l
Sicily Villas Apartments
l
Freelance Jobs at
Contractedwork.com
l
reise.li
l
Consumer forum
l
storage beds
l
Registrar nombre del dominio
l
Registro de Domínios
l
Russian101domain
l
Domain Registration
অভিযুক্ত সিপিএম নেতার ঝুলন্ত
দেহ উদ্ধার ভক্তিনগরে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
শিলিগুড়ি লাগোয়া ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার এক সিপিএম নেতার ঝুলন্ত দেহ মিলল তাঁর ঘরেই। বৃহস্পতিবার ভোরে ভক্তিনগর থানার জনতানগরে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম তপন দেবনাথ (৬১)। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, তিনি আত্মঘাতী হয়েছেন। ঘটনাচক্রে বুধবার তপনবাবুর বিরুদ্ধে বন্দুক দেখিয়ে জমি বিক্রিতে বাধ্য করানোর অভিযোগে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর দ্বারস্থ হন গায়ত্রী সাউ নামে এক মহিলা। গায়ত্রীদেবীকে থানায় নিয়ে গিয়ে পুলিশকে বিষয়টি দেখার নির্দেশ দেন মন্ত্রী। পরিবারের মতে, অভিযুক্ত তপনবাবুকে থানায় জেরা করে পুলিশ। রাতে খাওয়া-দাওয়া করে শুয়ে পড়লেও ভোরবেলা তাঁর দেহ ঝুলতে দেখেন বাড়ির লোকজন। তাঁরা ঘটনাটি লিখিত ভাবে থানায় জানান। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়না-তদন্তে পাঠায়। রাতে তপনবাবুর ছোট ছেলে প্রসেনজিৎ থানায় ফের একটি আবেদন জমা দেন। তাতে এই ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র বা প্ররোচনা আছে কিনা, তা তদন্ত করে দেখতে বলা হয়। প্রায় দু’দশক আগে বহরমপুর থেকে এসে জনতানগরে ডেরা বাঁধলেও সিপিএমের নেতা হওয়ার সুবাদে এলাকায় অত্যন্ত প্রভাবশালী হয়ে ওঠেন তপনবাবু।
বিস্তারিত...
চিটফান্ডের কাছে প্রতারিত জনতা
পুলিশ ফাঁড়ি পোড়াল কোন্নগরে
নিজস্ব সংবাদদাতা • কোন্নগর
চিটফান্ড সংস্থার কাছে প্রতারিত জনতার আক্রোশের শিকার হল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় কোন্নগর ফাঁড়িতে যথেচ্ছ ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের একটি জিপ এবং মোটরবাইকও। ফাঁড়ির জনা পাঁচেক পুলিশকর্মী প্রতিরোধ করতে গিয়ে ব্যর্থ হন। জনতার মারে আহত হন দুই পুলিশকর্মী। এর পরে জনতা চিটফান্ড সংস্থার অফিসেও ভাঙচুর চালায়। সংস্থার এক কর্ত্রীকে বেধড়ক মারধর করা হয়। এই পরিস্থিতির মধ্যেই পুলিশ জানতে পারে, চিটফান্ড সংস্থার আর এক কর্ত্রীর স্বামী গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। শেষে তিনটি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। গ্রেফতার করা হয় ৬ জনকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে সি এস মুখার্জি রোডের বাসিন্দা মুরারী রায়ের বাড়ির একতলা ভাড়া নিয়ে ‘এন এম জি’ নামে চিটফান্ডটি চালাচ্ছিলেন ওই এলাকারই বাসিন্দা রানি মুখোপাধ্যায় এবং তাঁর বোন, উত্তর ২৪ পরগনার ঘোলার বাসিন্দা দীপালি সিংহরায়।
বিস্তারিত...
দুঃস্থ হয়েও চাল মেলেনি, বিক্ষোভ গ্রামবাসীদের
সুরজিৎ সিংহ • বাঁকুড়া
গলদ গোড়াতেই। চাল পাওয়ার কথা বিপিএল তালিকাভুক্তদের। অথচ গ্রামে এমন অনেক প্রকৃত গরিব রয়েছেন, যাঁদের নাম বিপিএল তালিকায় নেই। আবার অপেক্ষাকৃত অবস্থাপন্নদের নাম ঢুকে গিয়েছে তালিকায়। ‘ত্রুটিপূর্ণ’ বিপিএল তালিকার ভিত্তিতে চাল বিলি করায় প্রধান-সহ কর্মীদের গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আটকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শুধু তাই নয়, খবর পেয়ে বিডিও এসে যখন সরেজমিন ঘুরে দেখলেন, তখন পাকা বাড়ির মালিক বা ডেকোরেটার ব্যবসায়ীর নামও বিপিএল তালিকায় রয়েছে শুনে তাজ্জব বনে গেলেন। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে বাঁকুড়া ১ ব্লকের কেঞ্জাকুড়া গ্রামে। বিপিএল তালিকা নিয়ে এর আগেও ভুরিভুরি অভিযোগ উঠেছে। এলাকার শিবমন্দির থেকে শুরু করে গৃহপালিত পশুর নামও ওই তালিকায় থাকার নজির মিলেছে। সম্প্রতি রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনার ‘হেল্থ কার্ড’-এর জন্য ছবি তোলার ক্ষেত্রে একই সমস্যায় পড়েছিল প্রশাসন। জেলায় জেলায় এই নিয়ে বিক্ষোভ হয়েছে। পঞ্চায়েত ও ছবি তোলার কর্মীরা গ্রামবাসীদের মারও খেয়েছেন। কেঞ্জাকুড়াও ব্যতিক্রম নয়।
বিস্তারিত...
কেশপুর-গড়বেতায় বেপাত্তা
প্রধানরা, থমকে আছে উন্নয়ন
বরুণ দে • মেদিনীপুর
বিধানসভা নির্বাচনে বদলে গিয়েছে রাজনৈতিক সমীকরণ। পশ্চিম মেদিনীপুরের মতো ‘লালদুর্গে’ও বিপর্যস্ত হয়েছে সিপিএম। আর তার পর থেকেই এত দিনের শক্ত ঘাঁটিতে ‘রোষে’র মুখে পড়েছে তারা। দলীয় অফিস বন্ধ হয়েছে। নেতা-কর্মীরাও নানা আশঙ্কায় এলাকা ছাড়া। এই ‘পরিবর্তন’ শুধু রাজনৈতিক-সাংগঠনিক পর্যায়েই থেমে থাকেনি। স্থানীয় প্রশাসনিক স্তরেও অচলাবস্থা তৈরি করেছে। কেশপুর, গড়বেতার মতো একদা সিপিএমের ‘গড়’-এ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির প্রধান, সভাপতি, কর্মাধ্যক্ষরা এলাকাছাড়া হওয়ায় মাস খানেক ধরে শিকেয় উঠেছে উন্নয়নের কাজ। পঞ্চায়েত থেকে নানা রকম শংসাপত্র দেওয়ার কাজ থমকে গিয়েছে। বিধবা বা বার্ধক্য ভাতা, তফসিলিদের ভাতা প্রদান, একশো দিনের প্রকল্প, ইন্দিরা আবাস যোজনায় সাহায্য দানের মতো সামাজিক সুরক্ষামূলক কর্মসূচিও ব্যাহত হচ্ছে। সবথেকে খারাপ অবস্থা কেশপুরেই। এখানে সিপিএমের শতাধিক দলীয় কার্যালয় বন্ধ হওয়ার পাশাপাশি একের পর এক গ্রাম পঞ্চায়েত, এমনকী পঞ্চায়েত সমিতির কাজও স্তব্ধ। গড়বেতার দাসেরবাঁধের কাছে হাড়গোড় উদ্ধারের পরে ন’বছর আগে কেশপুরের এক ‘গণহত্যা’ নিয়ে নতুন করে মামলা দায়ের হওয়ায় এলাকা ছাড়া হয়েছেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তড়িৎ খাটুয়া।
বিস্তারিত...
ইভ-টিজিংয়ের প্রতিবাদ, ছুরির ঘায়ে জখম দু’জন
নিজস্ব সংবাদদাতা • ডোমজুড়
মোটরবাইকে চড়ে কিছু উটকো যুবক পাড়ার মেয়েদের বিরক্ত করছে দেখে চুপ করে বসে থাকতে পারেননি মানু, বাবলারা। প্রতিবাদ করেন তাঁরা। বাইক নিয়ে দু’জন চম্পট দিলেও বাকি দু’জনকে ধাওয়া করে ধরে ফেলেন। ধস্তাধস্তির সময়ে ছুরি বের করে চালিয়ে দেয় এক ইভ-টিজার। জখম অবস্থায় মানু রাম নামে এক জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বাবলা বেরা নামে জখম আরও এক যুবককে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। জনতার মারে জখম এক ইভ-টিজারেরও চিকিৎসা চলছে হাসপাতালে। বুধবার ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড় থানার উত্তর নিবড়া পঞ্চাননতলায়। মাস কয়েক আগে বারাসতে রাতের অন্ধকারে দিদি রিঙ্কুকে ইভ-টিজিংয়ের শিকার হতে দেখে প্রতিবাদ করেছিল ভাই রাজীব দাস। দুষ্কৃতীরা ছুরি চালিয়ে তাকে মেরেই ফেলে। ওই ঘটনায় দুষ্কৃতীরা সকলেই ধরা পড়েছে। ডোমজুড়ের ঘটনাতেও অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সন্ধে তখন প্রায় ৬টা।
বিস্তারিত...
আড়াই বছরেই ভেঙে পড়ল গার্ডওয়াল
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর
নিম্নচাপের বৃষ্টিতে চেকড্যামের গার্ডওয়াল ছাপিয়ে জল ঢুকেছিল গ্রামে। এ বার রোদ উঠতেই ধসে পড়ল সেই গার্ডওয়াল। এর ফলে বর্ষায় বানভাসি হওয়ার আশঙ্কায় ভুগছেন বিষ্ণুপুর ব্লকের বনকাটি গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের ক্ষোভ, আড়াই বছরের মধ্যে একটি গার্ডওয়াল কেন ভেঙে পড়বে। গ্রামবাসী নিমাই ঘোষ, তারক প্রতিহারদের অভিযোগ, “গার্ডওয়াল তৈরিতে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। সিমেন্ট কম মেশানো হয়েছে। সে জন্যই এত কম দিনে গার্ডওয়াল ধসে পড়ল। আমাদের আশঙ্কা, অল্প বৃষ্টিতেই ভেসে যাবে গোটা গ্রাম।” প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৪ লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছিল ঝরিয়া-বনকাটি খালের এই গার্ডওয়ালটি। কাজ দেখাশোনার জন্য একটি বেনিফিশিয়ারি কমিটি করে দিয়েছিল সংশ্লিষ্ট মড়ার গ্রাম পঞ্চায়েত। এলাকাবাসীর অভিযোগ, সিপিএম নিয়ন্ত্রিত পঞ্চায়েত ওই বেনিফিশিয়ারি কমিটিতে দলীয় কর্মীদের ঢুকিয়ে টাকা নয়ছয় করায় অল্পদিনেই ভেঙে পড়েছে গার্ডওয়াল।
বিস্তারিত...
রাস্তায় গাছ ফেলে পরপর বাসে
ডাকাতি, গ্রেফতার ৮
নিজস্ব সংবাদদাতা • মাজদিয়া
রাস্তার উপরে গাছের গুঁড়ি ফেলে বুধবার রাতে কন্যাযাত্রীর গাড়ি সহ বেশ কয়েকটি গাড়িতে যাত্রীদের জিনিসপত্র লুঠপাট হয়েছে। রাত সাড়ে ১২টা থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে ডাকাতি হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সেখানে মহিলাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। ওই দিন রাতেই পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের পরিচয় নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে কৃষ্ণগঞ্জ থানা চত্বরে দেখা যায় সিপিএম ও তৃণমূলের একাধিক স্থানীয় নেতাকে। জেলা পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য বলেন, “রাস্তায় গাছের গুঁড়ি ফেলে গাড়ি থামিয়ে লুঠপাট করা হয়েছে। খবর পাওয়া মাত্রই পুলিশ গিয়ে আট জনকে গ্রেফতার করেছে। তার মধ্যে ৭ জনকে শনাক্তও করেছেন অভিযোগকারীরা। লুঠ করা গহনাও উদ্ধার করা হয়েছে।” ওই সাত জনের মধ্যে দু’জন স্থানীয় এক তৃণমূল নেত্রীর আত্মীয়। মাজদিয়া ও বগুলা এলাকায় ওই দিন একাধিক বিয়ের অনুষ্ঠান ছিল। কন্যাযাত্রী ও আমন্ত্রিতদের বেশ কয়েকটি গাড়ি মাজদিয়া থেকে গাজনা ভায়া খাটুরা রাস্তা ধরে যাতায়াত করে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
মালদহ কলেজে ছাত্র সংঘর্ষ
পুর-বাজেটে সমর্থন নিয়ে
কংগ্রেসকে হুমকি তৃণমূলের
দক্ষিণবঙ্গ
দুই শ্রমিক সংগঠনে বিরোধ, অবরুদ্ধ যশোহর রোড
নদীর ঢেউয়ের দিকে তাকিয়ে
এখনও পুরনো ভিটেমাটি
খুঁজে ফেরেন মন্টু
বর্ধমান
দাঁইহাটে কর্তারা, বাঁধ
বাঁচানোর আশ্বাস
পঞ্চায়েতে কাজে
‘বাধা’ তৃণমূল
পুরুলিয়া
জল সরবরাহ বন্ধ, বিপাকে বান্দোয়ানের বাসিন্দারা
বেহাল রাস্তা, গাড়ি না চালানোর হুমকি
মুর্শিদাবাদ
মুর্শিদাবাদ জেলা পরিষদে আস্থা প্রমাণের সভায় ‘নাটক’
মেদিনীপুর
শৃঙ্খলারক্ষা ও উন্নয়নে
কমিটি গড়ছে তৃণমূল
নিঃশর্ত বন্দি মুক্তির
দাবিতে সভা
কলকাতা
৩৫.১
/
২৭.৭
আজকের দিনে
১৯০৮:
ধ্রুপদী নৃত্য শিল্পী গুরু
গোপীনাথের জন্ম।
১৯৭৮:
জাপানি ফুটবলার
সুনসুকে নাকামুরার জন্ম।
১৯৮৬:
ইংল্যান্ড ক্রিকেটার
স্টুয়ার্ট ব্রডের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
শ্রেণিবদ্ধ
পাক্ষিক
পয়লা বৈশাখে বাঙালির পাতে কী কী পড়বে তা নিয়ে প্রচুর রেসিপি পৌঁছেছিল। বড় দীর্ঘ সে লিস্টি
থেকে উপকরণ ও প্রণালীর মাপকাঠিতে প্রকাশ করা হয়েছিল কিছু সেরা রেসিপি। স্বাদের বিচারে
সেরার সেরা কোনটি? তা ঠিক করেছেন আপনারা। মাঝ-মাসে ‘হট শেফ’ প্রতিযোগিতার
ফলাফল-সহ রয়েছে আপনার রান্নাঘরে আরও রেসিপির সন্ধান। সঙ্গে সংবাদের হাওয়াবদল।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.