l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
মাওবাদী বন্ধের বিরোধিতায় তৃণমূলের মিছিল
নিজস্ব সংবাদদাতা • বলরামপুর
মাওবাদীদের ডাকা দু’দিনের বন্ধের বিরোধিতা করে বলরামপুরে মিছিল করল তৃণমূল। আজ, শনিবার থেকে মাওবাদীরা বন্ধের ডাক দিয়েছে। শুক্রবার বলরামপুর সদরের বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকেরা মিছিল করে বাসিন্দাদের কাছে জনজীবন স্বাভাবিক রাখার আর্জি জানালেন। সেই বলরামপুর, যেখানে চলতি মাসে তিন জন তৃণমূল কর্মীকে মাওবাদীরা খুন করেছে। এ দিন বিকেলে তৃণমূলের শ’দুয়েক কর্মী-সমর্থক বলরামপুরের বাসস্ট্যান্ড থেকে বের হয়ে চকবাজার, স্টেশন রোড, মসজিদ রোড, পুরুলিয়া-জামসেদপুর জাতীয় সড়ক ধরে মিছিল করেন। মিছিলে ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি সৃষ্টিধর মাহাতো, তৃণমূল নেতা তথা জঙ্গলমহল উন্নয়ন বিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি অঘোর হেমব্রম, তৃণমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদক নবেন্দু মাহালি প্রমুখ। সৃষ্টিধরবাবু বলেন, “আতঙ্কের পরিবেশ কাটাতেই আমরা আজ মিছিল করলাম। এর আগেও ওদের ডাকা বন্ধের বিরোধিতায় মানুষের কাছে আহ্বান জানিয়ে সাড়া পেয়েছি। এ বারও তাঁদের কাছে জনজীবন স্বাভাবিক রাখার আর্জি জানিয়েছি।” মিছিলের শেষে চকবাজার মোড়ে বন্ধের বিরোধিতা করে একটি পথসভাও করে তৃণমূল। তৃণমূল নেতাদের দাবি, “মাওবাদীরা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এলাকার কিছু যুবককে ওরা ভুল বুঝিয়ে দলে ভিড়িয়েছিল। তাঁরা ভুল বুঝতে পেরে ফিরে আসছেন। এলাকার মানুষের সাহায্যেই মাওবাদীদের আমরা এলাকা ছাড়া করব।”
বিস্তারিত...
ধর্মঘট তুলে নিল ছাত্র পরিষদ
গৌর আচার্য • কালিয়াগঞ্জ
আদালতে মামলা রুজু করে কালিয়াগঞ্জ কলেজ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট তুলে নিল ছাত্র পরিষদ। শুক্রবার সকালে সংগঠনের তরফে কালিয়াগঞ্জ শহর জুড়ে প্রচার করে ধর্মঘট তুলে নেওয়ার কথা ঘোষণা করা হয়। ধর্মঘট উঠে যাওয়ায় কলেজের স্বাভাবিক পঠনপাঠনের কাজ শুরু হয়েছে। বি.এ. প্রথম বর্ষের সাধারণ বিভাগের পদার্থবিদ্যা বিষয়ে পরীক্ষাও এদিন নির্বিঘ্নে হয়েছে। পাশাপাশি, কলেজ কর্তৃপক্ষ এদিন প্রায় ৩৫০ জন সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিলি করেছেন। আর্থিক অনুদানের পড়ুয়াদের ফর্ম তোলা ও জমা নেওয়ার কাজও নির্বিঘ্নে হয়েছে। তবে, ছাত্র পরিষদের তরফে কলেজ ধর্মঘট তুলে নেওয়া হলেও সাধারন সম্পাদক নির্বাচন বাতিল করে কলেজের ছাত্র সংসদের সাধারন নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার দাবিতে টানা আন্দোলনে নামার কথা ঘোষণা করা হয়েছে। আন্দোলনের কর্মসূচি ঠিক করতে এদিন সকালে কালিয়াগঞ্জের তালতলা এলাকায় বৈঠকে বসেন ছাত্র পরিষদ নেতৃত্ব। ছাত্র পরিষদের কলিয়াগঞ্জ টাউন কমিটির সভাপতি অমিত দেবগুপ্ত বলেন,“সাধারণ সম্পাদক নির্বাচনে অনিয়মের অভিযোগে মামলা শুরু হওয়ায় ও পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে আমরা অনির্দিষ্টকালের কলেজ ধর্মঘট তুলে নিলাম। ১ ডিসেম্বর আদালত রায় ঘোষণা করবে। আমরা সেইদিকে তাকিয়ে রয়েছি। অধ্যক্ষ বেআইনি ভাবে সাধারণ সম্পাদক নির্বাচন করে তৃণমূল ছাত্র পরিষদকে সংসদ উপহার দিয়েছেন। নির্বাচন বাতিল করে ছাত্র সংসদের সাধারণ নির্বাচনের বিঙ্গপ্তি জারি করার দাবিতে শনিবার থেকে আমরা টানা ১ ডিসেম্বর পর্যন্ত দিনভর অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছি।”
বিস্তারিত...
সরকারি মূল্যে ধান কেনায়
গতি নেই, ক্ষোভ কালনায়
নিজস্ব সংবাদদাতা • কালনা
সরকারি নির্ধারিত মূল্যে ধান কেনা শ্লথ গতিতে চলছে অভিযোগ কালনা মহকুমার চাষিদের। অবস্থা এমনই যে, এখনও পর্যন্ত উৎপাদনের ১ শতাংশ ধানও কিনে উঠতে পারেনি চালকলগুলি। তবে মঙ্গলবার থেকে বেনফেড, কনফেড ও অত্যাবশ্যকীয় পণ্য নিগম ধান কিনতে নামলে পরিস্থিতি পাল্টে যেতে পারে। চলতি মরসুমে কালনার চাষিদের কাছে রয়েছে আউশ ও আমন ধান। মহকুমা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, আউশ ও আমন মিলিয়ে এ বার ২ লক্ষ ৭৪ হাজার ৩৯৬ টন ফলন হওয়ার কথা। তার মধ্যে আমনেরই পরিমাণ ২ লক্ষ ৫৬ হাজার ৯১৬ টন। মহকুমার পাঁচটি ব্লক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত চাষিদের কাছ থেকে কলগুলি সব মিলিয়ে মোটে ১১ হাজার কুইন্টাল, অর্থাৎ ১১০০ টন ধান কিনেছে। তার মধ্যে মন্তেশ্বর ব্লকে কেনা হয়েছে ৭ হাজার ৮৮৬ কুইন্টাল ধান। সবচেয়ে পিছিয়ে রয়েছে পূর্বস্থলী ১ ব্লক। সেখানে মাত্র ২৫৩ কুইন্টাল ধান কেনা হয়েছে। বাকি ব্লকগুলির অবস্থাও তথৈবচ। কালনা ১ ব্লকে ৪৯৮ কুইন্টাল, কালনা ২ ব্লকে ১৭৩৬ কুইন্টাল এবং পূর্বস্থলী ২ ব্লকে ৫০৮ কুইন্টাল ধান কেনা হয়েছে। এখনও পর্যন্ত যা ধান কেনা হয়েছে, মোট ফলনের নিরিখে তার পরিমাণ মাত্র ০.৪ শতাংশ। সরকারের ধান কেনার এই ধীর গতির অবশ্য বেশ কয়েকটি কারণ রয়েছে। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেশির ভাগ চাষি জমি থেকে খামারে ধান তুলে নিয়ে এলেও ঝাড়াইয়ের কাজ এখনও বাকি।
বিস্তারিত...
জোর করে খাতা কেড়ে
নেওয়ায় অভিযুক্ত টিএমসিপি
নিজস্ব সংবাদদাতা • হরিপাল
পরীক্ষার হলে ঢুকে ‘গার্ড’ দেওয়া এবং সময় শেষ হওয়ার আগে জোর করে পরীক্ষার্থীদের খাতা কেড়ে নেওয়ার অভিযোগ উঠল টিএমসিপি-র কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে হরিপালের বিবেকানন্দ মহাবিদ্যালয়ে। অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জানান পরীক্ষার্থীরা। হরিপাল থানাতেও লিখিত অভিযোগ করা হয়। কলেজের ছাত্র সংসদে ক্ষমতাসীন টিএমসিপি। তারা অভিযোগ মানেনি। কলেজ সূত্রের খবর, গত ২১ তারিখ থেকে প্রাতর্বিভাগে বিএ দ্বিতীয় বর্ষের ইউনিট পরীক্ষা চলছিল। শুক্রবার ছিল শেষ পরীক্ষা। এ দিন বাংলা এবং এডুকেশন পরীক্ষা ছিল। সকাল সাড়ে ৮টা থেকে সওয়া ৯টা পর্যন্ত বাংলা পরীক্ষা হয়। অভিযোগ, শিক্ষকদের সঙ্গে টিএমসিপি-র কিছু ছেলে ‘গার্ড’ দিতে থাকেন। সকাল সাড়ে ৯টা থেকে আরম্ভ হয় এডুকেশন পরীক্ষা। পরীক্ষাটি শেষ হওয়ার কথা ছিল সকাল সওয়া ১০টায়। কিন্তু, তার প্রায় পঁচিশ মিনিট আগেই ওই ছেলেরা খাতা কেড়ে নেয় বলে পরীক্ষার্থীদের অভিযোগ। তাঁদের দাবি, ওই দলে বহিরাগতেরাও ছিল। খাতা কেড়ে নেওয়া হলেও শিক্ষকেরা বাধা দেননি। উল্টে, পড়ুয়ারা প্রতিবাদ করায় ওই ছেলেরা তাঁদের হুমকি দেয় বলেও অভিযোগ।
বিস্তারিত...
বনগাঁয় অপরাধ বাড়ায় মানুষ দুষছেন পুলিশকেই
সীমান্ত মৈত্র • বনগাঁ
চোরাপথে বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা ঢুকে কখনও বোমা মেরে, গুলি চালিয়ে খুন, ডাকাতি করে ফের বাংলদেশে পালিয়ে যাচ্ছে। কখনও শহরের মধ্যে দুষ্কৃতীরা পুলিশ কর্মীকে গুলি করে খুন করছে। পাশপাশি একের পর এক চুরি-ডাকাতি লেগেই রয়েছে। কখনও সোনার দোকানে, কখনও মন্দিরের তালা ভেঙে চলছে লুঠপাট। খোদ পুরপ্রধানের বাড়ির মধ্যে মন্দিরে ঢুকে বিগ্রহের সোনার অলঙ্কার চুরির ঘটনা ঘটেছে। ভীষণভাবে বেড়ে গিয়েছে মোটরবাইক চুরি। পর পর কয়েকটি ঘটনা ঘটায় কেপমারদের আতঙ্কে অনেকে ব্যাঙ্ক থেকে বেশি টাকা তুলতে ভয় পাচ্ছেন। সব মিলিয়ে গত মাস ছয়েকের মধ্যে উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমায় এমন সব ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জনমানসে। স্বাভাবিক ভাবেই আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে পুলিশি নিষ্ক্রিয়তার দিকে আঙুল তুলেছেন সীমান্তবর্তী এই শহরের বাসিন্দারা। দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্কিত মহকুমার ব্যবসায়ীরা কিছুদিন আগে এ নিয়ে পুলিশ-প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন। কিন্তু অবস্থার যে হেরফের হয়নি, তা গত রবিবার বনগাঁ ১ নম্বর রেলগেটের কাছে দুষ্কৃতীদের গুলিতে পুলিশকর্মী তপন ওরফে খোকা ঘোষের মৃত্যুর ঘটনায় দেখা গিয়েছে। বনগাঁর মানুষের দাবি, আইন শৃঙ্খলার এমন অবনতি বহুদিন দেখা যায়নি। এ ব্যাপারে কি বলছে পুলিশ?
বিস্তারিত...
জেলায় আইন অমান্য বামেদের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর ও তমলুক
রাজ্যে ‘লাগামহীন’ সন্ত্রাস এবং কেন্দ্রীয় সরকারের দুর্নীতির প্রতিবাদে এবং মূল্যবৃদ্ধি রদ-সহ বেশ কয়েক দফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার মেদিনীপুর ও তমলুকদুই মেদিনীপুরের জেলাসদরে জেলাশাসকের অফিসের সামনে ‘আইন অমান্য’ করল জেলা বামফ্রন্ট। পশ্চিমে নেতৃত্বে ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক তথা সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকার, সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষ রাণা-সহ অন্য ফ্রন্ট নেতারা। পূর্বে নেতৃত্ব দেন জেলা সিপিএম সম্পাদক কানু সাহু, প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ, সিপিআইয়ের নিরঞ্জন ঘড়া, আরএসপি-র অমৃত মাইতি, ফরওয়ার্ড ব্লকের গোপাল মাইতি, সোশ্যালিস্ট পার্টির রঞ্জিত মান্না প্রমুখ। এই ‘আইন অমান্য’ কর্মসূচি ঘিরে এ দিন সকাল থেকে কালেক্টরেট মোড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। বামেদের মিছিলের গতিরোধ করা হয় সেখানেই। তমলুকে বহু দিন পরে ভাল রকম জমায়েত করে বামেরা। হাজার পাঁচেক বামপন্থী কর্মী-সমর্থক জমায়েতে সামিল হন। এক হাজার কর্মী-সমর্থক প্রতীকী গ্রেফতার বরণ করেন। একদা ‘লালদুর্গ’ পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বিধানসভা ভোটের পরে প্রভাব বেড়েছে তৃণমূলের। সিপিএম-সিপিআইয়ের কর্মী-সমর্থকদের একটা অংশও সুযোগ বুঝে কিংবা নতুন শাসকদলের হুমকির জেরে যোগ দিয়েছে তৃণমূলে। গড়বেতা, কেশপুরের মতো এলাকাতেও এখন সিপিএমের প্রভাব তলানিতে।
বিস্তারিত...
এক নজরে...
•
সন্ত্রাসে কি
যতি পড়বে...
•
পটুয়াজীবনে নতুন
রঙ পিংলার নয়ায়
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
মালদায় জখম
৫ তৃণমূল কর্মী
ভুল কবুল সম্মেলনে
দক্ষিণবঙ্গ
আর্থিক দুর্নীতির
অভিযোগে সাসপেন্ড
গড়ে ওঠেনি নিকাশি,
মমতার দ্বারস্থ বাসিন্দারা
বর্ধমান
হস্টেল গড়তে জমি
দান নিরক্ষর চাষির
এ বছরেই শেষ হবে
আরবান হাটের কাজ
পুরুলিয়া
জাতীয় সড়কেফের
গর্ত, প্রশ্নকাজের মানে
অর্থ নেই, বন্ধ কলেজ
নির্মাণের কাজ
মুর্শিদাবাদ
বহরমপুরে ফের কংগ্রেস
তৃণমূল হাতাহাতি
নবদ্বীপের উন্নয়নে রাস্তার
দখল ছাড়ছেন হকারেরাও
মেদিনীপুর
সম্মেলন ছেড়ে যাওয়ার
নজিরও এ বার সিপিএমে
কলকাতা
৩১.২/১৮.৫
আজকের দিনে
•
মঙ্গোলিয়ার স্বাধীনতা দিবস।
• ১৯৫৪:
এলটিটিই নেতা
প্রভাকরনের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
কোস্টা রিকার মতো একটা ছোট্ট দেশ ঘুরতে গিয়ে সেখানকার স্থানীয় খাদ্য সম্ভারের দিকে তাকালে অবাক হয়ে যেতে হয়!
‘খানাতল্লাশি’
তে এ বার সেই আশ্চর্য খাদ্য ভাণ্ডারের হদিশ। সঙ্গে বাঙালির আদরের শীত-খাবার ‘পিঠে’ হাজির
‘আপনার রান্নঘর’
-এ। মাঝমাসের হাওয়াবদলে অন্য খবরের ডালি সাজিয়ে রইল
‘সংবাদের হাওয়াবদল’
।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.