|
|
|
|
বিবাদের জেরে টোল নেওয়া বন্ধ ডেবরায় |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পুরনো কর্মী ও স্থানীয় মানুষের দাবি মানতে না পেরে টোল নেওয়াই বন্ধের সিদ্ধান্ত নিল জাতীয় সড়ক বিভাগ। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের ডেবরা টোল প্লাজার কাছে উত্তেজনাও ছড়ায়। যদিও দ্রুত পুলিশ পৌঁছে যাওয়ায় অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। তবে নতুন সংস্থার হাতে টোল নেওয়ার দায়িত্বভারও তুলে দেওয়া সম্ভব হয়নি। পরিবর্তে জাতীয় সড়ক কর্তৃপক্ষ নোটিস দিয়ে জানিয়ে দেন, আপাতত টোল নেওয়া বন্ধ রাখা হল।
|
|
এমনই বোর্ড ঝুলছে টোলপ্লাজার বাইরে। |
দেশের বিভিন্ন জায়গায় এ রকম অসংখ্য টোল প্লাজা রয়েছে। কিছু দিন আগেই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয়, টোলপ্লাজা থেকে টোল নেওয়ার জন্য প্রকাশ্যে নিলামের ব্যবস্থা করা হবে। যে সংস্থা যত বেশি ডাক দেবে, তাকেই টোল সংগ্রহের দায়িত্ব দেওয়া হবে। এই পদ্ধতিতেই ৬ নম্বর জাতীয় সড়কে ধূলাগড় টোল প্লাজার দায়িত্ব পেয়েছে এনইটি ও ডেবরা টোল প্লাজার দায়িত্ব পেয়েছে আইআরবি নামে দু’টি সংস্থা। মঙ্গলবার এই সংস্থাগুলির হাতে টোলপ্লাজার দায়িত্ব তুলে দেওয়ার কথা ছিল। সেই সংস্থার লোকজনও হাজির হন। এই দায়িত্ব বণ্টনের বিষয়টি আগে থেকেই জানা ছিল পুরনো কর্মী ও স্থানীয় মানুষের। নতুন সংস্থার লোকজন আসার পরই তাঁদের কাছে ডেবরার পুরনো কর্মীরা বিভিন্ন দাবিদাওয়া জানান। বিশেষত, পুরনো কর্মীদেরই কাজে বহাল রাখার দাবি জানানো হয়। অন্য দিকে স্থানীয় মানুষও দাবি করেন, স্থানীয়দের কাজে নিতে হবে। |
|
ডেবরার বন্ধ টোল প্লাজা |
এলাকার বেকার যুবকেরা কাজ পাবেন না, অথচ বাইরের থেকে লোক এসে কাজ করবে, তা হবে না। এই দাবিতে মিছিলও হয়। দু’পক্ষই দু’দিকে মিছিল করে বলে পুলিশ জানিয়েছে। তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অন্য দিকে, কারও দাবিই মেনে নিতে রাজি হয়নি নতুন সংস্থা। জাতীয় সড়ক বিভাগ সূত্রে জানা গিয়েছে, এই পরিস্থিতিতে জোর করে কোনও সংস্থাকে দায়িত্ব দেওয়া হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই আপাতত, টোল নেওয়া বন্ধের নোটিস দিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে তা কার্যকরী করা হবে বলে জাতীয় সড়ক বিভাগ জানিয়েছে। ফলে আপাতত, টোল ছাড়াই যাতায়াত করবে গাড়ি। তাতে দিনে কয়েক লক্ষ টাকা লোকসান হবে বলেও জাতীয় সড়ক বিভাগ সূত্রে জানা গিয়েছে। লোকসান এড়াতে কী ভাবে দ্রুত সমস্যার সমাধান করা যায়, সে বিষয়ে পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন সড়ক বিভাগের কর্তারা। |
ছবি: রামপ্রসাদ সাউ। |
|
|
|
|
|