দুর্গা বন্দনা দিয়ে শুরু। রবীন্দ্র নৃত্যনাট্য চণ্ডালিকা দিয়ে সমাপ্তি। সব মিলিয়ে শ্রোতা-দর্শকদের মন কেড়েছে হাকিমপাড়ার নৃত্য ছন্দম-এর বার্ষিক সমাবর্তন উৎসব। ৬ নভেম্বর শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে হাকিমপাড়ার ওই নাচের শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক সমাবর্তন উৎসব হয়েছে। ১০ বছরে পা দেওয়া সংস্থার অনুষ্ঠানের শুরু হয় দুর্গা বন্দনা দিয়ে। উদ্বোধন পর্বে মঞ্চে অতিথি হিসেবে ছিলেন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৈত্রেয়ী চক্রবর্তী, আকাশবাণী শিলিগুড়ির প্রাক্তন অধিকর্তা শ্রীপদ দাস ও নৃত্যশিল্পী সঙ্গীতা চাকী। মূল পর্বের অনুষ্ঠানে ত্রিতালে কত্থক, ভারত নাট্যম, ঠুংরি, লোকনৃত্য, আধুনিক নৃত্য পরিবেশিত হয়। অংশগ্রহণে ছিলেন বিদিশা বিশ্বাস, শ্রাবণী চক্রবর্তী, রিয়া বিশ্বাস, লিন্ডা গাঙ্গুলি, জাগৃতি বল, শ্রেয়া বসু, রিজা দত্ত, মধুমিতা দাস, স্নেহা দাস ও সপ্তপর্ণা রায়। তার পরে রবীন্দ্রনাথের চণ্ডালিকার একটি অংশ পরিবেশিত হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নৃত্য ছন্দমের কর্ণধার সুতপা রায়।
|
সম্প্রতি শিলিগুড়ির মিত্র সম্মিলনী মঞ্চে বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুধীন দাশগুপ্তের প্রতি শ্রদ্ধা জানাতে সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে ‘গীতাঞ্জলি’। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সঙ্গীত শিল্পী সুজাতা সরকার। সেখানে উপস্থিত ছিলেন সত্যজিৎ মুখোপাধ্যায়, পরিতোষ চক্রবর্তী ও বাসু সরকার। ‘স্বর্ণঝরা সূর্য রঙে আকাশ যে ওই রাঙল রে’ গানের মধ্যে দিয়েই অনুষ্ঠান শুরু করেন অভ্রাংশু সরকার ও সোমদ্যূতি দাস। তার পরে সুধীন দাশগুপ্তের কথা ও সুরে গান করেন সুজাতা দেবী। অনুষ্ঠানে একমাত্র শিশু শিল্পী ছিলেন তনুস্মিতা ঘোষ। বাকি শিল্পীরা হলেন, জরি দে, পাঞ্চালী চক্রবর্তী, শিপ্রা সরকার, সুব্রত দাস, নমিতা ধারা, রাজীব ভট্টাচার্য, বনশ্রী রায়, চঞ্চল চক্রবর্তী, প্রতীক্ষা ঘোষ, দেবপ্রতিম চক্রবর্তী। জরি দে ও সত্যজিৎ মুখোপাধ্যায়ের গাওয়া ‘কে প্রথম কাছে এসেছি’ শ্রোতাদের অনেককেই মুগ্ধ করেছে। তবলায় ছিলেন পল্টু সাহা ও রূপম সরকার, গিটারে নিলয় মিত্র ও পারকার্সনে সুমন্ত দত্ত।
|
১৫ই নভেম্বর বিরসা মুন্ডার ১৩৬ তম জন্মজয়ন্তী পালন করল বীর বিরসা মুন্ডা জয়ন্তী উৎসব কমিটি। কালচিনি ব্লকের সাঁতালি মাঠে আলিপুরদুয়ারের সাংসদ মনোহর তিরকি বিরাসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করার পর অনুষ্ঠান শুরু হয়। কালচিনি থানা মাঠে তিন দিন ব্যাপী জনজাতির এক সংস্কৃতিক অনুষ্ঠানও হয়।
|
শিলিগুড়ির সিটি সেন্টারে আমেরিকান সেন্টারের উদ্যোগে আয়োজিত স্কুল ছাত্রছাত্রীদের ছবির প্রদর্শনী ঘুরে দেখছেন সংস্থার ডেপুটি ডিরেক্টর স্কট হার্টম্যান।
|