|
|
|
|
শিলিগুড়ি পুরসভা |
বিনা লড়াইয়ে ফের মেয়র কংগ্রেসের গঙ্গোত্রী |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ফের শিলিগুড়ি পুরসভার মেয়র হলেন কংগ্রেসের গঙ্গোত্রী দত্ত। দু’বছর আগে বামেরা ছিলেন তাঁর পাশে। এ বার পাশে তৃণমূল। গত ২৭ জুন তৃণমূলের চাপেই ইস্তফা দিলেও, ১১ দিনের মাথায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে মেয়র হলেন গঙ্গোত্রী দেবী। কংগ্রেসের নান্টু পালও বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন।
শুক্রবার দুপুরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব-সহ কংগ্রেস, তৃণমূলের নেতাদের উপস্থিতিতে মনোনয়ন জমা দেন গঙ্গোত্রী দেবী ও নান্টুবাবু। সময়সীমা ছিল বেলা ১টা পর্যন্ত। কিন্তু বামেরা জানান, তাঁরা প্রতিদ্বন্দ্বিতায় যাবেন না। নির্দিষ্ট সময়ের পরে কংগ্রেসের দুই প্রার্থীকে নির্বাচিত বলে ঘোষণা করেন পুর কর্তৃপক্ষ। পুরসভা সূত্রের খবর, আজ, শনিবার দুপুরে গঙ্গোত্রী দেবীকে শপথ গ্রহণ করাবেন দার্জিলিঙের জেলাশাসক মোহন গাঁধী। পরে গঙ্গোত্রী দেবী ডেপুটি মেয়র ও মেয়র পারিষদদের নাম ঘোষণা করবেন। |
|
জোটের তরফে মনোনয়নপত্র জমা দেওয়ার পর উল্লসিত কংগ্রেস ও তৃণমূল
নের্তৃবৃন্দ। শিলিগুড়ি পুরসভায়। শুক্রবার বিশ্বরূপ বসাকের তোলা ছবি। |
মেয়র ও চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হলে কংগ্রেস-তৃণমূলের তরফে যৌথ সাংবাদিক সম্মেলনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতমবাবু বলেন, “মন্ত্রী হওয়ার পরে শিলিগুড়ি পুরসভায় কংগ্রেস-তৃণমূলকে একসূ্ত্রে বাঁধা ছিল আমার সবচেয়ে বড় কাজ। অতীত ঘাঁটতে চাই না। নতুন করে পথ চলা শুরু হল। পাঁচ বছরের মধ্যে দু’বছর চলে গিয়েছে। কেন্দ্র ও রাজ্যের সাহায্যে তিন বছরের মধ্যে পাঁচ বছরের কাজ করা হবে।” পাশাপাশি, দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি (সমতল) শঙ্কর মালাকার বলেন, “অতীতের ভুল শুধরে আমরা সামনে তাকাতে চাই। শিলিগুড়ির জন্য অনেক কাজ করতে হবে।”
দলীয় সূত্রের খবর, কংগ্রেসের তরফে শঙ্করবাবু ও তৃণমূলের তরফে গৌতমবাবু পুরসভার কাজকর্ম দেখভাল করবেন বলে এ দিন জানিয়েছেন। প্রতি মাসে পুরসভার বিভিন্ন প্রকল্প খতিয়ে দেখা ছাড়াও, কোনও সমস্যা হলে সমাধানের চেষ্টা করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। ২০০৯ সালে জোটবদ্ধ ভাবে ভোটে লড়ার সময় দু’দল অভিন্ন কর্মসূচি তৈরি করেছিল। এ বার সেই কর্মসূচিকেই সামনে রেখে কাজ শুরু করা হবে বলে বলে দু’দলই জানিয়েছে।
এ দিন পুরসভা নিয়ে আলোচনা করতে বিশেষ বৈঠক ডাকে দার্জিলিং জেলা বামফ্রন্ট। বৈঠকের পরে রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য বলেন, “নুরুল ইসলাম বিরোধী দলনেতা থাকবেন। দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব।”
|
|
|
|
|
|