দক্ষিণবঙ্গ পরিষেবা
নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: পেট্রাপোল বন্দর থেকে ট্যাক্সিতে যাত্রী তোলা নিয়ে ফের বিরোধ বাধল সিটু এবং এআইটিটিইউসি-র। যাত্রী তুলতে গেলে এআইটিটিইউসি-র কর্মীরা বাধা দিচ্ছে, এই অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে বন্দরের কাছে হরিদাসপুরে প্রায় ৪ ঘণ্টা যশোহর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় সিটু। এর ফলে, বন্দর দিয়ে যাতায়াত করা যাত্রীরা সমস্যায় পড়েন। পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সমস্যার সূত্রপাত বিধানসভা নির্বাচনের পর থেকে।
নিজস্ব সংবাদদাতা, হাড়োয়া: বছর দুয়েকের এক ছেলের গায়ে লাগল বোমার টুকরো। বোমা ফাটল বছর এগারোর এক স্কুলছাত্রীর সামনে। বোমা-গুলিতে জখম আরও দু’জন। বৃহস্পতিবার মেছোভেড়ি নিয়ে সিপিএম-তৃণমূল সংঘর্ষের সময় ওই ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার হাড়োয়ার কালিকাপুর গ্রামে। আহত চার জনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, এ দিন তৃণমূলের আশ্রিত কিছু দুষ্কৃতী সমবায়ের ভিত্তিতে চলা ওই মেছোভেড়ির দখল নিতে আসে।