পূর্ব চম্পারণের মধুবনিতে উন্মত্ত হয়ে নিজের মাহুতকেই মেরে ফেলল একটি হাতি। পুলিশ জানিয়েছে, হাতিটিকে একটি বিয়ের কাজে উত্তরপ্রদেশ থেকে আনা হয়েছিল। আজ সকালে হাতিটি হঠাৎই খেপে যায়। তাকে শান্ত করার চেষ্টা করতে গেলে সে তার মাহুত, আলিহাদ মিঞাকেই পায়ে পিষে মেরে ফেলে। পরে বাকি মাহুতরা এবং বনবিভাগের কর্মীরা গিয়ে হাতিটিকে বাগে আনে। এদিকে ঝাড়খণ্ডের সিমডেগায় ঘাগরা মেহেরটোলি গ্রামে হাতির হানায় এক মহিলার মৃত্যু হয়েছে। |
কিছুদিন আগে সাপুড়ের কাছ থেকে গেছোবোড়াটি উদ্ধার করে বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করা নালিকুলের সংগঠন ‘শিমূলতলা কনজার্ভেশনিস্ট’। এই ধরণের সাপ মূলত পশ্চিমঘাট অঞ্চলে দেখা যায়। এ ছাড়াও ওই কেন্দ্রের কর্মীরা সাপুড়ের কাছ থেকে অসুস্থ অবস্থায় একটি পাইথনকে উদ্ধার করে। বন দফতরের পরামর্শক্রমে ওই সংগঠনের সদস্যরাই বছর তিনেকের সাপটির দেখভাল করছে। ওই সংগঠনের তরফে জানানো হয়েছে, সিমলিপালের জঙ্গল থেকে পাইথনটিকে সাপুড়েরা ধরেছিল। পরিচর্যায় পরে সে এখন অনেকটাই সুস্থ। সম্পূর্ণ সুস্থ হলে ওই জঙ্গলেই তাকে ছেড়ে দিতে বন দফতরকে অনুরোধ করা হবে। এ ছাড়াও উদ্ধার করা হয় ট্রিঙ্কেট স্নেক। এই ধরণের সাপ মূলত কর্নাটকে দেখতে পাওয়া যায়। তবে উত্তরবঙ্গে এই ধরণের সাপের অন্য প্রজাতির দেখা মেলে। |
এক ঘণ্টার মধ্যে রাস্তায় পড়ে থাকা পশুদের মৃতদেহ কলকাতা পুরসভাকে সরিয়ে নিতে হবে। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জে এন পটেল ও বিচারপতি অসীম রায়ের ডিভিশন বেঞ্চ একটি জনস্বার্থের মামলায় এমনই নির্দেশ দিয়েছে। এ শহরের পথে কুকুর-বিড়ালের মৃতদেহ পড়ে থাকে দিনের পর দিন। গাড়ির চাকায় পিষে এক সময়ে তা রাস্তায় মিশে যায়। বিষয়টি শুনে প্রধান বিচারপতি জে এন পটেল জানতে চান, পুরসভা থাকা সত্ত্বেও দু’তিন দিন রাস্তায় মৃতদেহ পড়ে থাকে কী করে। এ দিন ডিভিশন বেঞ্চ জানায়, সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে, কোন নম্বরে ফোন করলে পুরসভা রাস্তা থেকে পশুদের মৃতদেহ সরাবে। ডিভিশন বেঞ্চ আরও জানায়, অবিলম্বে পুরসভাকে এই কাজের জন্য একটি সেল তৈরি করতে হবে। |
ফের বাঘের হানা গোসাবার গ্রামে। বৃহস্পতিবার রাতে সুন্দরবনের পিরখালি জঙ্গল থেকে একটি বাঘ বিদ্যা নদী সাঁতরে গোসাবার মথুরাখণ্ড এবং আমলামেথি গ্রামে হানা দেয়। বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই গ্রামবাসীর গোয়ালে ঢুকে বাঘটি তিনটি ছাগল মারে। বাসিন্দাদের থেকে খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে যান। কিন্তু বাঘ ধরা যায়নি। শুক্রবার সকালে পায়ের ছাপ দেখে বনকর্তাদের অনুমান, বাঘ নদী পেরিয়ে ফের জঙ্গলে ফিরে গিয়েছে। |
চা বাগানের খাদে পড়ে একটি হাতির বাচ্চার মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে অসমের নগাঁও জেলায়। বনবিভাগ সূত্রে খবর, হাতির দল থেকে আলাদা হয়ে পুরুষ শাবকটি গত রাতে সামাগুড়ি এলাকার লেংটেং চা বাগানের গভীর খাদে পড়ে গিয়েছিল। আজ সকালে, গুরুতরভাবে জখম অবস্থায় চা শ্রমিকরা হাতিটিকে উদ্ধার করে। তবে তাকে বাঁচানো যায়নি। |