টুকরো খবর |
দাঁতন কলেজে বইমেলা শুরু কাল
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
আগামীকাল, ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দাঁতন ভট্টর কলেজের বইমেলা। চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। এই উপলক্ষে কলেজ প্রাঙ্গণে ভাস্কর গৌতম পালের তৈরি রবীন্দ্রনাথের ৯ ফুট উচ্চতার একটি পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা হবে বলে জানান কলেজের অধ্যক্ষ পবিত্র মিশ্র। স্থানীয় প্রকাশকদের পাশপাশি কলকাতার ৩৬টি বই সংস্থা মেলায় আসবে বেল কলেজ সূত্রে জানা গিয়েছে। এ ছাড়াও থাকবে সেমিনার, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২০০৯ সালে এই কলেজে বইমেলা শুরু হয়েছিল। কলেজ সংসদ ছিল সে সময় এসএফআইয়ের দখলে। ২০১০ সালে ছাত্র সংসদ দখল করে তৃণমূল ছাত্র পরিষদ। সে বার কলেজে মেলা করার অনুমতি দেননি কলেজ পরিচালন সমিতির সভাপতি ও সিপিএম সাংসদ পুলিনবিহারী বাস্কে। তাঁর বক্তব্য ছিল, “রাজনৈতিক অস্থিরতা ও মাওবাদী সমস্যায় ব্যস্ত জেলাপুলিশ। আইন-শৃঙ্খলা সামলাতে উপযুক্ত সংখ্যক পুলিশকর্মী পাওয়া যাবে না বলেই মেলার অনুমতি দেওয়া হয়নি।” কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, রাজনৈতিক কারণে মেলা বন্ধ করে দেওয়া হয়েছিল সে বার। প্রসঙ্গত, এ বছর কলেজ পরিচালন সমিতির সভাপতি হয়েছেন তৃণমূলের বিক্রম প্রধান। |
ডিএসও-র বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পঞ্চম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারি চালুর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ডিএসও। মঙ্গলবার মেদিনীপুর শহরের এলআইসি মোড়, স্টেশন রোড, কেরানিতলা-সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ সভা হয়। বক্তব্য রাখেন দীপক পাত্র, মঙ্গল নায়েক, শিউলি মান্না প্রমুখ। ডিএসও’র দাবি, মেধার ভিত্তিতে সরকারি ও সরকার-পোষিত স্কুলে ভর্তির করতে হবে। |
দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জাতীয় সড়কে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ পড়ে থাকায় মঙ্গলবার সকালে চাঞ্চল্য ছড়ায় নারায়ণগড়ে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। স্থানীয়রাই এ দিন সকালে ৬ নম্বর জাতীয় সড়কের উপর দেহটি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে। ব্যক্তির নাম-পরিচয়, কী ভাবেই বা তাঁর মৃত্যু হলতা জানার চেষ্টা করছে পুলিশ। |
কলেজ ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আন্তঃমহাবিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় জয়ী হয়েছে খড়্গপুর কলেজ। সোমবার তারা মেদিনীপুর কলেজকে পরাজিত করে। বিশ্ববিদ্যালয়ের মাঠে এ বারই প্রথম আন্তঃমহাবিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৮টি কলেজ এ বারের প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। |
এনএসএস শিবির |
শেষ হল এনএসএস শিবির। খড়্গপুর গ্রামীণ থানার গোপালীর সালুয়া বোর্ড প্রাথমিক স্কুলে শনিবার খড়্গপুর আইআইটি-র এনএসএস বিভাগের উদ্যোগে এই শিবির শুরু হয়। তিন দিনের ওই শিবিরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। যোগ দেন আইআইটি-র শ’চারেক পড়ুয়া। ছাত্রছাত্রীদের সঙ্গে গ্রামবাসীর মেলবন্ধনের উদ্দেশে শিবিরের আয়োজন বলে এনএসএসের বিভাগীয় প্রধান প্রদীপ ভৌমিক জানান। |
এনএসএস শিবির |
খড়্গপুর বইমেলা কমিটির উদ্যোগে আলোচনাসভা হল সম্প্রতি। সভা শেষে তৈরি হয় নতুন কমিটি। মানস-গৌতম-নারায়ণ চৌবে মেমোরিয়াল ট্রাস্ট পরিচালিত দ্বাদশ বইমেলা শুরু হবে ৮ জানুয়ারি বিদ্যাসাগর আবাসন প্রাঙ্গণে। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। |
স্মরণ অনুষ্ঠান |
তিন বছর আগে মুম্বইয়ে জঙ্গি হানায় নিহতদের স্মরণে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করে খড়্গপুর প্রেস ক্লাব। সাউথসাইড বিদ্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন ক্লাবের সদস্যরা। |
|