প্রায়ই গরহাজির একমাত্র ডাক্তার, চিঠি মুখ্যমন্ত্রীকে |
|
রানা সেনগুপ্ত, মন্তেশ্বর: এক দিকে মঙ্গলকোটের লাখুরিয়া স্বাস্থ্যকেন্দ্রের এক ডাক্তার। বদলির নির্দেশ এসে গেলেও তাঁকে ছাড়তে চান না গ্রামের মানুষ। কারণ, রোগীর গায়ে পচে যাওয়া জায়গাতেও হাত দিয়ে চিকিৎসা করেন তিনি। প্রায়ই ওষুধ কিনে দেন দুঃস্থ রোগীদের। অন্য দিকে, মন্তেশ্বরের ধান্যখেড়ুর গ্রামের স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার। যিনি নিজেই বলছেন, “গ্রামের দিকে স্বাস্থ্যকেন্দ্রে কাজ করলে কেরিয়ারে বিশেষ কয়েকটা সুবিধা মেলে। তাই এই গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে পড়ে রয়েছি।” |
|
সৌমিত্র কুণ্ডু, শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালকে ‘সেন্টার অব এক্সেলেন্স’ হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। সেই লক্ষ্যে দ্রুত বেশ কয়েকটি অত্যাধুনিক মানের বিভাগ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। অগ্রাধিকারের তালিকায় রয়েছে, ‘ট্রমা সেন্টার’, নিউরো সার্জারি, কার্ডিওথোরাসিক সার্জারি, পেডিয়েট্রিক সার্জারি চালু। শয্যা সংখ্যা আরও অন্তত ৩১৮ টি বাড়ানোর কথা ভাবা হয়েছে। |
হাসপাতালের হাল
ফেরাবে সরকার |
|
কী হবে হলদিয়া
মেডিক্যালের,
আলোচনা আজ |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: হলদিয়ার বেসরকারি মেডিক্যাল কলেজ ‘আইকেয়ার ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ’-এর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে আজ, সোমবার দিল্লিতে বৈঠকে বসছে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই) এবং ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া (ডিসিআই)। সিপিএমের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ ওই কলেজের পরিচালন কমিটির সভাপতি। ‘আইকেয়ার’ নামে যে স্বেচ্ছাসেবী সংস্থা কলেজটি তৈরি করেছে, সেটিরও চেয়ারম্যান লক্ষ্মণবাবু। |
|
স্থায়ী চিকিৎসকের দাবি
প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে |
|
|
টুকরো খবর |
|
|