টুকরো খবর |
পড়ে জখম প্রাক্তন মন্ত্রী |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
আইন অমান্য আন্দোলনের সময়ে পুলিশের ব্যাড়িকেড ভেঙে ঢুকতে গিয়ে দলীয় কর্মীদের ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী সহ কয়েকজন বাম নেতা। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের জেলাশাসকের দফতরের সামনে। বিশ্বনাথবাবুর ধুতি ছিঁড়ে যায়। মাটিতে পড়ে হাত পা ছড়ে যায় বেশ কয়েকজন বাম নেতার। পুলিশের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ তুলে সরব হন সিপিএমের জেলা সম্পাদক মানবেশ চৌধুরী। তবে কিছুক্ষণ পরে অবশ্য প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথবাবু বলেন, “পুলিসের এতে কোনও দোষ নেই। কর্মীরা উত্তেজিত হয়ে পিছন থেকে ধাক্কা দেওয়ায় টাল সামলাতে না-পেরে মাটিতে পড়ে যাই। সিপিএম নেতা হীরেন সাহা না থাকলে বড় ধরণের বিপদে পড়তাম।” অতিরিক্ত পুলিশ সুপার জেমস কুজুর বলেন, “পুলিশ আগাগোড়াই মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলেছে।” লাগামছাড়া মূল্যবৃদ্ধি, পেট্রোপণ্যের আকাশছোঁয়া দাম, কেন্দ্রীয় সরকারের দূর্নীতির প্রতিবাদে এবং ফসলের ঠিক দাম সহ ৬ দফা দাবিতে এদিন জেলা বামফ্রন্টের ডাকে জেলাশাসকের দপ্তরের সামনে আইন অমান্য আন্দোলনে জড়ো হন বাম নেতা-কর্মীরা। মঞ্চ বেঁধে সিপিএম এবং আরএসপির জেলা নেতৃত্ব সহ দুই প্রাক্তন বাম মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী ও নারায়ণ বিশ্বাস বক্ততা দেন। বিক্ষোভ সমাবেশ থেকে নেতা-কর্মীরা মিছিল করে জেলাশাসকের দপ্তরে ঢোকার চেষ্টা করেন। ওই সময় প্রাক্তন মন্ত্রী নারায়ণবাবু স্লোগান দিতে থাকলে কর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা দেখা দেয়। সেই সময়ে ধুতি ছিঁড়ে মাটিতে পড়ে যান বিশ্বনাথবাবু। তাঁকে কোনমতে উদ্ধার করে আনা হয় জেলা প্রেস ক্লাবে। সেখানে জল দিয়ে তাঁকে সুস্থ করে তোলা হয়।
|
অচল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
|
ছবি: বিশ্বরূপ বসাক। |
কর্মচারি সমিতির আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। গত ৯ নভেম্বর থেকে একাধিক দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে সংগঠনের পক্ষ থেকে। শুক্রবার অবস্থান ১৮ দিনেও পড়লে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কোনও ব্যবস্থা হয়নি বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, স্বাভাবিক কাজকর্ম বাদ দিয়ে কর্মচারীদের অধিকাংশ সকাল থেকে অবস্থান শুরু করায় বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগে কাজকর্ম বন্ধ হয়ে থাকে। সমিতির পক্ষে অবশ্য দাবি করা হয়েছে, জরুরি পরিষেবা যেমন জল, বিদ্যুৎ, ছাত্রছাত্রীদের মাইগ্রেশন করার জন্য ক্যাশ কাউন্টার খোলা রাখা হয়েছে। এ ছাড়াও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কোনও কাজ বন্ধ রাখা হয়নি বলে তারা দাবি করেছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মচারি সমিতির সম্পাদক দেবীপ্রসাদ বুট জানান, গত মাচ মার্সে কর্মসমিতির বৈঠকে কর্মচারিদের নিয়ে কিছু সিদ্ধান্ত হলেও তা এখনও কার্যকর করা হয়নি। মৃতের পোষ্যদের চাকরি আটকে রয়েছে। মেসের কর্মীদের একদিনের বদলে দু’দিনের ছুটির সিদ্ধান্ত হলেও তা কার্যকর হয়নি। তাঁর অভিযোগ, একটি কোয়ার্টার খালি পড়ে থাকলেও কর্মীদের ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। গত ১১ নভেম্বর উপাচার্য কর্মসমিতির সঙ্গে বিষয়গুলি নিয়ে আলোচনা করে রোস্টার কমিটি, স্ট্যাণ্ডিং কমিটি, কর্ম সমিতির বৈঠক করার কথা জানান। কিন্তু একটিু বৈঠকও হয়নি। তিনি বলেন, “দাবি না পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।” আন্দোলনে সমস্ত সমস্যা মেটাতে প্রয়োজনীয় পদক্ষেপ করা যাচ্ছে না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি।
|
গুলি, কুপিয়ে খুন যুবককে |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
মোটর বাইকে তেল ভরে বাড়ি ফেরার পথে এক যুবককে গুলি করে কুপিয়ে খুন করে পালাল দুষ্কৃতীরা। শুক্রবার বেলা ১১টা নাগাদ রায়গঞ্জ থানার দেবিনগর পার্ক সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম জয়ন্ত সাহা ওরফে ট্যাঙ্কা (২৮)। তাঁর বাড়ি রায়গঞ্জের বন্দর এলাকায়। পেশায় ঠিকাদার ওই যুবক কসবা এলাকার একটি পেট্রল পাম্প থেকে মোটরবাইকে তেল ভরে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় দেবীনগর পার্ক সংলগ্ন এলাকায় একদল দুস্কৃতী তাকে আটক করে পর পর দুইটি গুলি করে। তার পরে তাঁকে কুপিয়ে খুন করে পালিয়ে যায়। বাসিন্দারা এরপর মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, দুস্কৃতীরা ওই যুবকের কপালে ও বুকে গুলি করেছে। তার পীঠে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছ। রায়গঞ্জের ডি এস ফি (সদর) অম্লান ঘোষ বলেন, “হতের নামে রায়গঞ্জ থানায় সমাজবিরোধী কাজের অভিয়োগ রয়েছে।
|
২ ডিসেম্বর মালদহে মমতা, উন্নয়নে গুচ্ছ-প্রস্তাব মন্ত্রীর |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
২ ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মালদহে সরকারি সফরে আসছেন। তাই জেলার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর কাছে একগুচ্ছ প্রস্তাব তুলে দেবেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী সাবিত্রী মিত্র। ইতিমধ্যে সেই প্রস্তাবের খসড়া তৈরি করে ফেলেছেন মন্ত্রী সাবিত্রী মিত্র। বৃহস্পতিবার সকালে মালদহ শহরের সদর ঘাটের বাড়িতে বসে মন্ত্রী সাবিত্রী মিত্র বলেন, “২ তারিখে মুখ্যমন্ত্রী বেলা ১২টা নাগাদ প্রথম গঙ্গারামপুরে বৈঠক করবেন। এর পর দুপুর ৩ টায় বুনিয়াদপুরে বৈঠক করবেন।” পরে সন্ধ্যা ৬টা মালদহে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পরই জেলার উন্নয়নের প্রস্তাবগুলি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে। সাবিত্রী দেবী বলেন, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আদলে মালদহে একটি মুসলিম বিশ্ববিদ্যালয় গড়ার পাশাপাশি, কেবলমাত্র মুসলিম মহিলাদের জন্য সংরক্ষিত সুজাপুর কিংবা কালিয়াচকে যেখানে জমি পাওয়া যাবে সেখানে একটি মহিলা কলেজ, একটি আইন কলেজ গড়ে তোলার প্রস্তাব দেওয়া হবে।” মন্ত্রী জানান, সাদুল্লাপুর মহাশ্মশান লাগোয়া মরা গঙ্গা নদীটি দীঘর্দিন ধরে সংস্কার না হওয়ায় মজে গিয়েছে। অথচ ওই নদীর সঙ্গে গোটা জেলার হিন্দু সমাজের আবেগ জড়িয়ে রয়েছে। ওই মরা গঙ্গা নদীর সংস্কার একান্ত জরুরি। সে জন্য ওই মরা গঙ্গা নদী থেকে মাটি তুলে ও গঙ্গার কাছে একটি লকগেট করে তা সংস্কার করা প্রস্তাব দেওয়া হবে।
|
হেনস্থার অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
কাজ করতে গিয়ে হেনস্থার মুখে পড়েছেন বলে অভিযোগ করে রাজ্যপালের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অসিত দাস। বৃহস্পতিবার কোচবিহারের পুণ্ডিবাড়িতে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের সঙ্গে বাদানুবাদের জেরে বিক্ষোভের মুখে তিনি পড়েন। ওই দিন সন্ধ্যা থেকে আন্দোলনকারীদের চাপে রাত পর্যন্ত কনকনে ঠান্ডার মধ্যে উপাচার্য মাটির রাস্তার উপর বসিয়ে রাখা হয় বলেও অভিযোগ। গত কয়েকমাস ধরে এমন হেনস্থার মুখে বারবার পড়তে হলেও গত বৃহস্পতিবারের ঘটনায় যথেষ্ট বিরক্ত উপাচার্য। গোটা পরিস্থিতির কথা আচার্য তথা রাজ্যপালকে জানানোর সিদ্ধান্ত নেন তিনি। উপাচার্য অসিত দাস বলেন, “মাঝেমধ্যেই নানা ঘটনা সামনে এনে ঘেরাও, হেনস্থা, অশালীন মন্তব্য করা হচ্ছে। বিভিন্ন দাবি নিয়ে কথা বলতে রাজি হওয়ার পরেও রাত ১১টা অবধি জোর করে রাস্তায় বসে থাকতে হয়। সব কিছু রাজ্যপাল এবং রৃষিমন্ত্রীকে চিঠি দিচ্ছি।” বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, সম্প্রতি দ্বিতীয় বর্ষের সেমিস্টার পরীক্ষায় গরহাজির ছাত্রছাত্রীদের মাথাপিছু এক হাজার টাকা জরিমানা করেন কর্তৃপক্ষ। ওই জরিমানা মুকুব, ছাত্র সংসদের নির্বাচন ঘোষণা, সংসদের খরচ অডিটের দাবিতে তৃণমূল ছাত্র পরিষদ উপাচার্যকে স্মারকলিপি দেয়। উপাচার্য সাতদিন সময়ের আশ্বাস দিলেও কাজ হয়নি বলে ছাত্রছাত্রীদের অভিযোগ। গত বৃহস্পতিবার তাঁরা বিষয়টি নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করতে গিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন।
|
উদ্ধার বালিকা |
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
ইসলামপুরের নিষিদ্ধ পল্লি থেকে অসমের এক নাবালিকাকে উদ্ধার করল ইসলামপুর পুলিশ। বৃহস্পতিবার স্থানীয় চম্পাবাগ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ওই নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে এসে ওই নিষিদ্ধপল্লি এলাকায় বিক্রি করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ এক মহিলা সহ ৪ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ধৃতরা সকলেই ইসলামপুর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, অসমের বাসিন্দা ওই নাবালিকা গত ১৪ অক্টোবর থেকে নিখোঁজ ছিল। তার পরিবার থেকে অসমের একটি থানায় নিখোঁজের ডায়েরিও করা হয়েছিল। দু’দিন আগে মেয়েটির বাবা জানতে পারেন, তাঁর মেয়ে ইসলামপুরে রয়েছে। তা জানার তিনি অসম থেকে ইসলামপুরে যান। ইসলামপুর পুলিশের সঙ্গে দেখা করেন। লিখিত অভিযোগ করেন। পুলিশ অভিযোগ পেয়ে ওই নিষিদ্ধ এলাকা মেয়েটিকে উদ্ধার করে। ইসলামপুরের এসডিপিও ইন্দ্র চক্রবর্তী বলেন, “ঘটনার তদন্ত চলছে।”
|
নতুন সম্পাদক |
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা |
সিপিএমকে খুশি করতে দিনহাটার নাজিরহাট হরকুমারি হাইস্কুল পরিচালন সমিতির সম্পাদককে সরিয়ে দিচ্ছে ফরওয়ার্ড ব্লক। বৃহস্পতিবার ফরওয়ার্ড ব্লক সমর্থিত অরুণ সরকার ওই স্কুল পরিচালন সমিতির সম্পাদক নির্বাচিত হন। সিপিএমের জেলা সম্পাদমণ্ডলীর সদস্য বেণুবাদল চক্রবর্তী বলেন, “বামফ্রন্টের সিদ্ধান্ত মতো সম্পাদক আমাদের প্রার্থী হবেন ঠিক হয়েছিল। কমিটি গঠনের সময় তা উল্টে দেওয়া হয়।” ফব জেলা সম্পাদক উদয়ন গুহ বলেন, “ভুল বোঝাবুঝি হয়েছে। অরুণ সরকারকে পদত্যাগ করতে বলা হবে।” সিপিএমের ৩ জন, ফব’র ২ জন, আরএসপির ১ জন পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হন। পঞ্চায়েত সমিতির প্রতিনিধিকে নিয়ে ফরওয়ার্ড ব্লক ৪-৩ ভোটে সিপিএমকে হারিয়ে অরুণ বাবুকে সম্পাদক করেন। একইভাবে আরএসপি’র আক্কেল আলি সরকার সভাপতি হন। এর পরেই বিষয়টি নিয়ে সরব হয় সিপিএম। এদিন সিদ্ধান্ত বদলের কথা জানায় ফব। স্কুলের প্রধানশিক্ষক, শিক্ষা দফতরের প্রতিনিধি সহ ৪ শিক্ষক প্রতিনিধি কমিটি গঠনে অংশ নেননি।
|
উদ্যোগী রাজ্য |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
রায়গঞ্জে নির্মীয়মাণ রবীন্দ্রভবনের কাজ দ্রুত শেষ করার ব্যাপারে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। শুক্রবার রায়গঞ্জের কর্ণজোড়ায় মাল্টিপারপাস হলে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান রাজ্য বিধানসভার অর্থ, আবগারি, পৌর-নগরোন্নয়ন, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ ও পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জটু লাহিড়ী। চেয়ারম্যানের নেতৃত্বে এদিন স্ট্যান্ডিং কমিটির এক প্রতিনিধি দল উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের আধিকারিক ও জেলার বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। ১৯৯৮ সালে রবীন্দ্রভবন নির্মাণের কাজ শুরু হয়।
|
বন্ধ দফতর, তদন্ত |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
চার দিন বালুরঘাটের জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের যুগ্ম অধিকর্তার অফিস বন্ধ থাকার অভিযোগ উঠেছে। শুক্রবার বিষয়টি জানাজানি হলে খোঁজখবর শুরু হয়। অতিরিক্ত জেলাশাসক নারায়ণ সরকার বলেন, “চারদিন ধরে ওই অফিসটি বন্ধ। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।” বালুরঘাট শহরের রঘুনাথপুর এলাকায় জেলা কর্মসংস্থান কেন্দ্রের যুগ্ম অধিকর্তার দফতরে এদিন গিয়ে দেখা গেল, তালা বন্ধ অফিসের সামনে বসে এক কর্মী।
|
পঠনপাঠন বন্ধ প্রাথমিক স্কুলে |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
শিক্ষকের অভাবে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর গোকর্ণ অঞ্চলের মুসকিপুর প্রাথমিক স্কুলের পঠনপাঠন শিকেয় উঠেছে। দুই শিক্ষক বিশিষ্ট এই স্কুলে প্রধান শিক্ষক অসুস্থতার জন্য দেড় বছর ধরে স্কুলে অনুপস্থিত। মাত্র একজন শিক্ষকের পক্ষে স্কুলের মিড ডে মিল থেকে পঠনপাঠন চালানো অসম্ভব হয়ে উঠেছে। দিন দিন পড়ুয়া সংখ্যা কমছে। বর্তমানে ছাত্র সংখ্যা মাত্র ৪৫ জন। অভিভাবকদের অভিযোগ, কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি।
|
মাদক আটক |
কোচবিহার থেকে ধুবুরিগামী একটি বেসরকারি বাসে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে নেশার ট্যাবলেট ও কাশির ওষুধ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকালে ধুবুরি শহর লাগোয়া ধুবুরি-গৌরীপুর রাস্তায় নতুন পেট্রোল পাম্পের সামনে ঘটনাটি ঘটেছে। ধৃতের নাম মোস্তাফা হক খন্দকার। বাড়ি ধুবুরি শহরের বিদ্যাপাড়া এলাকায়। তল্লাশি চালিয়ে ধৃতের কাছ ১৫০ বোতল কফসিরাপ ৫ শতাধিক নেশার ট্যাবলেট উদ্ধার হয়েছে। ধৃত ব্যক্তি একজন মাদক পাচারকারী বলে পুলিশ জানিয়েছে।
|
দেহউদ্ধার |
দু’টি এলাকা থেকে দুই তরুণের দেহ উদ্ধার করেছে ইসলামপুর পুলিশ। শুক্রবার গাইসাল এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে অজ্ঞাতপরিচয় ওই তরুণের এবং রামগঞ্জ এলাকা থেকেও আর এক তরুণের দেহ উদ্ধার হয়েছে। বয়স আনুমানিক ২০ বছর। এ দিন সকালে রাস্তার পাশে দেহটি দুটি দেখে বাসিন্দারা পুলিশে খবর দেন। রামগঞ্জ থেকে উদ্ধার দেহটি গোপাল ওঁরাওয়ের (১৭)।
|
৫ দোকানে চুরি |
৫টি দোকানের তালা ভেঙে টাকা হাতিয়ে ক্যাশবাক্সে আগুন দিয়ে চম্পট দিল একদল দুষ্কৃতী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির রাজারহাটে। |
|