নেতাই-কাণ্ডে কেন সুশান্তকে
গ্রেফতার নয়, প্রশ্ন হাইকোর্টে

বিধানসভার ভোটে সিপিএমের ঘোর দুর্দিনেও যাঁরা জিতেছেন, তিনি তাঁদের অন্যতম। কিন্তু কার্যত সেই জয়ের পর থেকে আর কোনও পাত্তাই নেই গড়বেতার দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা সুশান্ত ঘোষের। তিনি কোথায় গেলেন, সেই প্রশ্ন উঠেছিল খাস বিধানসভার অধিবেশনেও। এ বার কলকাতা হাইকোর্টে প্রশ্ন উঠল, লালগড়ের নেতাই গ্রামের হত্যাকাণ্ডে সিপিএমের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে গ্রেফতার করা হচ্ছে না কেন?
শুক্রবার হাইকোর্টে নেতাই মামলার শুনানি ছিল। তখনই এক আইনজীবী প্রশ্ন তোলেন, নেতাই-কাণ্ডে সুশান্ত ঘোষকে কেন গ্রেফতার করা হয়নি? এই প্রশ্ন শুনে আদালতে হাজির অন্য আইনজীবীরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে থাকেন। সিবিআইয়ের আইনজীবী হিমাংশু দে সেই সময় আদালতে জানান, নেতাই-কাণ্ডে এখনও অভিযুক্তের তালিকায় সুশান্তবাবুর নাম নেই। ওই মামলায় কেউই তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি। তাই তাঁকে গ্রেফতারের প্রশ্নই নেই।
অন্য একটি মামলায় অবশ্য হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন সুশান্তবাবু। আগামী সপ্তাহে সেই আবেদনের শুনানি হতে পারে। এক মাস হয়ে গেল সিপিএমের ওই প্রাক্তন মন্ত্রী গড়বেতার বিধায়ক আত্মগোপন করে রয়েছেন। বিধানসভার অধিবেশনেও তিনি গরহাজির ছিলেন। তাঁর অনুপস্থিতি নিয়ে বিধানসভাতেও প্রশ্ন তুলেছিলেন শাসক দলের বিধায়কেরা। ওই বিধায়ক কোথায়, সেই ব্যাপারে তাঁর দলের তরফেও পরিষ্কার করে কিছু জানানো হচ্ছে না। সুশান্তবাবু এই মুহূর্তে ত্রিপুরায় আত্মগোপন করে রয়েছেন বলে ওই রাজ্যের বিরোধী দলনেতা সম্প্রতি অভিযোগ তুলেছেন। তবে নেতাই-কাণ্ডে এই প্রথম সুশান্তবাবুর নাম উঠল। এ দিন হাইকোর্টে নেতাই-কাণ্ডে নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ নিয়ে আলোচনা হয়। নেতাই নিয়ে জনস্বার্থের মামলা দায়ের করেছে বার অ্যাসোসিয়েশন। তাদের দাবি ছিল, নিহতদের পরিবারকে ২০ লক্ষ টাকা এবং আহতদের মাথাপিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আগেকার বাম সরকার ক্ষতিপূরণ দিতে রাজিও হয়েছিল। কিন্তু ক্ষতিপূরণের পরিমাণ স্থির হয়নি। তার আগেই সরকার বদল হয়ে গিয়েছে। ক্ষতিপূরণের প্রশ্নে রাজ্য সরকারের পক্ষে অ্যাডভোকেট জেনারেল অনিন্দ্য মিত্র এ দিন বলেন, নতুন সরকার কার্যভার নিয়েছে কিছু দিন আগেই। এই বিষয়টি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করা যায়নি। কয়েক দিনের মধ্যেই রাজ্য মন্ত্রিসভা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
Previous Story Medinipur Next Story


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.