সরকারি মূল্যে ধান কেনায় গতি নেই, ক্ষোভ কালনায়
রকারি নির্ধারিত মূল্যে ধান কেনা শ্লথ গতিতে চলছে অভিযোগ কালনা মহকুমার চাষিদের। অবস্থা এমনই যে, এখনও পর্যন্ত উৎপাদনের ১ শতাংশ ধানও কিনে উঠতে পারেনি চালকলগুলি। তবে মঙ্গলবার থেকে বেনফেড, কনফেড ও অত্যাবশ্যকীয় পণ্য নিগম ধান কিনতে নামলে পরিস্থিতি পাল্টে যেতে পারে।
চলতি মরসুমে কালনার চাষিদের কাছে রয়েছে আউশ ও আমন ধান। মহকুমা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, আউশ ও আমন মিলিয়ে এ বার ২ লক্ষ ৭৪ হাজার ৩৯৬ টন ফলন হওয়ার কথা। তার মধ্যে আমনেরই পরিমাণ ২ লক্ষ ৫৬ হাজার ৯১৬ টন। মহকুমার পাঁচটি ব্লক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত চাষিদের কাছ থেকে কলগুলি সব মিলিয়ে মোটে ১১ হাজার কুইন্টাল, অর্থাৎ ১১০০ টন ধান কিনেছে। তার মধ্যে মন্তেশ্বর ব্লকে কেনা হয়েছে ৭ হাজার ৮৮৬ কুইন্টাল ধান। সবচেয়ে পিছিয়ে রয়েছে পূর্বস্থলী ১ ব্লক। সেখানে মাত্র ২৫৩ কুইন্টাল ধান কেনা হয়েছে। বাকি ব্লকগুলির অবস্থাও তথৈবচ। কালনা ১ ব্লকে ৪৯৮ কুইন্টাল, কালনা ২ ব্লকে ১৭৩৬ কুইন্টাল এবং পূর্বস্থলী ২ ব্লকে ৫০৮ কুইন্টাল ধান কেনা হয়েছে। এখনও পর্যন্ত যা ধান কেনা হয়েছে, মোট ফলনের নিরিখে তার পরিমাণ মাত্র ০.৪ শতাংশ।
নিজস্ব চিত্র।
সরকারের ধান কেনার এই ধীর গতির অবশ্য বেশ কয়েকটি কারণ রয়েছে। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেশির ভাগ চাষি জমি থেকে খামারে ধান তুলে নিয়ে এলেও ঝাড়াইয়ের কাজ এখনও বাকি। এই সময়ে তাঁরা ব্যস্ত আলু-সহ বিভিন্ন রবিশস্য চাষে। ফলে অনেকেই ধান নিয়ে চালকল-মুখো হতে পারেননি। উৎপাদনের নিরিখে চালকলের সংখ্যাও যথেষ্ট কম। মহকুমায় মোট চালকলের সংখ্যা মাত্র ১৭। এর মধ্যে মন্তেশ্বর এবং কালনা ১ ব্লকে রয়েছে ৬টি করে চালকল। পূর্বস্থলী ১ ব্লকে রয়েছে ২টি, পূর্বস্থলী ২ ব্লকে ৩টি। প্রচুর ধানের চাষ হলেও কালনা ২ ব্লকে একটিও চালকল নেই যেটি ধান কিনতে পারে।
চালকলগুলির অবস্থানের কারণেও সমস্যা বেড়েছে। কালনা ১ ব্লকের সব ক’টি চালকলই শহর ও তার আশপাশে। ফলে দূরবর্তী গ্রামগুলি থেকে ধান আনতে সমস্যায় পড়েছেন চাষিরা। গাড়িভাড়া এ ক্ষেত্রে বড় সমস্যা। একই ভাবে কালনা ২ ব্লকে চালকল না থাকায় দূরের গ্রামগুলির ভরসা এই শহরের চালকলগুলিই। সমস্যা আরও আছে। সরকারি ভাবে ধান কেনা হচ্ছে বলে প্রচার থাকলেও প্রত্যন্ত গ্রামের চাষিদের অনেকেই জানেন না যে কোথায়, কী ভাবে ধান কেনা হবে। তা নিয়ে কোনও প্রচার নেই। ফলে এ নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে। কালনার সুলতানপুর পঞ্চায়েত এলাকার ধানচাষি মহিম শেখ যেমন বলেন, “শুনেছি, সরকারি ভাবে চালকলের মাধ্যমে ধান কেনা হচ্ছে। কিন্তু ঠিক কোথায়, কী ভাবে ধান নিয়ে গেলে বিক্রি করতে পারব, তা জানি না।” উৎপাদনের নিরিখে মহকুমায় চালকলের সংখ্যা কম থাকার কথা স্বীকার করেছে মহকুমা প্রশাসনও। কালনার মহকুমাশাসক সুমিতা বাগচি বলেন, “কালনা ২ ব্লকে চালকল না থাকাটা সবচেয়ে বড় সমস্যা। তবে সমবায়ের মাধ্যমে ধান কেনা শুরু হলে চাষিদের আর কোনও সমস্যা থাকবে না।” ধান কেনার ক্ষেত্রে প্রচার না থাকার অভিযোগ অবশ্য মহকুমাশাসক মানতে চাননি। তাঁর দাবি, “সব এলাকাতেই মাইকে প্রচার হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.