আড়িপাতা নিয়ে ধৃত প্রধানমন্ত্রীর প্রাক্তন অফিসার |
নিজস্ব সংবাদদাতা • লন্ডন |
ফোনে আড়িপাতা কেলেঙ্কারির জের চলছেই। এ বার এই ঘটনায় অস্বস্তিতে পড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও।
আজ লন্ডনে গ্রেফতার করা হল ‘নিউজ অফ দ্য ওয়ার্ল্ড’-এর প্রাক্তন সম্পাদক অ্যান্ডি কুলসনকে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর এক সময়ের মুখ্য জনসংযোগ অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। এর সঙ্গেই, ট্যাবলয়েডটির রাজ পরিবার বিষয়ক প্রাক্তন এক সম্পাদক ক্লাইভ গুডম্যানকেও আজ গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে তথ্য সংগ্রহের জন্য পুলিশকে ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। ২০০৭-এও একবার জেল খেটেছেন গুডম্যান। ফোনে আড়িপাতাকে কেন্দ্র করে বিতর্কের জেরে ব্রিটিশ ট্যাবলয়েড ‘নিউজ অফ দ্য ওয়ার্ল্ড’ রবিবারের পর আর বেরোবে না বলে কালই ঘোষণা করা হয়েছিল। খবর জোগাড়ের তাগিদে ট্যাবলয়েডটির সাংবাদিকরা শুধু চার হাজার লোকের ফোনে আড়িই পাতেনি, বিভিন্ন সময়ে পুলিশকে মোট ১ লক্ষ পাউন্ড ঘুষও দিয়েছিল বলে জানা গিয়েছে। চলতি সপ্তাহের গোড়ার দিকে ‘নিউজ অফ দ্য ওয়ার্ল্ড’-এর সাংবাদিকদের ফোনে আড়িপাতা নিয়ে লেবার পার্টির সাংসদ ক্রিস ব্রায়ান্ট সরব হয়েছিলেন।
তাঁর প্রাক্তন অফিসার গ্রেফতার হওয়ায় আজ মুখ খুলেছেন বিব্রত ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আড়িপাতা কেলেঙ্কারির জন্য তিনি রাজনীতিক এবং সংবাদমাধ্যমের একাংশকেই দুষেছেন। এক বিচারপতিকে এর তদন্তের নির্দেশও দেন তিনি। শীঘ্রই দেশের সংবাদপত্র আইনের বদল আনা হবে বলেও জানিয়েছেন ক্যামেরন। রুপার্ট মারডকের ‘নিউজ কর্পোরেশন’ গোষ্ঠী ৪২ বছর আগে ওই ট্যাবলয়েডটি কিনেছিল। |
আছড়ে পড়ল বিমান, বেঁচে গেলেন ৫৭ জন |
সংবাদসংস্থা • কিনশাসা |
প্রবল বৃষ্টির মধ্যে নামতে গিয়ে বিমানটি আছড়ে পড়ল কাছের গভীর জঙ্গলে। প্রাণ হারালেন ৫৩ জন যাত্রী। কিন্তু বিস্ময়কর ভাবে বেঁচে গেলেন ৫৭ জন। কঙ্গোর পূর্বদিকে গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র কিসাঙ্গানি। ওই শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে ঝড় বৃষ্টির মধ্যে নামার চেষ্টা করে হেওয়া বোরা সংস্থার একটি বিমান। তখনই ঘটে দুর্ঘটনা। কিসাঙ্গানি বিমানবন্দর থেকে ২০০ মিটার দূরে গভীর জঙ্গলের মধ্যে সেটি ভেঙে পড়ে। কঙ্গো সরকারের মুখপাত্র ল্যামবার্ট মেন্ডের দাবি, ধ্বংসস্তূপ থেকে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। বিমান দুর্ঘটনার তালিকায় প্রথম সারিতে রয়েছে প্রজাতান্ত্রিক কঙ্গোর নাম। বারবার দুর্ঘটনা ঘটায় কঙ্গোয় নথিবদ্ধ সব বিমান সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। |
|