টুকরো খবর
সুন্দরবন এলাকায় বাঁধ সারাই নিয়ে বৈঠক মন্ত্রীর
সুন্দরবন এলাকার নদীবাঁধ, রাস্তাঘাট এবং স্বাস্থ্যকেন্দ্রের পরিস্থিতি দেখতে বৃহস্পতিবার বসিরহাটের মহকুমা শাসকের দফতরে বৈঠক করলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন ও সেচ দফতরের প্রতিমন্ত্রী শ্যামল মণ্ডল। ওই বৈঠকে তিনি বলেন, “সুন্দরবন এলাকার নদী বাঁধ শক্তপোক্ত করতে জমির দরকার। আলোচনার মাধ্যমে কী ভাবে সেই জমি নেওয়া হবে এবং জমি দিলে কী কী সুবিধা দেওয়া হবে তা নিয়ে খুব শীঘ্রই একটি জমি নীতি ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী।” এদিন সেচমন্ত্রী মানস ভুঁইয়ার বসিরহাটে আসার কথা থাকলে তিনি আসতে পারেননি। পুরুলিয়ায় অন্য কাজে চলে যেতে হয় তাঁকে। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম, অতিরিক্ত জেলাশাসক (টি), মহকুমাশাসক, সভাধিপতি এবং সেচ, বন, স্বাস্থ্য-সহ দফতরের আধিকারিকরা। বৈঠকে আয়লা প্রকল্পের মুখ্য বাস্তুকার বিমান মুখোপাধ্যায় বলেন, “দুই ২৪ পরগনায় নদী বাঁধের জন্য ৫ হাজার ৩২ কোটি টাকা ব্যয়ে আধুনিক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ জন্য ৭৭৮ কিলোমিটার নদী বাঁধ এলাকায় মোট ১৪ হাজার একর জমি চাই। প্রথম পর্যায়ে জরুরি ২৬৩ কিলোমিটার বাঁধের জন্য ৬ হাজার একর জমি। অথচ, এখনও পর্যন্ত মাত্র ২০ একর জমি পাওয়া গিয়েছে। জমি দিলে পরিবারের একজনের চাকরি-সহ কী কী সুবিধা পাওয়া যাবে মানুষকে তা বোঝাতে হবে।” বৈঠকে সন্দেশখালির সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাংসদ। সেচ দফতরের মহকুমা আধিকারিক গুরুপদ ঘোষ বলেন, “বেশ কিছু জায়গায় বাঁধের অবস্থা রীতিমত উদ্বেগজনক।”

বন্ধ টিকিট কাউন্টার, দুর্ভোগ নিতযাত্রীদের
টিকিট কাউন্টারের সংখ্যা চার। কিন্তু বেশিরভাগ সময়েই দু’টি, কখনও কখনও তিনটি বন্ধ থাকে। এমনকী সকালে অফিসটাইমে প্রচুর ভিড় থাকলেও একটি বা দু’টির বেশি টিকিট কাউন্টার খোলা হয় না বলে অভিযোগ নিত্যযাত্রীদের। তাঁদের অভিযোগ দীর্ঘদিন ধরেই এমন অবস্থা চলছে। এর ফলে বহু যাত্রী ট্রেন মিস করেন। আর একবার ট্রেন মিস করলে পরবর্তী ট্রেন পেতে এক ঘণ্টা দেরি হয়। এর ফলে গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যায়। তাঁদের আরও অভিযোগ এই সমস্যার সমাধানে বার বার দাবি জানানো হলেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। প্রতাপ পাত্র, মিলি ভুঁইয়া, নিরঞ্জন প্রামাণিক, দুলাল মণ্ডল-সহ কয়েকজন নিত্যযাত্রী জানান, আগের চেয়ে এখন ক্যানিং স্টেশনে যাত্রীদের চাপ অনেক বেড়ে গিয়েছে মাতলা নদীর উপরে সেতু তৈরি হওয়ার জন্য। অথচ যাত্রী পরিষেবা উন্নতি হওয়া তো দূরঅস্ত, উল্টে তা খারাপ হয়েছে। চারটি টাকিট কাউন্টার থাকা সত্ত্বেও একটি বা দু:টি কাউন্টার খোলা হয়। ফলে দীর্ঘলাইনে দাঁড়াতে। যার করাণে অনেকেই ট্রেন মিস করেন। স্টেশন ম্যানেজারকে সমস্যার ব্যাপারে জানানো হলেও কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। এ বিষয়ে স্টেশন ম্যানেজার রাজীব প্রসাদের কাছে জানতে চাওয়া হলে তিনি ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষই সব জানেন’ বলে এড়িয়ে যান। ক্যানিং স্টেশনে যাত্রীদের এই অভিযোগ প্রসঙ্গে শিয়ালদহের ডি আর এম পুরুষোত্তম গুহ বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। যাত্রীদের যাতে অসুবিধা না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

দু’টি অস্বাভাবিক মৃত্যু
দু’টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা এবং হিঙ্গলগঞ্জে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের সমস্তিপুরের বাসিন্দা ফরিচান রায় (৬৪) দীর্ঘদিন ধরে কাজ করতেন দেগঙ্গার কাউকেপাড়ার একটি করাতকলে। বৃহস্পতিবার সকালে ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। গলায় গভীর ক্ষতচিহ্ন ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরে তাঁকে খুন করা হয়েছে। এদিনই সকালে হিঙ্গলগঞ্জের উত্তর রূপমারি গ্রামের বাসিন্দা দীনবন্ধু মণ্ডলের (৬৬) মৃতদেহ উদ্ধার হয়। কুমিরমারি দ্বীপের মধ্যে একটি মেছোভেড়িতে জল ঢোকানোর চ্যানেলের মধ্যে এ দিন তাঁর দেহ পাওয়া যায়। বুধবার বিকেলে ওই জায়গায় মাছ ধরতে গিয়েছিলেন তিনি। পুলিশের অনুমান, সম্ভবত অসতর্কতায় তিনি চ্যানেলে পড়ে যান। জলের তোড়ে কোনও কিছুতে আঘাত লেগে তাঁর মৃত্যু হয়। তবে দু’টি দেহই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ফরিচান রায়ের মৃত্যুতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

২১টি ট্রাক আটক বনগাঁয়
--নিজস্ব চিত্র।
বনগাঁর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার ধারে বেআইনি ভাবে দাঁড়িয়ে থাকা ট্রাক এবং ফেলে রাখা ইমারতি মালপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে পুলিশ। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার তিন দিনে মোট ২১টি ট্রাক আটক করা হয়েছে এবং রাস্তায় কাঠ ও ইমারতি মালপত্র রেখে দেওয়ার অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসডিপিও (বনগাঁ) বিমলকান্তি বন্দ্যোপাধ্যায়। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা যে সব ট্রাকের সঙ্গে মালিক বা চালক থাকছেন না, মূলত সেই সব ট্রাককে থানায় আনা হচ্ছে। বনগাঁ মহকুমায় যানজট একটি বড় সমস্যা। কিন্তু সম্প্রতি বনগাঁ-চাকদহ, বনগাঁ-বাগদা এবং যশোহর রোডের উপরে ট্রাক দাঁড় করিয়ে রাখা এবং ইমারতি মালপত্র যত্রতত্র ফেলে রাখার প্রবণতা বেড়ে গিয়েছে। এ জন্য দুর্ঘটনাও ঘটছে।

র‌্যাপিড ফায়ারে খুন কি না, ধন্দ
ব্যারাকপুরে তিন খুনের ঘটনায় পুকুরে পাওয়া রাইফেল ও ফাঁকা কার্তুজগুলির ব্যালিস্টিক পরীক্ষা শুরু করলেন ফরেন্সিক বিশেষজ্ঞেরা। ‘র্যাপিড ফায়ার’-এ তিন জনের মৃত্যু হয়েছে, নাকি এক-এক করে তিন জনকে মারা হয়, তা স্পষ্ট হবে ওই পরীক্ষায়। তদন্তকারী অফিসারদের দাবি, প্রণয়িনী সর্বাণী পাল একাই তার লক্ষ্য ছিলেন বলে অভিযুক্ত কনস্টেবল পীযূষকান্তি ঘোষ জেরায় জানিয়েছে। ওই কনস্টেবলের বক্তব্য, রবিবার কথা কাটাকাটির জেরে সে উত্তেজিত হয়ে পড়েছিল। সর্বাণী তার সঙ্গে যেতে না-চাওয়ায় রাগের বশে সর্বাণীকেই গুলি করতে চেয়েছিল সে। কিন্তু স্বয়ংক্রিয় রাইফেল থেকে নাগাড়ে গুলি বেরোতে থাকায় সর্বাণীর পাশে দাঁড়িয়ে থাকা তাঁর স্বামী মানবেন্দ্র পাল এবং মানবেন্দ্রবাবুর দিদি রোহিণী রায়ও গুলিবিদ্ধ হয়ে মারা যান। অভিযুক্ত কনস্টেবলের এই স্বীকারোক্তির সত্যতা যাচাই করতেই তার রাইফেল এবং ফাঁকা কার্তুজের ব্যালিস্টিক পরীক্ষার সিদ্ধান্ত নেয় পুলিশ।

পথ অবরোধ
এলাকায় ঘন ঘন লোশেডিংয়ের প্রতিবাদে এবং ট্রান্সফর্মার বদলানোর দাবিতে বৃহস্পতিবার সকালে হাবরার কুমড়ো বাজারে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। সকাল সাড়ে ৯টা থেকে ১টা পর্যন্ত হাবরা-মগরা সড়ক অবরোধ করা হয়। পুলিশ গিয়ে বিদ্যুৎ দফতরের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ ওঠে।

শ্যামপুরে গ্রেফতার ব্যক্তি
এক নাবালিকাকে নিয়ে পালানোর চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে ধরল পুলিশ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শ্যামপুর এলাকায়। পুলিশ জানায়, ধৃত সৌআলি মণ্ডলের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার রামনগরে। পুলিশ ও স্থানীয় মাতাপাড়া বাজারের কাছে ওই কিশোরীকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন সৌআলি। মেয়েটির চিৎকারে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন বাসিন্দারা। মেয়েটি জানায় তার বাড়ি শ্যামপুরেই। তাকে জোর করে ওই ব্যক্তি নিয়ে যাচ্ছে। দু’জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

যুবকের দেহ উদ্ধার
এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিংয়ের মিঠাখালি এলাকায়। বৃহস্পতিবার সকালে একটি পুকুরের পাশে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, বছর ছাব্বিশের ওই যুবকের কোনও পরিচয় জানা যায়নি। তাঁর কপালে একটি কাটা দাগ রয়েছে। দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
Previous Story South Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.