l
Sicily Villas Apartments
l
Freelance Jobs at
Contractedwork.com
l
reise.li
l
Consumer forum
l
storage beds
l
Registrar nombre del dominio
l
Registro de Domínios
l
Russian101domain
l
Domain Registration
নাগরিক উদ্যোগেই প্রেসিডেন্সি
ফের এগোবে, বিশ্বাস অমর্ত্যের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
এক সময় নাগরিক সমাজের সঙ্গে আলোচনার মাধ্যমে হিন্দু কলেজের এগিয়ে যাওয়ার পথ তৈরি হয়েছিল। সময়ের সঙ্গে তার নাম বদলে হয়েছে প্রেসিডেন্সি কলেজ। ক্রমে তা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। প্রায় ২০০ বছর পরে ফের নাগরিক সমাজের সঙ্গে আলোচনার মাধ্যমেই প্রেসিডেন্সির উন্নয়নের পথ নির্ধারিত হচ্ছে। এ ভাবেই যেন প্রেসিডেন্সির একটি বৃত্ত সম্পূর্ণ হল বলে মনে করছেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন। প্রেসিডেন্সির জন্য রাজ্য সরকারের গড়া মেন্টর গ্রুপের মুখ্য উপদেষ্টা অমর্ত্যবাবু। শুক্রবার সন্ধ্যায় টাউন হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রেসিডেন্সি নিয়েই এক দফা কথা হয় তাঁর। আলোচনায় ছিলেন মেন্টর গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক সুগত বসু। পরে অমর্ত্যবাবু বলেন, “প্রেসিডেন্সি যখন হিন্দু কলেজ হিসেবে যাত্রা শুরু করেছিল, তখন সেটা ছিল একটা নাগরিক উদ্যোগ। ডিরোজিও এবং আরও অনেকের সঙ্গে কথা বলে ঠিক হত, কলেজ কী ভাবে চলবে। এখন ফের নাগরিক সমাজের সঙ্গে আলোচনার বিষয়টা ফিরে আসছে।” মুখ্যমন্ত্রীর সঙ্গে কী কথা হল? অমর্ত্যবাবু বলেন, “কোন ভাবনা থেকে মুখ্যমন্ত্রী প্রেসিডেন্সির জন্য মেন্টর গ্রুপ গড়েছেন, সেটাই ওঁর কাছে জেনেছি। উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য আর কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত, তা নিয়েও আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, মেন্টর গ্রুপ যা পরামর্শ দেবে, তা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।”
বিস্তারিত...
বকেয়া অর্থ চেয়ে রাজ্য চিঠি
দিচ্ছে ইনফোসিস, উইপ্রোকে
রঞ্জন সেনগুপ্ত ও গার্গী গুহঠাকুরতা • কলকাতা
বকেয়া অর্থের দাবি জানিয়ে আগামী সপ্তাহেই ইনফোসিস এবং উইপ্রোকে চিঠি দিচ্ছে রাজ্য। রাজ্যের আবাসনমন্ত্রী ও হিডকোর চেয়ারম্যান শ্যামাপদ মুখোপাধ্যায়ের দাবি, জমির মোট দামের ২৫ শতাংশ মিটিয়ে দিয়েছে দুই সংস্থাই। কিন্তু ৭৫ শতাংশ টাকা দেওয়া এখনও বাকি। আর এই টাকা মেটানো নিয়েই ওই দুই তথ্যপ্রযুক্তি সংস্থাকে আগামী সপ্তাহে চিঠি দেবে রাজ্য। প্রত্যাশিত ভাবেই এ বিষয়ে মুখ খুলতে চাননি দুই সংস্থার মুখপাত্র। তবে জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু হলে বা নিদেন পক্ষে পুরোপুরি হস্তান্তরযোগ্য জমি দেখালে, টাকা মেটাতে দেরি করা হবে না বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে তারা। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম বার শিল্পমহলের মুখোমুখি হওয়ার সময় থেকেই বার বার তথ্যপ্রযুক্তি শিল্পের উপর বিশেষ জোর দেওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই লক্ষ্যে তৈরি করা হচ্ছে একটি উপদেষ্টা কমিটি। যার নেতৃত্বে দেশের তথ্যপ্রযুক্তি শিল্পের প্রাণপুরুষ এন আর নারায়ণমূর্তি-কে আনতে চায় রাজ্য। অথচ জমি নিয়ে সেই নারায়ণমূর্তিরই হাতে গড়া সংস্থা ইনফোসিসের সঙ্গে রাজ্য সরকারের কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। তাঁদের মতে, এই একই সমস্যা তৈরি হচ্ছে উইপ্রো-র সঙ্গেও।
বিস্তারিত...
অনটনে গর্ভস্থ শিশুকে বেচতে চান বাবা-মা
পারিজাত বন্দ্যোপাধ্যায় ও শান্তনু ঘোষ • কলকাতা
গর্ভ ভাড়া দিয়ে রোজগার নয়, নিজেরই ভাবী সন্তানকে আগাম বিজ্ঞাপন দিয়ে ‘বিক্রি’ করতে চাইছেন এক অন্তঃসত্ত্বা। ‘বিক্রি’র বিষয়টি বিজ্ঞাপনে সরাসরি উল্লেখ করা নেই। সেখানে ‘দত্তক’ শব্দটি ব্যবহৃত হয়েছে। কিন্তু সেই বিজ্ঞাপন দেখে যোগাযোগ করলে, বাচ্চার জন্য দাবি করা হচ্ছে তিন লক্ষ টাকা। জুন মাসের এক রবিবার সংবাদপত্রের ব্যক্তিগত কলমে প্রকাশিত হয়েছিল ছোট্ট বিজ্ঞাপনটি। লেখা ছিল, সুরজিৎ চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী প্রিয়ঙ্কা আর্থিক অনটনে পড়ে সন্তান দত্তক দিতে চান। সঙ্গে একটি ফোন নম্বর। আনন্দবাজারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ফোন ধরেন প্রিয়ঙ্কা। জানান, তিনি আসন্নপ্রসবা। জন্মের পরেই সন্তানকে দিয়ে দিতে চান। বদলে তাঁর তিন লাখ টাকা দরকার। কেন সন্তান বিক্রি করতে চাইছেন? ন’মাসের অন্তঃসত্ত্বার উত্তর, “ব্যবসায় মার খেয়ে রাস্তায় নেমে এসেছি। খাওয়ার পয়সা নেই। প্রচুর দেনা। পাশে কোনও আত্মীয়-বন্ধু নেই। আমাদের পাঁচ বছরের একটা ছেলে আছে। ছেলেটাকে বাঁচাতে গেলে পেটের বাচ্চাটাকে বিক্রি না-করে উপায় নেই।” যে পদ্ধতিতে প্রিয়ঙ্কারা সন্তান বিক্রির পরিকল্পনা করছেন, তা-ও বেশ অভিনব। প্রিয়ঙ্কাই জানান, পুরো প্যাকেজ তিন লাখের। প্রথমে তাঁকে যাবতীয় ‘মেডিক্যাল চেকআপ’ করাতে হবে। যিনি সন্তানটি কিনবেন, তাঁর নাম করেই চেকআপের সময় নিজের পরিচয় দেবেন প্রিয়ঙ্কা।
বিস্তারিত...
বসু-স্মরণে মিলে গেল সরকার-বিরোধী শিবির
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবন থেকে শিক্ষা নিয়ে পরিষদীয় রাজনীতিতে বিরোধীদের গুরুত্ব দেওয়ার জন্য নতুন করে অঙ্গীকার করল সরকার পক্ষ। সরকারি উদ্যোগে প্রয়াত সিপিএম নেতার জন্মদিন পালনের জন্য সরকারকে অকুণ্ঠ ‘ধন্যবাদ’ জানালেন বিরোধী দলনেতা। আর বিধানসভার অনুষ্ঠানে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েই মনোনয়নপত্র জমা দিলেন রাজ্যসভায় এ রাজ্য থেকে বামফ্রন্টের একমাত্র প্রার্থী সীতারাম ইয়েচুরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে জ্যোতি বসুর প্রথম জন্মদিন পালন শুক্রবার স্মরণীয় হয়ে থাকল শাসক ও বিরোধী পক্ষের মেলবন্ধনের দৃষ্টান্ত হিসাবেই। মুখ্যমন্ত্রী বলেছিলেন, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীদের জন্মদিন উদযাপনে ‘আমরা-ওরা’র ব্যবধান রাখবে না নতুন সরকার। সেই মতোই এ দিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে বিধানসভায় বসুর তৈলচিত্রে মাল্যদান ও স্মরণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন ও বর্তমান বিধায়কেরা। ছিলেন সিপিএমের সংসদীয় দলনেতা ও দলের পলিটব্যুরো সদস্য ইয়েচুরিও। মহাকরণে বসুর ছবিতে মালা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা নিজে। প্রয়াত বসুকে ‘জনপ্রিয় রাষ্ট্রনেতা’ বলে উল্লেখ করেই স্পিকার বিমানবাবু বলেন, “দলকে কী ভাবে রাজনীতিতে প্রাসঙ্গিক রাখতে হবে, খুব ভাল করে জানতেন তিনি। কখনও অটলবিহারী বাজপেয়ী, কখনও বিশ্বনাথপ্রতাপ সিংহের হাত ধরে দলের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করে গিয়েছেন তিনি।”
বিস্তারিত...
মায়া-রাজ্যে আজ রাহুলের মহা পঞ্চায়েত
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
দীর্ঘ পদযাত্রার পরে এ বার মহা পঞ্চায়েতের অপেক্ষা। রাত পোহালে উত্তরপ্রদেশে সেই মহা পঞ্চায়েত করতে চলেছেন রাহুল গাঁধী। যার কেন্দ্রে জমি নিয়ে আন্দোলন। এবং নিশানায় মায়াবতী সরকার। কিন্তু প্রশ্ন হল, কতটা সফল হবেন তিনি? স্বাভাবিক ভাবেই কংগ্রেস শীর্ষ নেতৃত্ব তথা সর্বভারতীয় কংগ্রেসের তরফে উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিংহের মতো নেতারা উচ্ছ্বসিত। বক্তব্য এই যে, জমি আন্দোলনকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গে যেমন পরিবর্তন ঘটাতে সফল হয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এ বার উত্তরপ্রদেশে তার পুনরাবৃত্তি করতে চলেছেন রাহুল। পদযাত্রা করে আলিগড়ের উপকণ্ঠে পৌঁছে রাহুলও আজ একই কথা বলেছেন। মায়াবতীকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “রাজ্যে বিএসপি সরকারের পতন আসন্ন। সরকারের বিরুদ্ধে মানুষের যে অসন্তোষ তৈরি হয়েছে, তাতে অবধারিত ভাবেই আসন্ন ভোটে গদিচ্যুত হবেন মায়াবতী।” সেই সঙ্গে এ-ও জানিয়েছেন, কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার দ্রুত জমি অধিগ্রহণ সংক্রান্ত বিল আনতে চলেছে। কংগ্রেস সূত্রে এ-ও বলা হচ্ছে, আগামী কালের মহা পঞ্চায়েত সফল করতে পশ্চিম উত্তরপ্রদেশের জাঠ নেতা অজিত সিংহের রাষ্ট্রীয় লোক দলকে কংগ্রেসের সঙ্গে জোটে সামিল করতে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েছেন গাঁধী পরিবারের তরুণ প্রজন্ম।
বিস্তারিত...
এক নজরে...
•
আজীবন স্বীকৃতিতেও অভিমান যাচ্ছে না কল্যাণের
•
আমিই ক্যানসারে আক্রান্ত সেই মুখ, নির্দ্বিধায় বললেন ‘বাল্মীকি’
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
যানজটেই দিন কাবার,
বিরক্ত অমর্ত্য
মেট্রোয় চালু হল টোকেন,
কিছু সমস্যাও
রাজ্য
প্রণব-ঘনিষ্ঠ সুখেন্দু তৃণমূলে,
রাজ্যসভায় পাঠাচ্ছেন মমতা
এ বার মাল পৌঁছে যাবে
রেশন দোকানেই
দেশ
পঃবঙ্গের ‘কোণঠাসা’
বামেদের পাশে
ত্রিপুরার কমরেডরা
লখিমপুরে নিহত রাঁচির
বাঙালি যুবক অরিজিৎ
বিদেশ
কূটনীতির অঙ্কেই খালেদার
সঙ্গে বৈঠক কৃষ্ণের
আড়িপাতা নিয়ে ধৃত
প্রধানমন্ত্রীর প্রাক্তন অফিসার
ব্যবসা
সে দিনের নেতা আজ মন্ত্রী,
নতুন আশায় কানোরিয়া
সংখ্যালঘুদের ঋণে জোর
দিতে নির্দেশ অর্থমন্ত্রীর
খেলা
আবার ধস সামলে
দিচ্ছেন সেই লক্ষ্মণ
ছ’শো উইকেটের স্বপ্ন
দেখছেন হরভজন
স্বাস্থ্য
শুধু হাসপাতালের বিশেষ
দায়িত্বে পূর্ত ইঞ্জিনিয়ার
স্বাস্থ্য দফতর-জেলা
পরিষদ চাপানউতোরে
রোগী ‘উলুখাগড়া’
জীবজগত্
খাবারের খোঁজে
লোকালয়ে হাতি
মন্ত্রী প্ল্যাটফর্মে, ষাঁড়ও,
সাসপেন্ড ২ রেলকর্মী
সম্পাদকীয়
তবু ভাল
ভাঙা জানালা
কলকাতা
৩২.১/২৫.৬
আজকের দিনে
•
১৯৩৮:
অভিনেতা সঞ্জীব কুমারের জন্ম।
•
১৯৫১:
মার্কিন অভিনেতা ক্রিস কুপারের জন্ম।
•
১৯৫৬:
মার্কিন অভিনেতা টম হ্যাঙ্কসের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
শ্রেণিবদ্ধ
অনিবার্য কারণবশত এখন থেকে আর
পাত্র-পাত্রী
প্রকাশিত হবে না। এর জন্য আমরা ক্ষমাপ্রার্থী।
জলের মাঝে শতাধিক দ্বীপ ভেসে রয়েছে একা একা। কিন্তু তারা নিজেদেরকে জুড়ে নিয়েছে
মাঝারি চওড়া ক্যানালের মাধ্যমে— ভেনিস। জলের কথা উঠল যখন, ঘুরে আসা যাক তবে
হাওয়াই দ্বীপপুঞ্জ থেকেও। সেখানে রয়েছে জল-ঘেরা প্রচুর দ্বীপ। এই দুই জায়গার ‘জলের গল্প’
নিয়ে এ সংখ্যার
আপনার কলমে
। সঙ্গে
ফোটো শপে
পিন্ডারি যাওয়ার বর্ণনা, অবশ্যই ক্যামেরায়।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.