|
|
|
|
হকার উচ্ছেদ শুরু উলুবেড়িয়ায় |
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
দখল হয়ে যাওয়া সরকারি জমিতে হকার উচ্ছেদ শুরু করল প্রশাসন।
বৃহস্পতিবার সকাল থেকে উলুবেড়িয়া শহরে উচ্ছেদ চলে। এ দিন সকাল থেকেই র্যাফ, পুলিশ নিয়ে শহরের বিভিন্ন রাস্তায় উচ্ছেদের কাজ তদারকি করেন মহকুমাশাসক ও পুরপ্রধান। উচ্ছেদের প্রাথমিক ধাপ হিসেবে ভাঙা হয় দোকানের সামনের বর্ধিত অংশগুলি। তবে যে সমস্ত ব্যবসায়ীরা নিজেরাই নির্মাণকাজ ভেঙে নেওয়ার প্রতিশ্রতি দেন তাদের প্রশাসনের তরফে বাড়তি সময় দেওয়া হয়। একটি ক্লাব নিজেরাই ভাঙার জন্য সাত দিন সময় চেয়ে নেয়। তবে বাসিন্দাদের ক্ষোভ, প্রায় দখল হয়ে যাওয়া উলুবেড়িয়া স্টেশন রোডে উচ্ছেদের কাজ যথাযথ হয়নি। তাদের দাবি, নর্দমার উপরের বাড়িগুলি যেমন ছিল তেমনই থেকে যায়। এ ব্যাপারে উলুবেড়িয়ার মহকুমাশাসক দেবকুমার নন্দন বলেন, “এই বাড়িগুলি পূর্ত দফতরের এলাকায় তৈরি। তারা অসুবিধার কথা জানালেই আমরা সমস্ত দখলদারদের উচ্ছেদ করতে পারব।” নাম প্রকাশে অনিচ্ছুক পূর্ত দফতরের এক অফিসার জানান, এ ব্যাপারে খুব শীঘ্রই প্রশাসনকে জানানো হবে। |
|
ছবি: হিলটন ঘোষ। |
উলুবেড়িয়ার পুরপ্রধান দেবদাস ঘোষের দাবি, “এ দিন আমরা ১০০ শতাংশ জন সমর্থন পেয়েছি। কোথাও বলপ্রয়োগ করতে হয়নি।” তিনি জানান, এই প্রক্রিয়া আগামী ৩০ দিন ধরে চলবে। এর সঙ্গে রাস্তাও চওড়া হবে। আরও কোন কোন জায়গায় উচ্ছেদ প্রয়োজন তা দেখার জন্য পুরসভা বাজেট গড়বে বলেও জানান দেবদাসবাবু। |
|
|
|
|
|