|
|
|
|
বিক্ষোভ স্টেশনে |
মন্ত্রী প্ল্যাটফর্মে, ষাঁড়ও, সাসপেন্ড ২ রেলকর্মী |
নিজস্ব সংবাদদাতা• মালদহ |
গভীর রাতে ট্রেন ধরবেন রেল প্রতিমন্ত্রী মুকুল রায়। মালদহ টাউন স্টেশনে সে খবর জানানো হয়েছিল আগাম। কিন্তু মন্ত্রী যখন প্ল্যাটফর্মে, তখন ‘রীতি’ মেনে স্টেশনের ভারপ্রাপ্ত সব অফিসার-কর্মী সেখানে হাজির হননি। উল্টে, মন্ত্রী স্টেশনে গিয়ে দেখেছেন, প্ল্যাটফর্মে দাপাচ্ছে একটি ষাঁড়। তার দাপাদাপিতে বিপন্ন ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা।
বুধবার রাতের ঘটনা। তার পরেই দুই অফিসারকে সাসপেন্ড করেন মালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমিশনার এন তাম্বে। সাসপেন্ড করা হয়েছে মালদহ টাউন স্টেশনের মুখ্য টিকিট পরীক্ষক হৃদয়রঞ্জন দাস এবং এক টিকিট সংগ্রাহককে। এ ছাড়া, এক ‘কেটারিং বয়’ এবং রেলের বিদ্যুৎ বিভাগের এক কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। রেল কর্তৃপক্ষের দাবি, ‘ইন্সপেকশন’ চলাকালীন ‘কর্তব্যে গাফিলতি’র জেরেই এই সিদ্ধান্ত।
যদিও সিদ্ধান্তের পিছনে ‘অন্য ছায়া’ দেখছেন মালদহ ডিভিশনের কর্মী-আধিকারিকদের একাংশ। ‘সাসপেনশন’ প্রত্যাহারের দাবিতে শুক্রবার মালদহ টাউন স্টেশনে স্টেশন ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান মালদহ ডিভিশনের টিকিট সংগ্রাহক ও পরীক্ষকেরা। তাঁদের ক্ষোভ, “প্ল্যাটফর্মে ষাঁড় ঢুকলে কি টিকিট পরীক্ষকেরা তাড়াবেন? মন্ত্রী হাজির থাকাতেই লঘু পাপে গুরুদণ্ড হয়েছে।” মুকুলবাবুর দাবি, “এ ব্যাপারে কিছুই জানি না। নির্বাচনী প্রচারে গিয়েছিলাম। সরকারি কাজে যাইনি। তাই রাতে আমার জন্য প্ল্যাটফর্মে সব রেলকর্মীকে হাজির থাকতে হবে, এটার কোনও মানে নেই।” |
|
|
|
|
|