দীর্ঘ পদযাত্রার পরে এ বার মহা পঞ্চায়েতের অপেক্ষা। রাত পোহালে উত্তরপ্রদেশে সেই মহা পঞ্চায়েত করতে চলেছেন রাহুল গাঁধী। যার কেন্দ্রে জমি নিয়ে আন্দোলন। এবং নিশানায় মায়াবতী সরকার। কিন্তু প্রশ্ন হল, কতটা সফল হবেন তিনি?
স্বাভাবিক ভাবেই কংগ্রেস শীর্ষ নেতৃত্ব তথা সর্বভারতীয় কংগ্রেসের তরফে উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিংহের মতো নেতারা উচ্ছ্বসিত। বক্তব্য এই যে, জমি আন্দোলনকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গে যেমন পরিবর্তন ঘটাতে সফল হয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এ বার উত্তরপ্রদেশে তার পুনরাবৃত্তি করতে চলেছেন রাহুল। পদযাত্রা করে আলিগড়ের উপকণ্ঠে পৌঁছে রাহুলও আজ একই কথা বলেছেন। মায়াবতীকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “রাজ্যে বিএসপি সরকারের পতন আসন্ন। সরকারের বিরুদ্ধে মানুষের যে অসন্তোষ তৈরি হয়েছে, তাতে অবধারিত ভাবেই আসন্ন ভোটে গদিচ্যুত হবেন মায়াবতী।” সেই সঙ্গে এ-ও জানিয়েছেন, কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার দ্রুত জমি অধিগ্রহণ সংক্রান্ত বিল আনতে চলেছে। কংগ্রেস সূত্রে এ-ও বলা হচ্ছে, আগামী কালের মহা পঞ্চায়েত সফল করতে পশ্চিম উত্তরপ্রদেশের জাঠ নেতা অজিত সিংহের রাষ্ট্রীয় লোক দলকে কংগ্রেসের সঙ্গে জোটে সামিল করতে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েছেন গাঁধী পরিবারের তরুণ প্রজন্ম। |