রবিবার বিশ্ব খাদ্য দিবসে উত্তর ২৪ পরগনার আয়লা বিধ্বস্ত হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালিতে দুর্গতদের মধ্যে রাজ্য সরকারের তরফে চাল বিলি করা হয়। হিঙ্গলগঞ্জে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দুর্গতদের মধ্যে চাল বিলি করেন। সন্দেশখালিতে চাল বিলি করেন ত্রাণ ও পুনর্বাসন দফতরের প্রতিমন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। দু’টি ব্লকে প্রায় ১৫০০ আয়লা-দুর্গত মানুষের হাতে চালের প্যাকেট তুলে দেওয়া হয়। এ দিন রাজ্য সরকারের ওই উদ্যোগে ছিলেন মহকুমাশাসক, সংশ্লিষ্ট বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা ও মহকুমা খাদ্য নিয়ামক, টাকি পুরসভার প্রধান এবং তৃণমূল নেতৃত্ব। |
২০০৯ সালের ২০ মে বিধ্বংসী আয়লা আছনে পড়েছিল সুন্দরবন এলাকায়। ঘরবাড়ি, চাষের জমি নষ্ট হয়ে রাতারাতি সহায়সম্বলহীন হয়ে পড়েন বসিরহাট মহকুমার বেশ কয়েক হাজার মানুষ। আজও তাঁদের বেশিরভাগই একই অবস্থায় রয়েছে। বহু মানুষ ঘর তৈরির জন্য সরকারি বরাদ্দ পাননি। এ দিন মহকুমাশাসক, হিঙ্গলগঞ্জের বিডিও, পঞ্চায়েত সমতিরি সভাপতি তাঁদের বক্তব্যে জানান, বর্তমানে যা অবস্থা তাতে ৩৩-৩৪ কোটি টাকা পেলে তবেই দুর্গত মানুষগুলিকে ঘর তৈরির টাকা দেওয়া সম্ভব। পাশাপাশি হাসনাবদে সেতু, পানীয় জল, রাস্তার সমস্যার প্রসঙ্গও ওঠে। এ ব্যাপারে খাদ্যমন্ত্রী বলেন, “সব হবে। তবে আগের সরকার সব টাকা খরচ করে যাওয়ায় এ সব কাজে একটু দেরি হবে।” সেই সঙ্গে তিনি জানান, আগামী নভেম্বর মাস থেকে বাড়ি বাড়ি গিয়ে বিপিএল তালিকা সংশোধনের কাজ শুরু করা হবে। কোনও দল দেখে নয়, প্রকৃত গরিব মানুষকেই বিপিএল তালিকভুক্ত করা হবে। তিন বলেন, “রাজ্যে কোনও মানুষকেই অনাহারে থাকতে দেওয়া হবে না। আয়লা দুর্গতদের চিহ্নিত করে একটি প্যাকেজের মাধ্যমে তাঁদের খাদ্য দেওয়া হবে।”
এদিন চাল নিতে আসা হিঙ্গলগঞ্জের সান্ডেলেরবিলের নবীনগঞ্জের সুভাষী সর্দার, অভিলাষ সর্দার, সাহেবখালির পুকুরিয়াচক থেকে আসা নিবাসী সর্দাররা বলেন, “আয়লায় ঘর ভাঙার পরে আজ পর্যন্ত টাকা পাইনি। অনেকে বিধবাভাতা, বাধর্ক্যভাতা পায় না। এক ফসলি জমি নষ্ট হয়ে যাওয়ায় চাষবাস বন্ধ। কাজের খোঁজে অনেকে ভিন রাজ্যে চলে গেছে ও যাচ্ছে।” সকলকে আশ্বাস দিয়ে জ্যোতিপ্রিয়বাবু বলেন, “আয়লা দুর্গত এলাকার মানুষের উন্নয়নের ব্যাপারে আগামী ১৯ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় জেলা সফরে আসবেন। তখন তাঁকে আপনাদের দুঃখ-কষ্টের কথা জানাব।”
এ দিন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমায় আদিবাসী সম্প্রদায় ও মৎস্যজীবী সম্প্রদায়ের মধ্যে চাল বিলি করেন সুন্দরবন উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী শ্যামল মণ্ডল। তিনশো পরিবারের হাতে ওই চাল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মহকুমাশাসক শেখর সেন, বিডিও রাজদীপ দত্ত প্রমুখ।
মোবাইল চুরির অভিযোগ। মোবাইল চুরির অভিযোগে এক সাইবার ক্যাফে মালিককে গ্রেফতার করল কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। ধৃতের নাম অনিমেষ বিশ্বাস। পুলিশ জানিয়েছে, কিছু দিন আগে এক ব্যক্তি তাঁর দোকানে যান। সেখানে তিনি মোবাইল ফেলে আসেন। অনিমেষবাবু ফোনটি চুরি করেন বলে তিনি থানায় অভিযোগ করেন। তার ভিত্তিতেই অনিমেষবাবুকে গ্রেফতার করা হয়। |