উত্তরবঙ্গ |
ধর্মঘট তুলে নিল ছাত্র পরিষদ |
|
গৌর আচার্য, কালিয়াগঞ্জ: আদালতে মামলা রুজু করে কালিয়াগঞ্জ কলেজ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট তুলে নিল ছাত্র পরিষদ। শুক্রবার সকালে সংগঠনের তরফে কালিয়াগঞ্জ শহর জুড়ে প্রচার করে ধর্মঘট তুলে নেওয়ার কথা ঘোষণা করা হয়। ধর্মঘট উঠে যাওয়ায় কলেজের স্বাভাবিক পঠনপাঠনের কাজ শুরু হয়েছে। বি.এ. প্রথম বর্ষের সাধারণ বিভাগের পদার্থবিদ্যা বিষয়ে পরীক্ষাও এদিন নির্বিঘ্নে হয়েছে। |
|
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: দলের লোকাল সম্মেলনের প্রতিবেদনে শরিক ফরওয়ার্ড ব্লকের যে সমালোচনা করা হয়েছে তা জেলা কমিটি অনুমোদন করছে না বলে জানাল কোচবিহার সিপিএম। শুক্রবার কোচবিহারে নিজেদের জেলা দফতরে সিপিএম নেতাদের সঙ্গে প্রায় দু ঘণ্টা দ্বিপাক্ষিক বৈঠক হয় ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের। তার পরে ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক উদয়ন গুহ, বিধায়ক পরেশ অধিকারীকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন সিপিএমের জেলা সম্পাদক চণ্ডী পাল এবং প্রাক্তন মন্ত্রী দীনেশ ডাকুয়া। |
প্রতিবেদনের কথা দলের নয়,
বললেন জেলা নেতৃত্ব |
|
মালদায় জখম ৫ তৃণমূল কর্মী |
বেহাল পড়ে সেতু, ক্ষোভ |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
ভুল কবুল সম্মেলনে |
কৌশিক চৌধুরী, শিলিগুড়ি: পাহাড় সমস্যা দীর্ঘদিন ঝুলিয়ে রাখার জন্যই বাম সরকার এবং দল সম্পর্কে
মানুষের কাছে ভুল বার্তা গিয়েছে বলে মনে করছে সিপিএমের শিলিগুড়ি জোনাল কমিটি। বুধবার দলের
শিলিগুড়ি জোনাল কমিটির সম্মেলনে বিষয়টি নেতারা স্বীকার করেছেন। দলীয় সূত্রের খবর, সম্পাদকীয়
প্রতিবেদনেও খোলাখুলি তা কবুল করা হয়েছে। সিপিএমের এক জোনাল নেতা বলেছেন, “পাহাড় সমস্যা
নিয়ে বামফ্রন্ট সরকারের দীর্ঘসূত্রিতার জন্য সমতলের মানুষ, বিশেষ করে বাংলাভাষিরা বামফ্রন্ট
সম্পর্কে ভুল বোঝে। এতে দলের অনেক ক্ষতি হয়েছে। নেপালি ভাষিরা সিপিএম থেকে দূরে সরেছে।
অন্য ভাষাভাষীরা সিপিএমের প্রতি বিভ্রান্ত হয়ে দূরে সরে গিয়েছে। জেলার পঞ্চায়েত, পুরসভা
ও বিধানসভা নির্বাচনে দলের খারাপ ফল এর অন্যতম কারণ।” |
|
তবু অবাধ তেলের চোরাকারবার |
|
টুকরো খবর |
সংস্কৃতি যেখানে যেমন |
|
চিত্র সংবাদ |
|
|