয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেওয়ালে গোবর লেপা নিয়ে দু’টি পরিবারের মধ্যে গোলমাল হয়। তখনই এক পক্ষ ঝকুবাবুর মাথায় বাঁশ দিয়ে আঘাত করে। কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে জানান চিকিৎসকেরা। পুলিশ এক মহিলা-সহ তিন জনকে গ্রেফতার করেছে।
|
বর্ধমান সাহিত্য পরিষদের নতুন কার্যকরী সমিতি হল ২১ জন নিয়ে। সভাপতি রমেনচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কার্যকরী সভাপতি মিহির চৌধুরী কামিল্যা, সাধারণ সম্পাদক হয়েছেন মনিমোহন চৌধুরী। রবিবার হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয়ে সমিতির সভায় ৮১ জন সদস্যের উপস্থিতিতে নতুন সমিতি তৈরি হয়েছে। |