|
|
|
|
সভা রেশন ডিলারদের |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দাবিদাওয়া নিয়ে আন্দোলনের পথে গিয়েছিল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশন। ডিলারদের দাবি ছিল, গণবণ্টন ব্যবস্থায় উন্নত মানের খাদ্যশস্য সরবরাহ করতে হবে। কমিশনও বৃদ্ধি করতে হবে। না হলে তাঁরা রেশন দোকানের লাইসেন্স প্রত্যাহারেরও হুমকি দিয়েছিলেন। তার পরই অবশ্য খাদ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের বৈঠক হয়। বৈঠক শেষে সুর নরম করেছে সংগঠন। সংগঠনের জেলা সম্পাদক মুকসেদ আলি বলেন, “মন্ত্রীর সঙ্গে আলোচনায় আমরা খুশি। তাই এখনই লাইসেন্স বাতিলের মতো কোনও বিষয় ভাবছি না। ৪ ডিসেম্বর সংগঠনের বৈঠক রয়েছে। সে দিনই পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত হবে। তা ছাড়াও ১০ ডিসেম্বর মন্ত্রী আমাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে দাবিদাওয়া আলোচনারও আশ্বাস দিয়েছেন।”
অন্য দিকে, বিরোধী সংগঠন ‘পশ্চিমবঙ্গ এমআর ডিলার ও কেরোসিন তেল ডিলার জাতীয়তাবাদী সংগঠন’ আবার এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে পথে নেমেছে। সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার মেদিনীপুরে সভা করা হয়। যে সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন এলাকার রেশন ডিলারেরা। এই সংগঠনের অভিযোগ, ৩৪ বছর ধরে বামফ্রন্ট সরকারের আমলে কিছু ডিলার ও নেতা কোটি কোটি টাকা মুনাফা করেছেন কেবলমাত্র চোখ রাঙিয়ে। এ বার নতুন সরকারের আমলে তাঁদের স্বার্থ চরিতার্থ হবে না বুঝে ফের নানা ধরনের হুমকি দিচ্ছেন। জাতীয়তাবাদী সংগঠনটির আহ্বান, কোনও ডিলার লাইসেন্স প্রত্যাহার করবেন না। এই সংগঠনের সভাপতি কাঞ্চন খান বলেন, “এত দিন যারা রক্তচক্ষু দেখিয়ে মুনাফা করেছে তারাই ডিলারদের ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। তাই আমরা ডিলারদের জানাতে চাইছি, ওই ভুল পথে গিয়ে কেউ যেন নিজের পায়ে কুড়ুল না মারেন। গণবণ্টন ব্যবস্থা যাতে কোনও ভাবেই ভেঙে না পড়ে সে জন্য আমরা সরকারের পাশেই থাকব।” |
|
|
|
|
|