|
|
|
|
খাবারের খোঁজে লোকালয়ে হাতি |
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
খাবারের খোঁজে লোকালয়ে ভাঙচুর চালাল একদল বুনো হাতি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল সংলগ্ন শামুকতলা থানার উত্তর রামপুর গ্রামে। এ দিন লোকালয়ে প্রায় পাঁচঘন্টা বুনোদের তাণ্ডব চলে। হাতির দল কাঁঠাল ও লটকা পেড়ে খায়। সুপারি বাগানে গাছ তছনছ করে। এর পরে স্থানীয় বাসিন্দাদের রান্না ঘরের বেড়া ভেঙে ভাতও খায়। তবে বৃহস্পতিবার রাতেই প্রথম নয়। গত এক সপ্তাহ থেকে ওই এলাকায় বুনো হাতির উপদ্রব চলছে। এলাকার বাসিন্দাদের ঘুম উবে গিয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ হাতির দল রায়ডাক জঙ্গল থেকে উত্তর রামপুর গ্রামে ঢোকে। দুটি লটকা গাছ থেকে সমস্ত লটকা খেয়ে গাছ ভেঙে দেয়। অতুল সূত্রধর, গীতা দেবনাথদের বাড়িতে ঢুকে কাঁঠাল পেড়ে খায়। দীপক দেবনাথের বাড়ির রান্না ঘরের বেড়া ভেঙে ভাতের হাড়ি তুলে নিয়ে ভাত খেয়ে নেয়। বাসিন্দাদের হইচই গা করেনি বুনোরা। উল্টে তারা সুপারি বাগানে ঢুকে তাণ্ডব চালায়। এ ভাবে প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে ভোর ৩টা নাগাদ হাতিগুলি ফিরে যায়। গৌরাঙ্গ দেবনাথ বলেন, “বুনো হাতির হানায় ধান চাষ বন্ধের মুখে। তাই সুপারি ও লেবু বুনেছি। এখন দেখছি সুপারি গাছও বাদ পড়ছে না।” গ্রামবাসীরা জানান, গত এক সপ্তাহে বুনো হাতির দল বিভিন্ন বাগানে ঢুকে ২০০ সুপারি গাছ ভেঙেছে। মশাল, পটকায় ভয় পাচ্ছে না। বক্সা ব্যাঘ্র প্রকল্পের সাউথ রায়ডাকের রেঞ্জার উৎপল দত্ত বলেন, “বুনো হাতির হানা ঠেকাতে রাতে টহলদারি শুরু করা হয়েছে। ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা চলছে।” |
|
|
|
|
|