l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
যত্ন-নিষ্ঠা-ভক্তি নিয়ে প্রস্তুত হয় মাতৃ আরাধনার ভোগ প্রসাদ। এক এক
বাড়ির ভোগের পদ এক এক রকম। এমনকী পুজো কমিটিগুলোরও থাকে
ভিন্ন ভিন্ন পদ। পৃথিবীর নানা প্রান্তের বেশ কয়েকটি পুজোর বিশেষ
কয়েকটি পদ নিয়ে মাঝ-মাসের হাওয়াবদলে নিবেদিত হল
সঙ্গে অন্য খবরের খাজানা নিয়ে
সংবাদের হাওয়াবদল
বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ২
নিজস্ব সংবাদদাতা • রায়দিঘি
আতসবাজি কারখানায় বিস্ফোরণে পুড়ে মৃত্যু হল মালিক-সহ দু’জনের। অগ্নিদগ্ধ হন চার জন। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির কৌতলা আদকপাড়া গ্রামে। স্থানীয়রা প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। পুলিশ জানায়, মৃত জগন্নাথ হালদার (৬০) কারখানার মালিক। ঘটনাস্থলের কাছেই তাঁর বাড়ি। এ ছাড়া, মারা গিয়েছেন কারখানার কর্মী নবীন বৈদ্য (৪৮)। বাড়ি খাঁড়া খ্রিস্টানপাড়ায়। কী ভাবে আগুন লাগল, সে ব্যাপারে পুলিশ বা কারখানার কর্মীরা নির্দিষ্ট ভাবে কিছু জানাতে পারেননি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর কালীপুজোর আগে কয়েক মাস ধরে ওই গ্রামে আতসবাজি তৈরির কাজ চলে। কয়েকটি কারখানাও রয়েছে। জগন্নাথবাবুর আতসবাজি তৈরির লাইসেন্স ছিল। পুলিশের দাবি, কয়েক মাস আগে ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়। জগন্নাথবাবু লাইসেন্স পুননর্বীকরণ করাননি। টালির চালের ওই কারখানার তিনটি ঘরে এ দিন কাজ হচ্ছিল। সেখানে জগন্নাথবাবু এবং দুই মহিলা-সহ সাত কর্মী ছিলেন।
সর্বত্র ছড়ানো ছিল বাজির মশলা। হঠাৎ বিস্ফোরণের শব্দ। গ্রামবাসীরা গিয়ে দেখেন, কারখানাটি জ্বলছে। সঙ্গে সঙ্গে তাঁরা জল এনে আগুন নেভানো শুরু করেন। কারখানার একটি ঘর থেকে জগন্নাথবাবু ও নবীনবাবুর দেহ মেলে। অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় কর্মী তাপস মণ্ডল, সত্যেন হালদার এবং পুলক হালদারকে। তাঁরা ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসাধীন।
বিস্তারিত...
প্রকাশ্য রাস্তায় বধূ নিগ্রহ, বাধা দিলেন না কেউ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
দুই সন্তানের জননী এক বধূকে মারধরের পরে বিবস্ত্র করে চুল ছেঁটে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ি লোকজনের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় খাস মেদিনীপুর শহরের রাস্তায় ওই ঘটনা দেখেছেন অনেকে। অথচ, নিগৃহীতার সাহায্যে এগিয়ে যাননি কেউ। শেষে আত্মীয়েরাই রুমকি বেহেরা নামে ওই বধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। মেদিনীপুর শহরের বটতলা চক লাগোয়া বেহারাপাড়ার শেখর বেহারার সঙ্গে বিয়ে হয়েছিল রুমকির। দম্পতির দুই ছেলেও রয়েছে। মেদিনীপুর মেডিক্যালে চিকিৎসাধীন বধূটির দাবি, বেহেরাপাড়ার এক জনের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছে সন্দেহে তাঁর উপরে নিয়মিত নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকেরা। শেষমেশ শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় তাঁকে। তারপর থেকে দুই ছেলেকে নিয়ে নিমতলা চকে ঠাকুমার কাছে থাকেন রুমকি। পরিচারিকার কাজ করে সংসার চালান। তাঁর দাবি, “যাকে নিয়ে শ্বশুরবাড়ির লোক সন্দেহ করে, তাকে আমি ভাইয়ের মতো দেখি। আর আমার স্বামী সকাল থেকে মদ খেত। কোনও কাজ করত না। অকারণে আমাকে সন্দেহ আর মারধর করত।”
শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ কাজ সেরে বটতলা চক দিয়ে নিমতলার বাড়িতে ফিরছিলেন রুমকি। তখনই শ্বশুরবাড়ির লোকজন তাঁর উপরে চড়াও হয় বলে অভিযোগ। বধূটিকে ‘জোর করে’ বেহারাপাড়ায় নিয়ে গিয়ে শুরু হয় ‘নির্যাতন’। রুমকির কথায়, “ওরা রাস্তার উপরেই আমায় প্রচণ্ড মারধর করে। বিবস্ত্র করে চুল ছেঁটে দেয়।”
বিস্তারিত...
লৌহ আকরিক চুরি, ধৃত লক্ষ্মণের ঘনিষ্ঠ মজফ্ফর
নিজস্ব সংবাদদাতা • তমলুক ও হলদিয়া
লৌহ আকরিক চুরি করার অভিযোগে গ্রেফতার হলেন লক্ষ্মণ শেঠ ঘনিষ্ঠ হলদিয়ার সিপিএম কাউন্সিলর শেখ মজফ্ফর। পুলিশের দাবি, রবিবার দুপুরে তমলুকের ডিমারি থেকে হলদিয়ার এই ব্যবসায়ীকে ধরা হয়। যদিও ধৃতের দাবি, তমলুক শহরে জেলা পুলিশ সুপারের অফিস থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। শেখ মজফ্ফর গ্রেফতার হয়েছেন খবর ছড়িয়ে পড়তেই এ দিন বিকেলে হলদিয়ার ব্রজলালচক থেকে সিটি সেন্টার পর্যন্ত বিভিন্ন জায়গায় দফায়-দফায় অবরোধ করেন তাঁর সংস্থার কর্মীরা। কমব্যাট ফোর্স গিয়ে অবরোধ তোলে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অশোক প্রসাদ বলেন, “বন্দরগামী ট্রাক থেকে উচ্চ-মানের লৌহ আকরিক চুরি করে নিম্ন মানের লৌহ আকরিক বদলে দেওয়ার অভিযোগ রয়েছে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে। হলদিয়ায় ওই ব্যবসায়ীর গুদাম থেকে চোরাই লৌহ আকরিক উদ্ধারও হয়েছে। ৪১ নম্বর জাতীয় সড়কের ধারে মজফ্ফরের আরও ৫-৬টি গুদাম রয়েছে। সেগুলিতেও তল্লাশি চালানো হবে।”
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস তিনেক আগে ওড়িশার বরবিল থেকে ৬টি ট্রাকে উচ্চ-মানের লৌহ আকরিক রফতানির জন্য হলদিয়া বন্দরের উদ্দেশে রওনা দেয়। কিন্তু বন্দরে পরীক্ষায় সময় ওই লৌহ আকরিক নিম্ন মানের বলে বাতিল হয়ে যায়।
বিস্তারিত...
দলে এলেন কংগ্রেসের ৫,
পঞ্চায়েত সমিতি তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
ক্ষমতার সমীকরণে ‘পরিবর্তন’-ই হল নকশালবাড়ি পঞ্চায়েত সমিতিতে। সৌজন্যে, পঞ্চায়েত সমিতির সভানেত্রী-সহ পাঁচ কংগ্রেস সদস্যের আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগদান। ফলে, এত দিন কংগ্রেস-তৃণমূল জোট পরিচালিত পঞ্চায়েত সমিতির বোর্ডে এ বার একক ভাবে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল। রবিবার পঞ্চায়েত সমিতির সভানেত্রী সরোজা তামাং এবং প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি তথা সমিতির কর্মাধ্যক্ষ অমর সিংহ-সহ পাঁচ কংগ্রেস সদস্য সদলবল তৃণমূলে যোগ দেন। তাঁদের সঙ্গেই এলাকার আপার বাগডোগরা, হাতিঘিষা, নকশালবাড়ি ও মণিরাম গ্রাম পঞ্চায়েতের ১০ কংগ্রেসি পঞ্চায়েত সদস্যও দল ছেড়েছেন। এ দিন তৃণমূলে যোগ দেন সিপিএমের হাতিঘিষা লোকাল কমিটির সদস্য নকুল বাঘোয়ার-সহ দুই স্থানীয় সিপিএম নেতাও। নকশালবাড়ি বাসস্ট্যান্ডে আয়োজিত এক সভায় দলত্যাগীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক তথা শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য, কৃষ্ণ পাল প্রমুখ।
গৌতমবাবুর দাবি, “কংগ্রেস ছেড়ে নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির ৫ সদস্য-সহ কয়েক হাজার সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন। এর ফলে ওই পঞ্চায়েত সমিতি আমাদের দলের দখলে এসেছে। এ বার এলাকায় উন্নয়নে জোয়ার আনা হবে। যাঁরা যোগ দিয়েছেন, তাঁরা দলে যথাযোগ্য মর্যাদাও পাবেন।”
বিস্তারিত...
কানোরিয়া জুটমিলের শ্রমিক নেতা গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া
রাজ্য সরকারের হস্তক্ষেপে কারখানা খুললেও ‘অস্বস্তি’র আবহের ‘পরিবর্তন’ হল না কানোরিয়ায়। এক শ্রমিককে মারধর করতে প্ররোচনা দেওয়ার অভিযোগে এ বার গ্রেফতার হলেন হাওড়ার কানোরিয়া জুটমিলের শ্রমিক নেতা প্রফুল্ল চক্রবর্তী। রবিবার সকালে ফুলেশ্বরে বাড়ি থেকেই তাঁকে ধরে পুলিশ। প্রফুল্লবাবুর দাবি, তাঁকে ‘ফাঁসানো’ হয়েছে। তাঁর অভিযোগ, “শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু এবং তাঁর দলের শ্রমিক সংগঠন যে ভাবে কারখানাটি বর্তমান প্রোমোটারের হাতে তুলে দিয়েছেন, তাতে শ্রমিক স্বার্থ রক্ষিত হবে না। শ্রমিকেরাই চান, আমি এ সব কথা তুলে ধরি। কিন্তু তা ঠেকাতে চক্রান্ত করে আমাকে গ্রেফতার করানো হল।” প্রফুল্লবাবুরই এক সময়ের সঙ্গী পূর্ণেন্দুবাবু অবশ্য বলেন, “এক শ্রমিকের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রফুল্লবাবুকে ধরেছে। এটা আইনশৃঙ্খলাজনিত প্রশ্ন। আমার বা শ্রম দফতরের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।” গ্রেফতারের প্রতিবাদে প্রফুল্লবাবু এ দিন থেকে অনশনও শুরু করেছেন বলে জানিয়েছেন। এ দিনই তাঁকে উলুবেড়িয়া এসিজেএম আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে ২৪ অক্টোবর পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দেন।
গত ৯ অক্টোবর পুলিশের কাছে দায়ের করা অভিযোগে মিলের শ্রমিক শেখ সামশের লস্কর দাবি করেন, ওই দিন বিকেলে কারখানা ছুটির পরে বাড়ি ফেরার সময়ে তিনি দেখেন, মিলের গেটে সভা করে শ্রমিকদের মধ্যে ‘উত্তেজনা ছড়ানো’র চেষ্টা করছেন প্রফুল্লবাবু।
বিস্তারিত...
জগদ্ধাত্রী পুজোর জন্য সাজছে কৃষ্ণনগর
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর
এ যেন উলট পুরাণ। টানা দুর্গাপুজোর ধকল নেওয়ার পরে বারোয়ারির উদ্যোক্তারা যখন ক্লান্ত, ঠিক তখনই গা ঝাড়া দিয়ে উঠছেন কৃষ্ণনাগরিকেরা। সকলের ব্যস্ততা যখন তুঙ্গে, তাঁদের ব্যস্ততা তখন শুরু। কৃষ্ণনগরের শ্রেষ্ঠ উৎসব জগদ্ধাত্রী পুজো দুয়ারে। সারা বছর ধরেই এই পুজোর উৎসবের জন্য প্রস্তুতি চলে ঠিক কথাই। কিন্তু এখন সময় আর নেই। তাই চূড়ান্ত মুহূর্তের কাজ শুরু হয়ে গিয়েছে। সেই কাজটাই হয় দুর্গা পুজোর পর লক্ষ্মীপুজো পর্যন্ত লম্বা ছুটিতে। এই গোটা সপ্তাহটাই তাই বারবার আলোচনা, নিজেদের মধ্যে কথা বলে পরিকল্পনার চূড়ান্ত রূপ দেওয়ার কাজ হয়। এই সপ্তাহান্ত পর্যন্তই সময়। তারপর কেবল পরিকল্পনা অনুযায়ী কাজ তোলার কাজ। রবিবারও সারা দিন কেটেছে পুজো নিয়ে পরিকল্পনাতেই। কী কী কাজ হয় এখন? পুজোর উদ্যোক্তারা জানাচ্ছেন, প্রথম কথা হল বাজেট তৈরি করা। বাজেট নিয়ে আলোচনা চলে সারা বছর ধরেই। কিন্তু এ বারই পুরোপুরি বোঝা যায়, ঠিক কত টাকা এ বার ধরা যেতে পারে পুজোর জন্য। তারপরে তৈরি হয়ে যায় পুজো পরিচালন সমিতি। নানা উপ সমিতি। তার সঙ্গে যোগ হয় প্রতিমা থেকে আলো পর্যন্ত বায়নার কাজ। দেবীর সাজ বয়ে নিয়ে যাওয়ার জন্যও ব্যবস্থা পাকা করে ফেলতে হয় এখনই।
কৃষ্ণনগরের অন্যতম বড় পুজো চাষাপাড়া বারোয়ারি। তাঁদের পূজিতা দেবীর নাম বুড়ি মা। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আসেন। ফলে প্রতি বছরই পুজোর পরিকল্পনায় নতুনত্ব থাকে। এই ছুটিটার মধ্যেই তাঁরা সেরে ফেলেছেন তাঁদের প্রস্তুতি।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
শক্তিবৃদ্ধিতে ছয়
জেলায় ৩ দিন বৈঠক
বেহাল তিস্তা সেতু, সংস্কার নিয়ে টালবাহানার নালিশ
দক্ষিণবঙ্গ
খাদ্য দিবসে আয়লা-দুর্গত
এলাকায় চাল বিলি রাজ্যের
ছেলের মৃত্যুতে এখন মাথা
চাপড়াচ্ছেন বৃদ্ধ গোপীনাথ
বর্ধমান
পঞ্চায়েত দখলই রাস্তা
উন্নয়নের, দাবি মন্ত্রীর
চুরুলিয়াতেও যুব আবাস
বেহাল, ক্ষোভ মন্ত্রীর
পুরুলিয়া
জায়গা নেই, রাস্তা
না হওয়ায় ক্ষোভ
কাঁচামালের মূল্যবৃদ্ধি,
বিপন্ন লণ্ঠনশিল্প
মুর্শিদাবাদ
বাসযাত্রীদের বেঁধে
ডাকাতি সাগরপাড়ায়
শাসনের নামে
মার ছাত্রকে
মেদিনীপুর
অবস্থা সামলাতে কড়া
হতে নির্দেশ নেতৃত্বের
নিখোঁজ বাস্তুকারের
দেহ উদ্ধার
কলকাতা
৩৪.৬/২৫.৭
আজকের দিনে
•
১৯৪৭:
অভিনেত্রী
সিমি গারেওয়ালের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
কলকাতার কথকতা নিয়ে শুরু হল
শুধুমাত্র আনন্দবাজার পত্রিকার এই সংস্করণে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.