l
Sicily Villas Apartments
l
Freelance Jobs at
Contractedwork.com
l
reise.li
l
Consumer forum
l
storage beds
l
Registrar nombre del dominio
l
Registro de Domínios
l
Russian101domain
l
Domain Registration
বড়বাবু নিজেই জানেন না,
দাপটে ঘুরছেন আর এক বড়বাবু
অরুণাক্ষ ভট্টাচার্য • কলকাতা
কাঁধে তারা লাগানো খাকি পোশাক। মাথায় টুপি। বেল্টে আঁটা রিভলভারের খাপ। গাড়ি থেকে নেমেই গটগট করে চলে যাচ্ছেন ‘রেড’ করতে। লম্বা-লম্বা সেলাম ঠুকছে তটস্থ সান্ত্রীরা। থানার নতুন বড়বাবু বলে কথা! ডুবিয়ে দিল জুতোটাই। শুক্রবার দুপুরে বারাসত আদালতে গাড়ি থেকে নেমে যখন এগিয়ে যাচ্ছেন, খটকা লেগেছিল দু’এক জন পুলিশকর্মীর। কিন্তু দেখেই মনে হচ্ছে, বড়কর্তা গোছের কেউ হবেন। চলেওছেন সোজা লকআপের দিকে। ‘তদন্তের প্রয়োজনে’ এক অপরাধীর সঙ্গে কথা বলবেন। প্রথমে একটু কিন্তু-কিন্তু। শেষে সাহস করে আদালতের এক পুলিশকর্মী জিজ্ঞাসা করেই ফেলেন, “স্যার, আপনি?” টুপির নীচ থেকে বাঁকা চোখে তাকিয়ে কর্তা বলেন, “ওসি, আমডাঙা।”“কিন্তু স্যার...” পুলিশকর্মীর কথা আটকে যায়। আসলে আমডাঙা থানার ওসি বলতে আদালতের সমস্ত পুলিশকর্মীই চেনেন ছ’ফুটের উপর লম্বা, বিশাল চেহারার মনিরুল ইসলাম সরকারকে।
বিস্তারিত...
পাহাড় চুক্তির খসড়ায় সহমত রাজ্য ও মোর্চা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
মাত্র দু’দিন আগে বিমল গুরুঙ্গ হুমকি দিয়েছিলেন, ‘বঙ্গভঙ্গ’ হবেই। কিন্তু দু’দিনের মধ্যে সুর বদলে কলকাতায় এসে রাজ্যের সঙ্গে পাহাড় চুক্তির খসড়ায় (মেমোরান্ডাম অফ এগ্রিমেন্ট, সংক্ষেপে ‘মোয়া’) সই করে গেলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধিরা। শুক্রবার মহাকরণে দু’পক্ষের প্রতিনিধিরা ‘মোয়া’-এ সই করার পরে রাজ্যের মুখ্যসচিব সমর ঘোষ জানান, এ দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের কাছে সই সম্বলিত চুক্তির খসড়াটি পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁকে অনুরোধ করা হয়েছে, আগামী ১২ অথবা ১৩ জুলাই কেন্দ্র-রাজ্য-মোর্চার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি হলে ভাল হয়। আসলে এ দিন ‘মোয়া’ সই হয়ে যাওয়ার পরে এটা কার্যত আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়া আর কিছু নয়। মুখ্যমন্ত্রী চাইছেন, ত্রিপাক্ষিক চুক্তির সেই অনুষ্ঠান হোক দার্জিলিঙে। দার্জিলিং সমস্যার জট খুলতে গত মাসের ৬-৭ তারিখ মহাকরণে দু’পক্ষের বৈঠক হয়েছিল। দু’দিনের সেই বৈঠকে মীমাংসা সূত্র বেরিয়ে আসায় সভার কার্যবিবরণীতে দু’পক্ষ সই করেছিলেন। এ দিন আরও এক ধাপ এগিয়ে, খসড়া চুক্তিতে সই করল রাজ্য ও মোর্চা। তবে তার আগে প্রায় সাড়ে তিন ঘণ্টার বৈঠক হল দু’পক্ষের মধ্যে।
বিস্তারিত...
হলদিয়ায় ড্রেজিংয়ে ভর্তুকির
দিন কি শেষ, উদ্বেগ বন্দরে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
বছরেই লাগছে তিনশো থেকে সাড়ে তিনশো কোটি টাকার ভর্তুকি! হলদিয়া বন্দরের নাব্যতা বজায় রাখতে এই বিপুল অর্থের ‘ঠেকা’ দিয়ে হুগলি নদীতে ড্রেজিং চলছে দীর্ঘ দিন ধরে। কিন্তু তা আর কত দিন? এই নিয়ে উদ্বিগ্ন কলকাতা বন্দরের চেয়ারম্যান মদনলাল মিনা। তাঁর উদ্বেগের কারণ, হুগলি নদীতে ড্রেজিংয়ের পিছনে বিশাল ভর্তুকির ‘সার্থকতা’ সম্পর্কে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে জাহাজ মন্ত্রক তো বটেই, এমনকী যোজনা কমিশনও! শুক্রবার বণিকসভা ‘বেঙ্গল চেম্বার অফ কমার্স’ আয়োজিত ‘ইস্ট কোস্ট পোর্টস ভিশন ২০২০’ শীর্ষক এক আলোচনাসভায় মিনা বলেন, “ভর্তুকি বন্ধ হয়ে গেলে হলদিয়ার যে কী হবে, ভাবতেই পারছি না!” কিন্তু কেন্দ্রের এ হেন মনোভাবের কারণ কী? কারণের একটা আঁচ মিলেছে বন্দর চেয়ারম্যানের কথাতেই। নিজের অভিজ্ঞতা স্মরণ করে মিনা বলেন, ২০০২-এ তিনি যখন হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান, তখন সেখানে নদীর নাব্যতা ছিল ৯ মিটার।
বিস্তারিত...
পরিস্থিতি জানাতে চিঠি
মুখ্যমন্ত্রীকে, হুমকি আন্দোলনের
নিজস্ব সংবাদদাতা • হাড়োয়া
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার ‘পরিস্থিতি’ জানাবেন বামেরা। অপেক্ষা করবেন সাত দিন। মুখ্যমন্ত্রী ব্যবস্থা না নিলে হবে আন্দোলন (কলকাতা অচল করে হলেও)। শুক্রবার হাড়োয়ায় গিয়ে এমনই হুঁশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা সিপিএমের সূর্যকান্ত মিশ্র। হাড়োয়ায় বর্গাদার ও পাট্টাদারদের জমি তৃণমূল জোর করে দখল করছে এবং বাম কর্মী-সমর্থকদের উপরে অত্যাচার করছে এমন অভিযোগ আগেই করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রতিবাদে দিল্লিতে এবং রাজ্যে তাঁরা প্রচারে নামবেন বলেও জানিয়েছেন। তারই প্রেক্ষিতে এ দিন বিকেলে সূর্যকান্তবাবুর নেতৃত্বে বাম বিধায়কদের এক প্রতিনিধিদল হাড়োয়ায় যায়। এলাকার ছ’আনি মুচিখোলা বাজারে একটি সভাও করা হয়। প্রতিনিধি দলে সূর্যকান্তবাবু ছাড়াও প্রাক্তন সেচমন্ত্রী সুভাষ নস্কর, প্রাক্তন সাংসদ অমিতাভ নন্দী, স্বপন বন্দ্যোপাধ্যায়, নারায়ণ মণ্ডল, বিশ্বনাথ কারক, অপর্ণা গুপ্ত, রঞ্জিত চৌধুরী প্রমুখ ছিলেন। হাড়োয়ায় পৌঁছনোর আগে কিছু তৃণমূল কর্মী-সমর্থক বাম-প্রতিনিধিদের কালো পতাকা দেখান।
বিস্তারিত...
গাড়িতে যুবকের গুলিবিদ্ধ দেহ, ধৃত দুই সঙ্গী
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর
জাতীয় সড়কের পাশে থাকা একটি গাড়ি থেকে এক যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে দুবরাজপুর থানা এলাকার গড়গড়াঘাটের কাছে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে দেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজেশ অগ্রবাল (৩০)। বাড়ি ঝাড়খণ্ডের ঝরিয়ায়। মাস তিনেক আগে বর্ধমানের পাণ্ডবেশ্বরের এক টায়ার ব্যবসায়ীর ম্যানেজার পদে যোগ দিয়েছিলেন তিনি। ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম ভূতনাথ রায় ও অজিত তিওয়ারি। ধৃতদের শুক্রবার দুবরাজপুর আদালতে তোলা হয়। ধৃতেরা রাজেশের পরিচিত। জেলা পুলিশ সুপার নিশাদ পারভেজ বলেন, “ধৃতদের সঙ্গে ওই খুনের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। তবে ওই গাড়িতে আরও এক জন ছিল। পুলিশ তার সন্ধান করছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত আটটা নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে দেখে সন্দেহ হয় পুলিশের টহলদারি ভ্যানের।
বিস্তারিত...
নেতাই-কাণ্ডে কেন সুশান্তকে
গ্রেফতার নয়, প্রশ্ন হাইকোর্টে
নিজস্ব সংবাদদতা • কলকাতা
বিধানসভার ভোটে সিপিএমের ঘোর দুর্দিনেও যাঁরা জিতেছেন, তিনি তাঁদের অন্যতম। কিন্তু কার্যত সেই জয়ের পর থেকে আর কোনও পাত্তাই নেই গড়বেতার দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা সুশান্ত ঘোষের। তিনি কোথায় গেলেন, সেই প্রশ্ন উঠেছিল খাস বিধানসভার অধিবেশনেও। এ বার কলকাতা হাইকোর্টে প্রশ্ন উঠল, লালগড়ের নেতাই গ্রামের হত্যাকাণ্ডে সিপিএমের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে গ্রেফতার করা হচ্ছে না কেন? শুক্রবার হাইকোর্টে নেতাই মামলার শুনানি ছিল। তখনই এক আইনজীবী প্রশ্ন তোলেন, নেতাই-কাণ্ডে সুশান্ত ঘোষকে কেন গ্রেফতার করা হয়নি? এই প্রশ্ন শুনে আদালতে হাজির অন্য আইনজীবীরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে থাকেন। সিবিআইয়ের আইনজীবী হিমাংশু দে সেই সময় আদালতে জানান, নেতাই-কাণ্ডে এখনও অভিযুক্তের তালিকায় সুশান্তবাবুর নাম নেই। ওই মামলায় কেউই তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি। তাই তাঁকে গ্রেফতারের প্রশ্নই নেই।
বিস্তারিত...
এক নজরে...
•
যৌনকর্মীদের ছেলেদের নিয়ে ফুটবল
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
কংগ্রেসের দফতর থেকে
আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
বিনা লড়াইয়ে ফের মেয়র কংগ্রেসের গঙ্গোত্রী
দক্ষিণবঙ্গ
সিপিএম পরিবারের বধূকে গণধর্ষণ, ধৃত ৩ তৃণমূল-কর্মী
হাওড়ার দু’টি ব্লকে বন্যা
নিয়ন্ত্রণ প্রকল্প বিশ বাঁও জলে
বর্ধমান
মন্দির নেই, তবু চার গ্রামে ধুমধামেই পূজিত কুলাইচণ্ডী
বেপরোয়া পুলকার ধরপাকড় চলবেই, হুঁশিয়ারি প্রশাসনের
পুরুলিয়া
হাতে ‘ভুয়ো’ নিয়োগপত্র, কাজ পাচ্ছেন না প্রার্থীরা
বিনা নোটিসে বাস চালানো বন্ধ করলেন কর্মীরা
মুর্শিদাবাদ
জেলা লিগে ৯টি
দলই বহরমপুরের
মাসির বাড়ির মহাভোগ
পাতে পাস্তা থেকে পায়েস
মেদিনীপুর
নন্দীগ্রামের জেলায় দেড়শো পার্টি অফিস বন্ধ সিপিএমের
শহর-উন্নয়নে দুই পুরসভা চায় এমকেডিএ’র সাহায্য
কলকাতা
৩২.১/২৫.৬
আজকের দিনে
•
১৯৩৮:
অভিনেতা সঞ্জীব কুমারের জন্ম।
•
১৯৫১:
মার্কিন অভিনেতা ক্রিস কুপারের জন্ম।
•
১৯৫৬:
মার্কিন অভিনেতা টম হ্যাঙ্কসের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
শ্রেণিবদ্ধ
অনিবার্য কারণবশত এখন থেকে আর
পাত্র-পাত্রী
প্রকাশিত হবে না। এর জন্য আমরা ক্ষমাপ্রার্থী।
জলের মাঝে শতাধিক দ্বীপ ভেসে রয়েছে একা একা। কিন্তু তারা নিজেদেরকে জুড়ে নিয়েছে
মাঝারি চওড়া ক্যানালের মাধ্যমে— ভেনিস। জলের কথা উঠল যখন, ঘুরে আসা যাক তবে
হাওয়াই দ্বীপপুঞ্জ থেকেও। সেখানে রয়েছে জল-ঘেরা প্রচুর দ্বীপ। এই দুই জায়গার ‘জলের গল্প’
নিয়ে এ সংখ্যার
আপনার কলমে
। সঙ্গে
ফোটো শপে
পিন্ডারি যাওয়ার বর্ণনা, অবশ্যই ক্যামেরায়।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.