সংগঠনকে ঢেলে সাজাতে আজ, সোমবার থেকে টানা তিনদিন উত্তরবঙ্গের ৬ জেলার নেতাদের নিয়ে বৈঠক করবে তৃণমূল। বিধানসভা নির্বাচনের পরে উত্তরবঙ্গেও দলের শক্তি বেড়েছে যথেষ্ট। নতুন কিছু নেতা বিধায়ক হিসাবে উঠে এসেছেন। আবার কয়েকটি এলাকায় দলের ঢিলেঢালা কামজর্ম নিয়ে কর্মীদের মদ্যে অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে দলের ঢিলেঢালা ভাব কাটিয়ে তুলতে চান তৃণমূল নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গিয়েছে, আজই কলকাতা থেকে উত্তরবঙ্গে আসছেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সোমবারই দলের কোচবিহার ও জলপাইগুড়ি জেলার সাংগঠনিক বৈঠক ও নয়া কমিটি নিয়ে আলোচনা হতে পারে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরের জেলা কমিটির নেতাদের নিয়ে বৈঠক হবে। বুধবার দার্জিলিং জেলা ও মালদহের নেতাদের নিয়ে বৈঠক হবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ততা দলের উত্তরবঙ্গের কোর কমিটির আহ্বায়ক গৌতম দেব বলেন, “দলের প্রয়োজনেই সংগঠন ঢেলে সাজার কথা ভাবা হচ্ছে। কর্মীদের ও নেতাদের বক্তব্য শোনার পরে গণতান্ত্রিক পদ্ধতিতে সে কাতে হাত দেওয়া হবে।” তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কোচবিহারে বৈঠকটি হবে শহরের রবীন্দ্র ভবনে। বৈঠকে জেলা কমিটির সমস্ত সদস্য, জেলা পরিষদ সদস্য, বিধায়ক, লোকসভার প্রার্থী, বিধানসভার প্রার্থী, পুর কাউন্সিলর-সহ সমস্ত গুরুত্বপূর্ণ পদাধিকারী থাকবেন। কোচবিহারের পরে বৈঠক হবে আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার পৃথক জেলা ঘোষণা হতে পারে ভেবে তৃণমূল নেতৃত্ব সেখানে পৃথক একটি জেলা কমিটি গঠনের কথা ভেবেছেন। জলপাইগুড়িতে সভা হবে রবীন্দ্র ভবনে। সাংগঠনিক নিবার্চন নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে মালদহেও। রবিবারই শিলিগুড়ি চলে যান জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র। তিনি বলেন, “জেলার সমস্ত ব্লক সভাপতি, নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি, পুরসভার নির্বাচিত সদস্যরা ১৮ অক্টোবর শিলিগুড়ির মাটিগাড়ায় সাংগঠনিক নিবার্চনে হাজির থাকবেন। জেলা তৃণমূল কংগ্রেস নেতা তথা ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার বলেন, “২০০৬ সালের পর থেক দলের সদস্যপদ নবীকরণ হয়নি। এর মধ্যে অন্যান্য দলের প্রচুর কর্মী তৃণমূলে ঢুকেছে। ফলে নির্বাচিত সদস্য ছাড়াও অনেকে শিলিগুড়িতে যাবেন।” দক্ষিণ দিনাজপুর থেকে সাংগঠনিক নির্বাচনে হাজির হতে জেলা স্তরে প্রস্তুতি পর্বের কাজ শেষ করেছেন জেলা সভাপতি বিপ্লব মিত্র। তিনি জানান, প্রতি ব্লক থেকে ৪ জন করে মোট ৩২ জনকে (এই জেলায় ৮টি ব্লক) নিয়ে ‘জেনারেল বডি’ তৈরি হবে। পরে জেনারেল বডি থেকে তৈরি হবে এগজিকিউটিভ বডি। শিলিগুড়িতে দলের সাংগঠনিক নির্বাচন থেকে প্রদেশ তৃণমূল কমিটির সদস্য নির্বাচিত হবেন।
মিডডে মিল্র চাল চরি। মিড ডে মিলের চাল চুরির অভিযোগ উঠেছে। শনিবার রাতে ডুয়ার্সের শামুকতলা থানার ভাটিবাড়ি হাই স্কুলে ঘটনাটি ঘটেছে। স্কুলের মিড ডে মিলের প্রায় ২ কুইন্টাল চাল পাচার হওয়ার সময় বাসিন্দারা উদ্ধার করেন বলে দাবি। চাল চুরির চেষ্টায় স্কুলের দুই চতুর্থ শ্রেণির কর্মী এবং স্থানীয় এক রেশন ডিলার জড়িত থাকার অভিযোগ তুলেছেন তাঁরা। ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। মিড ডে মিলের চাল পাচারের পথে বাসিন্দারা উদ্ধার করলেও স্কুলের তরফে পুলিশে কোনও অভিযোগ না জানানোয় এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। স্কুলের প্রধান শিক্ষক রথীন ভট্টাচার্য জানিয়েছেন, “চাল চুরির একটি ঘটনা ঘটেছে। তা নিয়ে স্কুস কর্তৃপক্ষের তরফে দ্রুত বৈঠকে বসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।” স্থানীয় বাসিন্দা স্বপন দাস-সহ অন্যান্যরা জানিয়েছেন, ওই স্কুলের গুদাম থেকে স্থানীয় এক রেশন ডিলারের ঘরে নিয়মিত মিড ডে মিলের চাল পাচার হয়। অথচ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এটা তাঁরা মেনে নেবেন না। |